Masum Parves JOY

Masum Parves JOY Welcome to the official page
Masum Parves JOY
For Concert & Events - +8801788755570 (WhatsApp) Email :
Masum Parves joy .com

28/04/2025

হঠাৎ বজ্রপাতে দুই কিশোরর মত্যু
ধোঁয়া বেরুচ্ছে শরীর থেকে।
কি মর্মান্তিক মৃত্যু।
কুমিল্লা বরুড়া উপজেলা পয়লগুচ্ছ এলাকায় এই ঘটনা ঘটে আজকে।।

25/04/2025

বাংলাদেশে এই প্রথম অটো, যেটা নিজে নিজে চলে।।।

24/04/2025

ইসরায়েলে দাবানলের আগুন লেগেছে, প্রধান সড়ক বন্ধ, লোকজনকে সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে।
আলহামদুলিল্লাহ

23/04/2025

কাপাসিয়ায় পুলিশের বিরুদ্ধে জনগণের একশন..!
কিছুক্ষণ আগে কাপাসিয়া ব্রিজে এক মোটরসাইকেল রাইডারের গাড়ির কাগজপত্র না থাকায় পুলিশ রাইডারের শরীরে হাত তোলে। তারপর সাধারণ জনগণ পুলিশের উপর ক্ষিপ্ত হয়!
রাইডারের বক্তব্য হলো আপনি আমাকে সময়দেন আমি কাগজপত্র এনে দেই..!গায়ে হাত দিলেন কেন?

19/04/2025

আমার প্রথম গান সবাই জানাবেন কেমন হয়েছে।।।
O Modhur Ma Song | ও মধুর মা | Masum Parves Joy | Bangla music video 2025

গতকাল রাজশাহীতে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা।প্রায় ৮ মাস আগে এই বৃদ্ধের স্ত্রী ইন্তেকাল করেন। তারপর থেকে দুই ছেলে ও দুই ...
16/04/2025

গতকাল রাজশাহীতে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা।
প্রায় ৮ মাস আগে এই বৃদ্ধের স্ত্রী ইন্তেকাল করেন। তারপর থেকে দুই ছেলে ও দুই মেয়ে কিছুদিন করে বাবাকে নিজেদের কাছে রাখলেও পরে কেউ আর তাকে রাখতে রাজি হয় না। শুরু হয় পারিবারিক অশান্তি, কলহ আর অবহেলা।

এক রাতে বৃদ্ধ সারারাত উঠানে কাটান, কারণ ছেলেরা ঘরের দরজা খুলেনি। মৃত্যুর দিন সকালেও দুই ছেলের স্ত্রীর সাথে তীব্র ঝগড়া হয়, এবং তাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হয়। ছেলেরা তার সামান-পত্র উঠানে ফেলে দেয়। অসহায় বৃদ্ধ সেখান থেকে চলে যান এবং রাজশাহী রেলস্টেশনে ভোর থেকে না খেয়ে বসে থাকেন। অবশেষে দুপুরে তিনি আত্মহত্যা করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকালের এই ঘটনা আমাদের সমাজে বাবা-মায়ের প্রতি অবহেলার নির্মম বাস্তবতা তুলে ধরে।
হে আল্লাহ! আমাদের সকলকে পিতা-মাতার হক আদায় করার তাওফিক দান করুন। আমিন।

15/04/2025

গাজীপুর কাপাসিয়া ব্রিজ টা বিকাল বেলা অনেক সুন্দর দেখতে।।।।

Address

Kaliganj, Dhaka
Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Masum Parves JOY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masum Parves JOY:

Share