প্রতিদিনের আলাপ - Protidiner Alap

প্রতিদিনের আলাপ - Protidiner Alap সত্য খবর ২০২৫ | বাংলা খবর

06/02/2025
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত থেকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমত...
06/02/2025

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত থেকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হলে ভারত দায়ী থাকবে।

গতকাল বুধবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তথ্য উপদেষ্টা।

নাহিদ ইসলাম বলেন, ‘ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং এর জন্য তাদের কাছে কিছু ব্যাখ্যা আছে। আমরা ভারতকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে বলেছি এবং এটি একটি কূটনৈতিক বিষয়। কিন্তু শেখ হাসিনা যদি সেখান থেকে রাজনীতি করার চেষ্টা করেন, ভারতে রাজনৈতিক সভা করেন, তাহলে এর জন্য ভারত সরকার দায়ী থাকবে।’

জুলাই গণ–অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ঘটনা উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের ইতিহাস সঠিকভাবে তুলে ধরার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ গ্রন্থটি ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের একটি প্রামাণ্য দলিল। ছাত্র-জনতার অভ্যুত্থানে সংবাদপত্রের ভূমিকা অবিস্মরণীয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো কোনো পত্রিকা অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করে তোলে, যা দুঃখজনক।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ছাত্র-জনতা, ফেব্রুয়ারি ও মার্চ মাসে যেকোনো সম্ভাব্য নৈরাজ্যের জবাব দিতে রাজপথে থাকব। আমরা আমাদের প্রতিরোধ অব্যাহত রাখব। জনগণকে উদ্বিগ্ন করার এবং আমাদের ঐক্যে বিভেদ তৈরি করার চেষ্টা চলছে। আমরা সর্ব অবস্থায় প্রস্তুত রয়েছি।’
জুলাই গণ–অভ্যুত্থানের সময় বিতর্কিত ভূমিকা পালনকারী সংবাদপত্রের সম্পাদকদের তাঁদের ভূমিকা স্পষ্ট করার আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংবাদপত্রগুলো ইতিবাচক ও নেতিবাচক উভয় ভূমিকাই পালন করেছে। গণ-অভ্যুত্থানের সময় সংবাদপত্রগুলোক নির্ধারিত সংবাদ প্রকাশ করতে বাধ্য করা হয়েছিল। কিন্তু অনেক সংবাদপত্র ইচ্ছাকৃতভাবে ক্ষমতাসীন সরকারকে সমর্থন করার জন্য বয়ান তৈরি করেছিল।

নাহিদ ইসলাম বলেন, ‘যাদেরকে শাসকের ন্যারেটিভ প্রকাশ করতে বাধ্য করা হয়েছিল, তাদের জনগণের কাছে তাদের অবস্থান স্পষ্ট করা উচিত, অন্যথায় তারা বিশ্বাসযোগ্যতা হারাবে।’ এ সময় দেশের কল্যাণের জন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই গণ–অভ্যুত্থানকে কেউ তুলে ধরেছেন ছবির মাধ্যমে, আবার কেউ তুলে ধরেছেন গ্রাফিতি ও ভিডিও চিত্রের মাধ্যমে। এ ছাড়া জাতীয় দৈনিকগুলোও চব্বিশের গণ–অভ্যুত্থানকে তুলে ধরেছে স্বমহিমায়।

২৫টি জাতীয় দৈনিক থেকে চব্বিশের গণ–অভ্যুত্থান নিয়ে সংকলিত ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ গ্রন্থের মাধ্যমে মুক্তিকামী মানুষের লড়াই–সংগ্রামের অবদান অম্লান হয়ে থাকবে বলে উল্লেখ করেন প্রেস সচিব।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বইটির লেখক ও প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব আহমেদ ফয়েজ, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ প্রমুখ।

নোয়াখালীতে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে ভাঙচুর ও আগুনআত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নো...
06/02/2025

নোয়াখালীতে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে ভাঙচুর ও আগুন

আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। ভাঙচুর চলার সময় ওবায়দুল কাদের কিংবা তাঁর ভাইদের পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা একটার দিকে কয়েক শ বিক্ষুব্ধ ছাত্র-জনতা লাঠিসোঁটা নিয়ে ওবায়দুল কাদেরের কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামের বাড়িতে হামলা চালান। হামলাকারীরা এ সময় ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জার দ্বিতল পাকা ভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালান।

এর আগে গত ৫ আগস্ট একই বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ওই ঘটনার পর কিছুদিন আগে আবদুল কাদের মির্জা তাঁর স্বজনদের মাধ্যমে বাড়িতে সংস্কারকাজ করিয়েছিলেন। সংস্কারকাজের পর আজ দ্বিতীয় দফায় ভাঙচুর চালানো হলো। ‌তবে হামলা ও ভাঙচুরের সময় আবদুল কাদের মির্জা কিংবা তাঁর পরিবারের কোনো সদস্য বাড়িতে ছিলেন না।

হামলার সময় উপস্থিত লোকজন প্রথম আলোকে জানান, গ্রামের বাড়িতে ওবায়দুল কাদের ও তাঁর ভাই আবদুল কাদের মির্জার বাড়ির (মূল বাড়ি) পাশে পৃথক স্থানে আরেক ভাই শাহাদাত হোসেনের পাকা একতলা বাসভবন রয়েছে। বেলা একটা থেকে ওই দুই বাড়িতে ভাঙচুর শুরু হয়ে বেলা আড়াইটা পর্যন্ত চলে। এ সময় হামলাকারীদের অনেকে লেপ, তোশকসহ বাড়ির ব্যবহার্য জিনিসপত্র নিয়ে যান। এরপর হামলাকারীরা একটি বাড়ি থেকে আসবাব বের করে একটি পুরোনো গাড়ির ওপর রেখে তাতে আগুন দেন। পাশাপাশি আগুন দেওয়া হয় ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনের বাসভবনের সামনের একটি টিনের ঘরেও।

ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখার সমন্বয়ক মো. আরিফুল ইসলাম। তিনি বলেন, কোম্পানীগঞ্জের অসংখ্য মানুষ ওবায়দুল কাদের ও তাঁর ভাই কাদের মির্জার লোকজনের হাতে অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন। এসব কারণে তাঁদের প্রতি যে ক্ষোভ জমেছিল, আজকের হামলা ও ভাঙচুরের মধ্য দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটেছে। এই হামলা ও ভাঙচুরে সর্বস্তরের ছাত্র–জনতা অংশগ্রহণ করেছেন। তিনি বলেন, ভবিষ্যতেও যদি কোনো সরকার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে ফ্যাসিস্ট আচরণ করে, তবে তাদের পরিণতিও একই রকম হবে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফৌয়জুল ইসলাম বেলা দেড়টায় প্রথম আলোকে বলেন, তিনি দাপ্তরিক কাজে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছেন। থানার পরিদর্শক (তদন্ত) খোঁজখবর নিয়েছেন। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র–জনতার হামলা ও ভাঙচুরের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

-প্রথম আলো

04/02/2025

গাজীপুর চৌরাস্তায় ভয়াবহ আগুন🔥🔥🔥🔥🔥🔥🔥





***জাতীয়পাসপোর্টে থাকছে না পুলিশ ভেরিফিকেশন***মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর...
04/02/2025

***জাতীয়
পাসপোর্টে থাকছে না পুলিশ ভেরিফিকেশন***

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এরআগে পাসপোর্টের জটিলতা নিরসনের লক্ষ্যে আজ সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. নাসিমুল গণির সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।

পাসপোর্টের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন পাসপোর্ট ইস্যুর মূল ভিত্তি ধরা হয়। এ দুটি সঠিক থাকলে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা নয়- উপদেষ্টা পরিষদের সভায় এমন মতামত উঠে আসার পরই এ নিয়ে কাজ শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।

জানা গেছে, সভায় পাসপোর্ট জটিলতা নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা হয়। উপদেষ্টা পরিষদের নির্দেশনার আলোকে সিদ্ধান্ত চূড়ান্ত করে এ-সংক্রান্ত আদেশ জারি করা হবে। সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পুলিশের বিশেষ শাখাসহ অন্যান্য বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত প্রতিনিধিদের মধ্যে ছিলেন- প্রধান উপদেষ্টার কার্যালয় সচিব সাইফুল্লাহ পান্না, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সচিব শেখ আবু তাহের, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব, মো. রুহুল আমিন, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর মহাপরিচালক মেজর জেনারেল নূরুল আনোয়ার, মোহাম্মদ নুরুল, বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ মহাপরিচালক (অতিরিক্ত সচিব), এ এস এম হুমায়ুন কবীর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর যুগ্ম-পরিচালক, মো. জিয়াউল কাদের, অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ রেজিস্ট্রার জেনারেল, জন্ম-মৃত্যু নিবন্ধন, মো. যাহিদ হোসেন, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, গোলাম রসূল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপসচিব আমিন আল পারভেজ, বিশেষ পুলিশ সুপার, (এসবি) হায়াতুন্নবী, বাংলাদেশে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন শীর্ষক প্রকল্প পরিচালক, মো. সাইদুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাফি প্রমুখ।

**এজতেমার ইতিহাস: বিশ্বব্যাপী মুসলিম ঐক্যের এক মহিমান্বিত অধ্যায়** 🌍🕌  **🔹 সূচনা ও প্রতিষ্ঠা:**  এজতেমার ইতিহাস শুরু হয় ...
04/02/2025

**এজতেমার ইতিহাস: বিশ্বব্যাপী মুসলিম ঐক্যের এক মহিমান্বিত অধ্যায়** 🌍🕌

**🔹 সূচনা ও প্রতিষ্ঠা:**
এজতেমার ইতিহাস শুরু হয় **১৯৪১ সাল**ে ভারতীয় উপমহাদেশে। **মাওলানা ইলিয়াস কান্ধলভি (রহ.)** তাবলিগী জামাত প্রতিষ্ঠা করে ইসলামের মৌলিক শিক্ষা প্রচারের লক্ষ্যে এই সমাবেশের ধারণা চালু করেন। প্রথম দিকে এটি ছিল ক্ষুদ্র পরিসরে, শুধুমাত্র স্থানীয় মুসল্লিদের নিয়ে আয়োজিত।

**🔹 প্রসার ও বৈশ্বিক রূপ:**
- **১৯৪৭** সালে ভারত-পাকিস্তান বিভাজনের পর তাবলিগী জামাতের কার্যক্রম **বাংলাদেশ, পাকিস্তান, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকা** পর্যন্ত ছড়িয়ে পড়ে।
- **বাংলাদেশে** প্রথম এজতেমা অনুষ্ঠিত হয় **১৯৪৮ সাল**ে কাকরাইল মসজিদে। পরে **১৯৬৬** সাল থেকে **টঙ্গীর তুরাগ নদীর তীর**ে স্থানান্তরিত হয়, যা এখন **বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ** (হজ্জের পর)।

**🔹 লক্ষ্য ও উদ্দেশ্য:**
এজতেমার মূল লক্ষ্য হলো **ইমানী চেতনা জাগরণ, ইসলামের সহজ-সরল আমল শেখানো, এবং মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা**। এটি কোনো রাজনৈতিক বা ফিকহী বিতর্কের মঞ্চ নয়, বরং আত্মশুদ্ধি ও দাওয়াতের কেন্দ্র।

**🔹 ঐতিহাসিক মাইলফলক:**
- **১৯৮০-এর দশক:** বাংলাদেশের টঙ্গী এজতেমায় **২০ লাখ+** মুসল্লির সমাগম শুরু হয়।
- **২০০১ সাল:** প্রথমবারের মতো **দ্বিতীয় পর্ব** চালু হয় (পুরুষ ও মহিলাদের জন্য আলাদা সপ্তাহ)।
- **২০২০-২০২১:** COVID-19 মহামারীর কারণে সীমিত আকারে ভার্চুয়াল সেশনের মাধ্যমে আয়োজন।

**🔹 বিশ্বব্যাপী এজতেমা:**
- **ভারত:** দিল্লির নিজামুদ্দিন মারকাজে বিশ্বের বৃহত্তম তাবলিগী কেন্দ্র।
- **পাকিস্তান:** রাইওয়িন্দে বিশাল সমাবেশ।
- **মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন:** স্থানীয় মুসলিম কমিউনিটি দ্বারা নিয়মিত আয়োজিত।

> **"এজতেমা শুধু একটি সমাবেশ নয়, এটি হৃদয়ের মিলনমেলা!**
> প্রতি বছর লাখো মানুষ এই মাঠে জড়ো হয় শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনার জানা আছে কি এই ঐতিহাসিক ঘটনার পেছনের গল্প? 👇
> ➤ **সূচনা:** ১৯৪১, মাওলানা ইলিয়াস (রহ.)-এর হাত ধরে।
> ➤ **বাংলাদেশে টঙ্গী এজতেমা:** বিশ্বের দ্বিতীয় বৃহত্তম!
> ➤ **লক্ষ্য:** ইমানের আলো ছড়ানো, না রাজনীতি বা বাহাবা!
> ❤️ শেয়ার করে সবাইকে জানান এই মহতী উদ্যোগের ইতিহাস!"

** #এজতেমা_ইতিহাস #মুসলিম_ঐক্য #টঙ্গী_এজতেমা #তাবলিগী_জামাত**

বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ‘চাচা  বাড়িঘর এত সাজানো কেন?’, ‘চাচা হেনা কোথায়?’ চিত্রনায়ক বাপ্পারাজের ...
03/02/2025

বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ‘চাচা বাড়িঘর এত সাজানো কেন?’, ‘চাচা হেনা কোথায়?’ চিত্রনায়ক বাপ্পারাজের কণ্ঠে এই সংলাপ ঝড়ের গতিতে ছড়িয়ৈ পড়েছে ফেসবুকে।

১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমের সমাধি’ সিনেমার ‘হেনা’র দৃশ্যটি নতুন করে ভাইরাল হয়েছে। সিনেমাটিতে বাপ্পারাজ ও শাবনাজ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমার একপর্যায়ে নায়ক বকুল (বাপ্পারাজ) দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়ি সাজানো দেখতে পান।

তিনি হেনার বাবাকে জিজ্ঞেস করেন, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? চাচা, হেনা কোথায়?’ জবাবে চাচা বলেন, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’ বকুল তখন আবেগাপ্লুত হয়ে বলেন, ‘না না, হেনার বিয়ে হতে পারে না। এ আমি বিশ্বাস করি না।’ এরপর ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি বাজতে থাকে।

দীর্ঘদিন পর এই সংলাপটি সামাজিক যোগাযোগমাধ্যমে পুনরায় জনপ্রিয়তা পেয়েছে। বিষয়টি বেশ উপভোগ করছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক নাঈম। যিনি বর্তমানে ‘হেনা’ মানে অভিনেত্রী শাবনাজের স্বামী।

সেই সংলাপের পর কেউ কেউ ফেসবুকে শাবনাজের জীবনসঙ্গী নাঈমসহ এমন একটি ফটোকার্ডও ছড়িয়েছেন, যেখানে লেখা রয়েছে, ‘বিশ্বাস করুন, হেনা আমার কাছে।’ আর সেই ফটোকার্ড নজরে এসেছে নাঈমের।

বিরহ ছেড়ে অ্যাকশনে বাপ্পারাজ!
দেব-কোয়েলকে দেখে শৈশবে ফিরলেন অনুরাগীরা
গাউনে মুগ্ধতা ছড়াচ্ছেন পিয়া জান্নাতুল
ভাইরাল সংলাপের স্রোতে গা ভাসিয়ে এই নায়ক বললেন, ‘আসলেই তো। হেনা তো আমার কাছেই। এই সিনেমা যখন হয়েছে, তার আগেই আমার ও শাবনাজের বিয়ে হয়ে গেছে, অর্থাৎ হেনা আমার হয়ে গেছে।’

এরপর হেনা চরিত্রের প্রসঙ্গ উঠতেই নাঈম বললেন, এই ভিডিও ক্লিপ হঠাৎ কোথা থেকে সামনে এসেছে, কিছুই জানি না। তবে এই ছবি যে মানুষ মনে রেখেছে। সংলাপ থেকে সংলাপ, গান—সবই উপভোগ করছে, এটা ফেসবুকে বিভিন্ন ধরনের মন্তব্য পড়ে বুঝতে পারছি। আমাদের বাচ্চারাও ভীষণ মজা পাচ্ছে। সবাই মিলে আমরা ভীষণ উপভোগ করছি। শিল্পীর এটাই সবচেয়ে বড় অর্জন।

প্রসঙ্গত, ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমের সমাধি’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন বাপ্পারাজ ও শাবনাজ। সিনেমাটিতে হেনা চরিত্রে অভিনয় করেছেন শাবনাজ। বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ, যিনি ১৯৯১ সালে ‘চাঁদনী’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। তার আসল নাম সাবরীনা তানিয়া।

১৯৯৬ সালে ‘নির্মম’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি পান। অন্যদিকে বাপ্পারাজ ঢাকাই সিনেমার নায়করাজ রাজ্জাকের ছেলে। আশি ও নব্বইয়ের দশকে বাপ্পারাজ উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা। তবে জনপ্রিয় এই অভিনেতা ত্রিভুজ প্রেমের ট্র্যাজিডির গল্প নিয়ে সিনেমায় বেশি অভিনয় করেছেন। যে কারণে দর্শক মহলে ‘ট্র্যাজেডি নায়ক’ ও ‘ব্যর্থ নায়ক’ হিসেবে পরিচিত হয়ে ওঠেন তিনি।

নিরাপত্তা ঝুঁকির কারণে তাইওয়ানে DeepSeek AI নিষিদ্ধতাইওয়ান সোমবার DeepSeek AI-এর সরকারি ব্যবহার নিষিদ্ধ করেছে, citing জা...
03/02/2025

নিরাপত্তা ঝুঁকির কারণে তাইওয়ানে DeepSeek AI নিষিদ্ধ

তাইওয়ান সোমবার DeepSeek AI-এর সরকারি ব্যবহার নিষিদ্ধ করেছে, citing জাতীয় নিরাপত্তা ঝুঁকি। এর আগে, সরকার শুধু এর ব্যবহার নিরুৎসাহিত করেছিল, তবে এবার সরাসরি প্রতিবন্ধকতা আরোপ করা হলো।

কেন নিষিদ্ধ করা হলো?

সেন্সরশিপ ও সংবেদনশীল তথ্য চীনে স্থানান্তরের ঝুঁকি

তাইওয়ানের তথ্য নিরাপত্তা নিশ্চিত করা

তাইওয়ান চীনা প্রযুক্তি বিষয়ে বরাবরই সতর্ক, কারণ বেইজিং দ্বীপটিকে নিজেদের অংশ বলে দাবি করে এবং সামরিক ও রাজনৈতিক হুমকি অব্যাহত রেখেছে।

প্রধানমন্ত্রী চো জং-তাই মন্ত্রিসভার বৈঠকে বলেন, "দেশের তথ্য নিরাপত্তা রক্ষার জন্য এই নিষেধাজ্ঞা প্রয়োজন।"

এদিকে, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, ইতালি ও আয়ারল্যান্ড DeepSeek-এর ব্যক্তিগত তথ্য ব্যবস্থাপনা তদন্ত শুরু করেছে, যা বিশ্বব্যাপী চীনা AI প্ল্যাটফর্মের ওপর নজরদারি বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

গত মাসে উন্মুক্ত হওয়ার পরপরই প্রযুক্তি-দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ডিপসিক চ্যাটব...
03/02/2025

গত মাসে উন্মুক্ত হওয়ার পরপরই প্রযুক্তি-দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ডিপসিক চ্যাটবট। এবার ডিপসিক চ্যাটবটের লাগাম টেনে ধরতে নিজেদের তৈরি চ্যাটজিপিটি চ্যাটবটের জন্য ‘ওথ্রি মিনি’ নামের নতুন এআই মডেল উন্মুক্ত করেছে ওপেনএআই।

কৌশলে টাকা তুলছেন এস আলম, তাঁর গৃহকর্মী ও গাড়িচালককে বেতন দিচ্ছে আভিভা ফাইন্যান্সআর্থিক প্রতিষ্ঠান আভিভা ফাইন্যান্স থেকে...
03/02/2025

কৌশলে টাকা তুলছেন এস আলম, তাঁর গৃহকর্মী ও গাড়িচালককে বেতন দিচ্ছে আভিভা ফাইন্যান্স
আর্থিক প্রতিষ্ঠান আভিভা ফাইন্যান্স থেকে পাঁচ মাস আগে বিতর্কিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলমকে (এস আলম) সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। তাতে কিন্তু আর্থিক প্রতিষ্ঠানটি এস আলমের নিয়ন্ত্রণমুক্ত হয়নি। এখনো এস আলমের দুই গৃহকর্মী ও এক গাড়িচালককে বেতন দিচ্ছে আভিভা ফাইন্যান্স।

পাশাপাশি প্রতিষ্ঠানটিতে এস আলমের যেসব আমানত ছিল, তার সুবিধাভোগী পাল্টে টাকা তুলে নেওয়া হচ্ছে। এস আলমের এক সময়কার সহযোগী প্রশান্ত কুমার (পি কে) হালদারের সঙ্গে কাজ করতেন, এমন লোকেরাই এখন আভিভা ফাইন্যান্সের মূল হর্তাকর্তা। এতে এখন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদটি খালি। প্রতিষ্ঠানটির চট্টগ্রামের দুটি শাখা ঘুরে ও প্রধান কার্যালয়ে খোঁজ নিয়ে এমন তথ্য পাওয়া গেছে।

DeepSeek নিয়ে সতর্কতা: এটি কি নিরাপদ?অস্ট্রেলিয়ার বিজ্ঞানমন্ত্রী এড হিউজিক চীনা চ্যাটবট DeepSeek নিয়ে গোপনীয়তা সংক্রান্ত...
03/02/2025

DeepSeek নিয়ে সতর্কতা: এটি কি নিরাপদ?

অস্ট্রেলিয়ার বিজ্ঞানমন্ত্রী এড হিউজিক চীনা চ্যাটবট DeepSeek নিয়ে গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগ প্রকাশ করেছেন। মার্কিন কর্মকর্তারাও জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং মার্কিন নৌবাহিনী নিরাপত্তা ঝুঁকির কারণে অ্যাপটি নিষিদ্ধ করেছে।

DeepSeek কী তথ্য সংগ্রহ করে?

DeepSeek-এর গোপনীয়তা নীতিমালা অনুসারে, এটি ব্যবহারকারীর:

ইমেইল, ফোন নম্বর ও জন্মতারিখ

লিখিত ও অডিও ইনপুট, চ্যাট ইতিহাস

ডিভাইসের তথ্য, আইপি অ্যাড্রেস ও টাইপিং প্যাটার্ন সংগ্রহ করে এবং চীনে সংরক্ষণ করে।

এই তথ্য নিরাপত্তা ও উন্নয়নের জন্য ব্যবহৃত হয় এবং পরিষেবা সরবরাহকারী ও বিজ্ঞাপন অংশীদারদের সাথে শেয়ার করা হতে পারে।

DeepSeek ব্যবহার করা কি নিরাপদ?

বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য শেয়ার করা ঝুঁকিপূর্ণ হতে পারে, যেমনটি অন্যান্য এআই মডেলের ক্ষেত্রেও হয়। যুক্তরাজ্যের তথ্য কমিশন অফিস জনগণকে তাদের তথ্য অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

> "জেনারেটিভ AI নির্মাতাদের অবশ্যই স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। আমাদের নিয়ন্ত্রক প্রত্যাশা উপেক্ষা করা হলে ব্যবস্থা নেওয়া হবে," - ইউকে তথ্য কমিশন।

সতর্ক থাকুন ও গোপনীয়তার ঝুঁকি বুঝে সিদ্ধান্ত নিন।

Address

Tong
Gazipur
1712

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রতিদিনের আলাপ - Protidiner Alap posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share