Islamic Farid Uddin

Islamic Farid Uddin Welcome to our Islamic page, you can contact us for the best Islamic related products, we will try our best to support you inshallah..

02/08/2025

একটি বীজ হয়তো খুব ছোট, কিন্তু তার মধ্যে রয়েছে বিপুল সম্ভাবনা। তুমি ক্ষুদ্রতার কথা ভেবো না, সম্ভাবনার কথা ভাবো!

22/07/2025

আমরা যে কোন দুর্যোগ থেকে কি শিক্ষা নিচ্ছি ??
আমাদের অন্তর কি কাঁপছে? না কি পাপাচারেই ডুবে আছি??

16/07/2025

হে আল্লাহ আমি আপনার কাছে কবুলযোগ্য কর্মতৎপরতা কামনা করছি

12/07/2025

ভাবছিলাম আগামী তে যারা আসবেন তারা অতীত থেকে শিক্ষা নিয়ে দেশ চালাবেন। আপনারা শিক্ষা নিলেন না। পাথর দিয়ে মানুষ হ'ত্যা'র নি'র্ম'মতা মানা যায়না।

11/07/2025

শুরু হয়েছে অত্যাচার ও নৈরাজ্য। লীগের স/ন্ত্রা/সী/দের স্টাইলে এবার যুবদলের স/ন্ত্রী/দের হাতে ২৮ অক্টোবর স্টাইলে খু/ন এক ব্যবসায়ী।

সমকালের প্রতিবেদনে বলা হয়েছে, নি/হত সোহাগের কাছে কিছুদিন ধরে ব্যবসার অর্ধেক ভাগ দাবি করে আসছিল স্থানীয় যুবদল নেতা পরিচয় দেওয়া মহিন। সোহাগ তাতে রাজি হননি। এ নিয়ে তাকে হুমকি-ধমকি দেওয়া হয়। হ/ত্যার আগের দিন তার গুদামে গু/লি চালানো হয়।

সারা দেশে লুটতরাজ ও চাঁদাবাজিতে কোন কোন দলের লোকেরা যুক্ত সেটি নিয়ে বিএনপি মিড়িয়া সেল কোন প্রতিবেদন প্রকাশ করেছে?

আমরা বললে তো আবার ছোট বাচ্চার মতো ম্যাঁ ম্যাঁ করা শুরু করবেন। কিন্ত এসবের মুখোশ উন্মোচন যখন শুরু হবে তখন কিন্তু পায়ে ধরলেও কাজ হবে না।

এজন্য বারবার বলছি, একটি নির্বাচনের জন্য জুলাই হয়নি। আবারো ২৮ অক্টোবর স্টাইলে নৃত্য দেখার জন্য বর্ষা বিপ্লব হয়নি।

11/07/2025

BNP is the newly Fascist in the new era of Bangladesh.

এটা শুধু ঢাকায় না, সারাদেশেই এরা নৈ*রাজ্য সৃষ্টি করেছে। আরে এতটাই অমানবিক এবং পা*ষণ্ড যে, লীগকেও এরা হার মানিয়ে ছেড়েছে।

এরা এতটাই অন্ধ, বিবেক বর্জিত যে, কেউ যদি এসব কর্মকাণ্ড নিয়ে প্রতিবাদ করতে আসে বা কথা বলে তাহলে এরা হাসে, হাহা দেয়, এরা মজা নেয়।
এদের বিবেক বুদ্ধি, মনুষত্ব, দয়া, মানবিকতা সবকিছু বিনষ্ট হয়ে গেছে ।

সারাদেশে এরা অ*রাজকতা সৃষ্টি করে চলেছে, দেশটা যেন তারা মগের মুল্লুক পেয়েছে, যেন তারা এই দেশের শাসক! তারা নিশ্চিত ধরে নিয়েছে যেন তারাই ক্ষমতায় চলে গেছে যা করবে সেটিই আইন!

এখন সময় দেশের মানুষের ভাবার! কাদের হাতে দেশ তুলে দিতে যাচ্ছেন, যারা আপনার রক্তখেকো হবে না তো?

11/07/2025

যেখানে আটকে যাবেন, সেটা সমাধান না হওয়া পর্যন্ত লেগে থাকুন। দেখবেন একটা পর একটা জানালা খুলতে শুরু করেছে।

11/07/2025

লোকমান হাকিমের জীবন আমাদের শেখায় সত্য আর সংযমই মানুষকে মর্যাদার শিখরে নিয়ে যায়।

11/07/2025

হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী জ্ঞান প্রার্থনা করছি, উত্তম-পবিত্র রিজিক কামনা করছি .

Address

Pakundia Kishoreganj
Gazipur
1704

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Farid Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share