নীল কাব্য

নীল কাব্য নীলকাব্য পেজে আপনাকে স্বাগতম ।

Good night 😴
23/11/2024

Good night 😴

12/11/2024

ভালবাসা হলো নীরব গান,
শান্ত নদীর মায়াবী টান।
চোখের চাওয়ায়, স্পর্শের ছোঁয়ায়,
নিঃশব্দে বাঁধে হৃদয় ছোঁয়ায়।

কথায় নয়, চোখের ইশারায়,
সে বুঝিয়ে দেয় অবলীলায়।
সুখে-দুঃখে সাথী হয়ে,
সে থাকে পাশে সবসময়।

যা বলা যায় না ভাষায়,
সে বুঝে নেয় মনের আশায়।
ভালবাসা তেমনই এক মায়া,
অভিমানে বাঁধা, ভালোবাসায় ছায়া।

তাই তো বলি, এই জীবন পথে,
ভালবাসাই একমাত্র সত্য সে।
মনের গভীরে রেখে তার ছোঁয়া,
চলেছি আমি, তুমি ছাড়াই বা কেমন হয়!

Love the color of   💙
11/11/2024

Love the color of 💙

কিছু সম্পর্ক আমাদের জীবনে আসে যেন চিরকাল থাকবে, অথচ হঠাৎ করেই তারা হারিয়ে যায়। যাদের ছাড়া বাঁচার কথা ভাবিনি, আজ তাদের...
08/11/2024

কিছু সম্পর্ক আমাদের জীবনে আসে যেন চিরকাল থাকবে, অথচ হঠাৎ করেই তারা হারিয়ে যায়। যাদের ছাড়া বাঁচার কথা ভাবিনি, আজ তাদের ছাড়াই বেঁচে আছি। কিন্তু সত্যি বলতে, কিছু শূন্যতা কখনো পূর্ণ হয় না।
#নীলকাব্য

06/11/2024

কিছু কিছু দিন এমন হয়, যখন সবকিছুই খুব কঠিন আর ভারী মনে হয়। হৃদয়ের ভেতরে জমে থাকা কষ্টগুলো চাপা দিয়ে রাখা আর সম্ভব হয় না। জীবনটা যেন একাকিত্ব আর নিরব কান্নায় ভরে যায়। কিন্তু হয়তো এটাই জীবন, যেখানে কষ্টের মাঝেই নিজেকে শক্ত রাখতে হয়। যারা এই অনুভূতির সাথে লড়াই করছেন, তাদের জানাই গভীর সমবেদনা। আশা করি, একটা সময় এই মেঘ কেটে যাবে, আবারও হাসি ফিরে আসবে।🥲

04/11/2024

যারা বুঝেছে ভালোবাসা কি !
তারা আর কখনো কাউকে ভালোবাসেনি I💔

নতুন দিন, নতুন সুযোগ। জীবনটা সত্যিই অনেক সুন্দর, যদি আমরা প্রতিটি মুহূর্তের মধ্যে সুখ খুঁজে নিতে পারি। আজকে হয়তো কাজের ...
31/10/2024

নতুন দিন, নতুন সুযোগ। জীবনটা সত্যিই অনেক সুন্দর, যদি আমরা প্রতিটি মুহূর্তের মধ্যে সুখ খুঁজে নিতে পারি। আজকে হয়তো কাজের চাপ বা নানা সমস্যায় ঘিরে আছি, কিন্তু আসলেই কি এগুলো আমাদের সুখের পথে বাঁধা হতে পারে? প্রতিটি ছোট্ট মুহূর্ত, হাসি, ভালোবাসা, আর কিছু শিখে নেওয়ার মধ্যেই আসলে লুকিয়ে আছে জীবনের আসল মানে।

আমাদের সবাইকে অনুপ্রাণিত করার জন্য প্রতিদিন একটু সময় বের করি - বন্ধুদের সাথে সময় কাটাই, পরিবারের পাশে থাকি, আর নিজেদের স্বপ্নের দিকে ধীরে ধীরে এগিয়ে যাই। জীবনটা একটাই, তাই প্রতিটি দিনকেই সেরা করে তোলার চেষ্টা করি। ❤️

#জীবন #নীলকাব্য

29/10/2024

"নীলকাব্য" পেজে আপনাকে স্বাগতম ।

Address

Joydebpur
Gazipur
1700

Alerts

Be the first to know and let us send you an email when নীল কাব্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share