Hafej Muhammad Al-Amin হাফেজ মোহাম্মদ আল-আমিন

  • Home
  • Bangladesh
  • Gazipur
  • Hafej Muhammad Al-Amin হাফেজ মোহাম্মদ আল-আমিন

Hafej Muhammad Al-Amin  হাফেজ মোহাম্মদ আল-আমিন মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর 💪
(1)

05/12/2025

আপনার মৃত্যু সংবাদ শোনার পর , মানুষ যদি আপনার জন্য দোয়া করেন সেটাই হবে একটা সার্থক জীবন

02/12/2025

🥰🥰

হ্যাঁ এটাই হচ্ছে
01/12/2025

হ্যাঁ এটাই হচ্ছে

30/11/2025

সঙ্গী 🥀

29/11/2025

অসম্ভব জেনেও!!
রবের কাছে চাইতে ভালো লাগে! যদি রব কখনো "কুন ফায়াকুন" বলে দেয়!!😔🖤

29/11/2025

তুমিও না আল আমিন চমৎকার ! সব চাওয়া পাওয়া রাখলা মানুষের কাছে, আর অভিযোগ জানাও আল্লাহর কাছে 🥀

28/11/2025

কে কাকে দায়মুক্তি দেয়া?

سيكونُ عليكم أمراءُ يأمرونكم بما لا يفعلونَ فمن صدَّقهم بكذبِهم وأعانهم على ظُلمِهم فليس منِّي ولست منه ولن يَرِدَ علَىَّ الحوضَ

'অচিরেই তোমাদের উপর শাসক হিসেবে চেপে বসবে এমন কিছু মানুষ, যারা নিজেরা যা করে না তোমাদেরকে তা করতে আদেশ করবে। সুতরাং তাদের মিথ্যাকে যারা সত্যায়িত করবে এবং তাদের জুলুমে সহযোগিতা করবে তারা আমার দলভুক্ত নয় এবং আমিও তাদের দলভুক্ত নই, সে হাউজে কাউসার পান করার জন্য আমার কাছে আসতে পারবে না।'

মওদুদীবাদ সমাজে ছড়ালে দায়ীরা ক্ষমা পাবেন না।দুর্নীতি, অন্যায়, অবিচারে সহযোগীরা কি তাহলে সম্পূর্ণ দায়মুক্ত? শুধু দুর্নীতি, অন্যায়, অবিচারের বিষয়ও তো নয়, সেক্যুলারিজম, জাতীয়তাবাদ, পাশ্চাত্যের সংস্কৃতি আমদানি এগুলোও তো এখানে যুক্ত।

মূলত ইসলামপন্থীদের গবেষণার মাল ম্যাট্রিল বলতে যা আছে সেটা হচ্ছে বিভিন্ন ধর্মীয় বাতিল ফেরকা। পাশ্চাত্যের আগ্রাসন, চাই সেটা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বা অন্য কোন মতবাদের নামেই হোক সেগুলোর সঠিক চিত্র ইসলামী বুদ্ধিজীবী মহলের সামনে পরিষ্কার নয়। তাই সেগুলো নিয়ে কথা বলতে তারা স্বাচ্ছন্দ বোধ করেন না বা জ্ঞানের অপ্রতুলতার কারণে বলার সাহস করেন না। মওদুদীবাদ যেমন আমাদের জন্য সমস্যা, পাশ্চাত্যবাদ এবং তাদের দোসর বিভিন্ন মুসলিম রাষ্ট্রের সেকুলাররাও সমস্যা। সময় বিবেচনায় সহজটাকে বেছে নিতে হয়। সেক্ষেত্রে প্রত্যেকে নিজের অভিজ্ঞতা ও জ্ঞানের মাধ্যমে নির্বাচন করার ক্ষেত্রে স্বাধীন।

26/11/2025

ছোটবেলায় সুর ধরে অ, আ, ABCD পড়তাম। মা বলতো, "জোরে জোরে পড়বি! আমি যেন রান্নাঘর থেকে শুনতে পাই।" ডিপ্রেশন, মন খারাপ, ভালোবাসা, ভবিষ্যতের চিন্তা— এসব শব্দগুলোর সাথে পরিচিতও ছিলাম না। স্কুল থেকে ফিরে কোনোভাবে ভাত খেয়ে দৌড় দিতাম খেলার জন্য। মাগরিবের আজান দিলে বাসায় এসে হাত-মুখ ধুয়ে পড়তে বসাতো মা। এশার আজান দিতে না দিতে চোখে কি যে ঘুম! আব্বু রাতে বাড়ি ফেরার আগেই আমি ঘুমে তলিয়ে যেতাম মনে আছে। সকালে যখন দেখতাম আব্বু আমার পছন্দের খাবার নিয়ে আসছে। কি অদ্ভুত রকমের খুশি লাগতো তখন! শুক্রবার তো সারাদিন বন্ধুদের সাথে হৈ-হুল্লোড়! আবার পরদিন স্কুল যেতে না চাওয়ার জন্য বাহানা। জীবন কত রঙিন ছিলো তখন দিনগুলোর কথা মনে পড়লে বুক চিরে শুধু এক দীর্ঘশ্বাসই আসে!" 💗
Môhâmmâd AL-AMî N Hóssãîn ✍️

24/11/2025

অভিযোগ নয়....!
ইস্তেগফার বাড়ান, কারণ সমস্যার সৃষ্টি হয় পাপের কারণে।
তার সমাধান আছে তাওবার মাধ্যমে

24/11/2025

শীত ফিরে আসবে,
শীত আবার চলেও যাবে।
শুধু ফিরে আসবেনা সেই ছোট বেলা, যে ছোটবেলায়
শীতের সকালে কুয়াশায় ঘেরা চারিপাশ দেখা, মক্তব পড়তে যেতাম।
রোজ গোছল না করা নিয়ে মায়ের কথা শোনানোটা ফিরে আসবে না।
বার্ষিক পরিক্ষা শেষে আর কোনো পড়ালেখার
চাপ না থাকার আনন্দ ফিরে আসবে না..🥹🥷

24/11/2025

ঢিল আগে কে ছুঁড়ে ? ঢিল ছুড়লে মৌমাছির চাকতো ভাঙ্গবেই !
বাউল এর সম্মান আল্লাহর চেয়ে বেশি নাকি ?

Address

Dhaka
Gazipur
1700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hafej Muhammad Al-Amin হাফেজ মোহাম্মদ আল-আমিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share