Hafej Muhammad Al-Amin হাফেজ মোহাম্মদ আল-আমিন

  • Home
  • Bangladesh
  • Gazipur
  • Hafej Muhammad Al-Amin হাফেজ মোহাম্মদ আল-আমিন

Hafej Muhammad Al-Amin  হাফেজ মোহাম্মদ আল-আমিন মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর 💪
(1)

08/10/2025

জীবনে আমরা এমন অনেক মানুষকে দেখি! যাদের জীবনধারা,ব্যাক্তিত্ব বা কাজ আমাদের মুগ্ধ করে।
আমরা হয়তো তাদের সামনে বলি না,
কিন্তু নীরবে তাদের অনুসরণ করি,
তাদের ভালো গুনগুলো নিজেদের মধ্যে নিতে চাই। এই নীরব অনুকরণ হলো এক প্রকার অপ্রকাশিত সম্মান 🖤
Môhâmmâd AL-AMî N Hóssãîn ✍️

02/10/2025

উদারতার নামে ঈমান বিসর্জ্জন দেওয়া,
গণতন্ত্রবাদীদের অর্জিত সফলতা!

02/10/2025

দুনিয়ায় মানুষ খালি হাতে আসে। তারপর দুনিয়ার সবকিছু পেতে চায়। যতই পায় ততই কম পড়ে যায়। ভাগ্যের প্রতি অভিযোগ জন্মায়।
আমার কেনো এটা নাই, সেটা নাই, আজীবন আফসোস করে যায়। তারপর একদিন সবকিছু ছেড়ে, খালি হাতে দুনিয়া থেকে চলে যায়।
আহারে মানুষ, আহারে দুনিয়া, আহারে জীবন।
Môhâmmâd AL-AMî N Hóssãîn ✍️

25/09/2025

সন্ধ্যা কাটে না অথচ বছর কেটে যায়। "সময়ের সাথে আমরাও চলে যাচ্ছি, কোথায় যাচ্ছি তা জানি না।
তবে বুঝতে পারছি কোথাও একটা যাচ্ছি হয়তো সমুদ্রের দিকে নয়তো নক্ষত্রের দিকে। নিয়ম করে আমাদের জ্বর, ঠান্ডা, অভিমান হচ্ছে। বিনা পারিশ্রমিকে দিনের পর দিন নিজের সাথে অভিনয় করে যাচ্ছি।
নিরপরাধ চোখ দুটো ক্লান্ত হয়ে যাচ্ছে, তবুও যাচ্ছি। প্রিয় মানুষ ফেলে, প্রিয় আকাশ ফেলে আমরা চলে যাচ্ছি। দূরে, বহু দূরে কোথাও না ফেরার দেশে! 🤍

22/09/2025

জীবনের প্রতি আসক্তি সকল স্বাধীনচেতা মানুষকে দাসত্ব শৃংখলে আবদ্ধ করেছে এবং ' ক্ষুধার্তকে ' ভক্ষণের শিক্ষা দান করেছে

পরিস্থিতি কখনোই অনুকূলে থাকে না।দুনিয়াটা একটা পরীক্ষার কেন্দ্র। এখানে প্রতিনিয়ত@ পরীক্ষার সম্মুখীন হতে হয়। সমাজ কেন্দ...
18/09/2025

পরিস্থিতি কখনোই অনুকূলে থাকে না।
দুনিয়াটা একটা পরীক্ষার কেন্দ্র। এখানে প্রতিনিয়ত@ পরীক্ষার সম্মুখীন হতে হয়। সমাজ কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক একটা পরিবেশে বেড়ে ওঠে এই গণ্ডির বাইরে গিয়ে নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে কিছু করাটা সহজ না এবং গ্রহণযোগ্যও না।
এই দুইএর গ্যাপকলে পরে হয়তো নিজের ইচ্ছা গুলো পিষে যায়, নয়তো সম্পর্ক গুলো নষ্ট হয়ে যায় কিংবা অনেক গুরুজনের দোয়া ছাড়া হারিয়ে ফেলতে হয়।
জীবন সহজ না, জীবন অনেক কঠিন, অনেক বেশি কঠিন। কেউ জীবনের এমন এক নৌকার ভার বহন করে তীরে পৌঁছায় অনেক কষ্টে, কারো আবার জীবন তরী ডুবে যায়, কেউ বা আবার মাঝপথে হাল ছেড়ে ডুব ডুব করে তলিয়ে যায়।
কাকে দোষ দেওয়া যায় এখানে?
কাউকে দোষ দেওয়ার জন্য আমরা নিজেরা কতটুকু যোগ্য? সবারই নিজ নিজ আলাদা গল্প আছে আছে, যার যার গল্প তার নিজের কাছে শ্রেষ্ঠ উপন্যাস। 🥺
Môhâmmâd AL-AMî N Hóssãîn ✍️

17/09/2025

আমি কিছুই ভুলবো না.;
কারা আমার নীরবতাকে ভেবেছে দূর্বলতা, কারা সুযোগ পেযে চোখে-মুখে মেখে দিয়েছে কুৎসিত অপমানের কালি; কারা আমার কান্নার নাম দিয়েছে ‘নাটক’ সব মনে রাখব আমি, সব.!
মনে রাখব,জীবনের এই পথে কতবার হোঁচট খেয়ে ভাঙাচোরা হৃদয় নিয়ে আবার উঠে দাঁড়িয়েছি.! কত ক্লান্তি সঙ্গী করে আমি পার হয়েছি কাটাভরা অসংখ্য পথ.! 😊❤️‍🩹

11/09/2025

আমরা তাদেরই উত্তরসূরি 💪

10/09/2025

চূড়ান্ত ঘোষণার মাহ মুহূর্ত ভিপি "সাদিক কায়েম"

09/09/2025

প্রতিদিন সকালে একবার মনে করা দরকার,
যে একটু পর আমি মারা গেলে কয়েক ঘন্টা পর আমার জানাজা আর আছরের নামাজের পর আমার দাফন হয়ে যাবে,, কয়েকদিন পরে না এক রাতও না, আজই দাফন,,আজকের রাতই হবে কবরের প্রথম রাত,,, কোনরকম পূর্ব পরিকল্পনা ছাড়াই,এত বড় একটা পরীক্ষা আমাদের সামনে,,আমরা নিশ্চিত থাকি কি করে,,,, 🥺😔

Address

Dhaka
Gazipur
1700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hafej Muhammad Al-Amin হাফেজ মোহাম্মদ আল-আমিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share