
01/02/2025
বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম।
🌿 Organic cone mehedi🌿
🌿100% original
🌿যারা কেমিক্যাল ছাড়া মেহেদী দিতে চান,তাদের জন্য বেস্ট।
🌿সাধারণত অর্গানিক মেহেদী ধীরে ধীরে রং হয়।
মেহেদী লাগানোর ২৪-৪৮ঘন্টা পর্যন্ত হাতের মেহেদীর রঙ গাঢ় হয়ে থাকে।
এছাড়া অর্গানিক মেহেদীর রঙ নিজের মন মত হালকা গাঢ় করতে পারেন।
সর্বোচ্চ রঙ পেতে ১০-১২ ঘন্টা হাতে মেহেদী রাখতে হবে।মেহেদী শুকিয়ে এলে তাতে লেমন/সুগার সিলান্ট ব্যবহার করতে হবে।
ডিপ ফ্রিজে রেখে ৬ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ❤️
মেহেদী তোলার পর হাত পানিতে ভেজানো থেকে বিরত থাকতে হবে। ❌❌
অর্গানিক মেহেদীর রং দুইদিন পর্যন্ত গাঢ় হয় এবং ৫-৬ দিন থেকে মেহেদীর রং হালকা হয়ে উঠতে শুরু করে।মেহেদী পুরোপুরি উঠতে ১২-১৫ দিন সময় লাগে।