23/10/2025
রিহান চৌধুরী — সুইডেন প্রবাসী এক বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার, যিনি ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছেন ইউরোপের ফুটবলে। মাত্র ১৯ বছর বয়সেই তিনি পাড়ি দিয়েছেন বেশ কয়েকটি প্রতিযোগিতামূলক ধাপ।
ডিফেন্ডার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন সুইডেনের টপ টায়ার ক্লাব AIK Solna-র যুবদলে, যেখানে খেলেছেন অনূর্ধ্ব-১৮ পর্যায় পর্যন্ত। এরপর যোগ দেন সুইডিশ তৃতীয় স্তরের ক্লাব Vasalunds IF-এর একাডেমিতে, সেখান থেকে উন্নতি করে যান দ্বিতীয় স্তরের দল Västerås SK-এর যুব দলে।
বর্তমানে রিহান খেলছেন সুইডিশ চতুর্থ স্তরের একটি ক্লাবের সিনিয়র দলে, যেখানে তিনি নিয়মিত খেলছেন মূল একাদশে। তার লক্ষ্য—একদিন ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলে বাংলাদেশের পতাকা গর্বের সঙ্গে তুলে ধরা। 🇧🇩⚽
Dugout-ডাগআউট