21/11/2025
২১/১১/২০২৫। সকাল ১০:৩৮
আমি রুটি হাতে নিয়ে সবজি তে হাত দেওয়ার সাথে সাথেই কাপুনি শুরু।
ওই মুহূর্তে চিন্তা করছিলাম কাপাকাপি শেষ হলেই নাস্তা শুরু করব।
কিন্তু যে পরিমাণ ঝাঁকুনি দিল, আর নাস্তা করা হলো না, মানিব্যাগ টা পকেটে ঢুকিয়ে, বাসার দরজা খোলা রেখে খালি পায়ে, বাচ্চাকাচ্চা নিয়ে এক দৌড়ে বিল্ডিং এর নিচে।
নিচে গিয়ে দেখি দাঁড়ানোর জায়গা নাই, সামনে পেছনে ডানে বামে সব পাশেই ১০০% বিল্ডিং কোড মেনে তৈরি বড় বড় ভবন।
তাই মিনিট পাচেক ফরমালিটিজ করে আবার নিশ্চিন্ত মনে উপরে চলে আসলাম।
আল্লাহ না করুক এরপর এরকম হলে খামোখা দৌড়াদৌড়ি না করে নিজের জায়গায় বসে থাকবো।
সম্ভবত ১৮ থেকে ২০ সেকেন্ড স্থায়ী ছিল, আর কয়েক সেকেন্ড স্থানী হলে যে কল্পনাতীত বিপর্যয় নেমে আসতো...
সবচেয়ে বড় কথা ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ...
কেবল শুরু।
এরপর???