Tanvirul Islam Rifat

Tanvirul Islam Rifat SEO & Digital Marketing Mentor Tanvirul Islam Rifat is a student of Computer Science and Engineering (CSE) at Daffodil International University.

He is a passionate programmer and has learned digital marketing.

07/04/2025
ফেসবুক মার্কেটিং কি?ফেসবুক মার্কেটিং হলো এমন একটি যোগাযোগ মাধ্যম যার দ্বারা ব্যবসার পণ্য এবং সেবার ব্যাপারে ফেসবুক ব্যবহ...
19/11/2024

ফেসবুক মার্কেটিং কি?
ফেসবুক মার্কেটিং হলো এমন একটি যোগাযোগ মাধ্যম যার দ্বারা ব্যবসার পণ্য এবং সেবার ব্যাপারে ফেসবুক ব্যবহারকারীদের কাছে জানান দেয়া হয়ে থাকে। ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে বেশি সংখ্যক লোকের কাছে পণ্য সম্পর্কে ধারণা দেয়া হয় এবং বেশি পরিমাণ পণ্য বিক্রি নিশ্চিত করা হয়।


ফেসবুক মার্কেটিং কত প্রকার?
ফেসবুক মার্কেটিং সাধারণত ২ প্রকারে হয়ে থাকে। আর তা হলো ফ্রি ফেসবুক মার্কের্টিং এবং পেইড ফেসবুক মার্কের্টিং। ব্যবসার ধরণ অনুযায়ী ফ্রি এবং পেইড ফেসবুক মার্কের্টিং ব্যবহার করা হয়।

18/11/2024

ডিজিটাল মার্কেটিং কি?

সহজ ভাষায়, ডিজিটাল মার্কেটিং হলো যোগাযোগ মাধ্যমের সকল প্রকার আধুনিক প্রযুক্তি, বিশেষ করে ইন্টারনেটের সুবিধা ব্যবহার করে কোনো পণ্য বা সেবার প্রচারণা চালানো। ডিজিটাল মার্কেটিং এর অনেক ধরণ ও প্রকারভেদ রয়েছে এবং তা নির্ভর করে কোন ধরণের প্রচারণার জন্য এটি ব্যবহার করা হচ্ছে। উপরের কথা মতো যে কেবল ব্যবসার প্রসারের জন্যই মার্কেটিং করতে হয় তা কিন্তু না।

বর্তমান যুগে যেকোনো ধরণের সেবা প্রদান কিংবা নতুন কিছু শুরু করার জন্য চাই প্রচারণা। হোক সেটি কোনো অনুষ্ঠান কিংবা প্রতিযোগিতার প্রচারণা অথবা কোনো নির্বাচনী প্রচারণা। আর যেহেতু সময়টি এখন ডিজিটাল, তাই প্রচারণার মাধ্যমটিও হওয়া চাই ডিজিটাল। তাহলে প্রশ্ন আসতে পারে আমরা টেলিভিশনে যতো অ্যাড দেখি, সোশ্যাল মিডিয়াতে যতো অ্যাড দেখি, মোবাইলে গেইম খেলার সময় যতো অ্যাড দেখি, তার সবই ডিজিটাল মার্কেটিং কি? উত্তরটি হচ্ছে ‘হ্যা’, এগুলো সবই ডিজিটাল মার্কেটিং। এখন বুঝতে পারছেন ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব?

14/11/2024

ডিজিটাল মার্কেটিং এর সুবিধা কি ?
এতদিন ধরে যে ট্রেডিশনাল মার্কেটিং পদ্ধাতি চলছে ( যেমন – খবরের কাগজ, প্রিণ্ট লিফলেট ইত্যাদি) তা সময়ের সাথে সাথে আনেক বায়বহুল হচ্ছে । সঠিক খরিদ্দার এর সর্বদা আপনার পণ্য পৌঁছে দিতেও অনেকটা ব্যার্থ ।

শুধু তাই নয় ট্রেডিশনাল মার্কেটিং পদ্ধাতিতে আপনার মার্কেটিং (Marketing) বা বিজ্ঞাপন কতটা কাজ করছে বা কোন পদ্ধাতি টা বেশি কাজ করছে এটা বোঝার উপায় ও থাকে না ।

সেদিক থেকে ডিজিটাল মার্কেটিং (Marketing) করে আপনি আপনার পুরো বিজ্ঞাপন এর হিসেব নিকেস করতে পারবেন । এবং মার্কেটিং এর ডাটা দেখে আপানি পরবর্তী পধক্ষেপ নিতে পারবেন ।

এছাড়াও ডিজিটাল মার্কেটিং তুলনায় আনেক কম ব্যয়বহুল ।

আর যেহুতু স্মার্ট ফোনের দৌলতে ইন্টারনেট ব্যাহারকারির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । তাই ডিজিটাল মার্কেটিং আরও অনেক বেশি উপযোগি হয়ে উঠছে দিন দিন ।

ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) এর মাধ্যমে আপনি আপনার পন্য বা পরিষেবার বিজ্ঞাপন নির্দিষ্ট ভৌগলিক পরিষরর মধ্যে , নির্দিষ্ট লিঙ্গ বা নির্দিষ্ট বয়স আনুয়ায়ী্ পৌছে দিতে পারবেন । এর ফলে আপনার বিজ্ঞাপনের কনভারসেশন রেট খুব বেশি হয় ।

ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি নির্দিষ্ট সময় বিশেষ এবং দ্রুততার মাধ্যমে লক্ষ লক্ষ কাস্টমারের কাছে পৌছে যেতে পারবেন ।

এখানে আপনাকে মার্কেটিং করার জন্য কথাও যেতেও হয় না বা সেভাবে কর্মচারীও রাখতে হয় না। তবে বিজনেস বড়ো হলে অবশ্যই আপনাকে ডিজিটাল এজেন্সির সহায়তা নিতে পারেন।

Address

Gazipur
1740

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanvirul Islam Rifat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share