Feelings-অনুভূতিヅ

Feelings-অনুভূতিヅ পৃথিবীতে সমস্ত সৃষ্টি জীবের অনুভূতি আছে,
শুধু মানুষই আরেক মানুষের অনুভূতিকে হত্যা করতে পারে।

02/05/2025
14/04/2025

যদি থাকতে তুমি,, বাঁচতে আমার লাগতো না কঠিন... 🥲 যদি থাকতে তুমি
যদি থাকতে তুমি,, কাটতো আমার দিন গুলো রঙিন... যদি থাকতে তুমি❤️‍🩹

03/04/2025

প্রিয়,
কি নামে সম্বোধন করি তোমায় বলোতো! ওসব আদুরে ডাক নামে ডাকার অধিকার তো আমার থেকে কবেই তুমি ছিনিয়ে নিয়েছো।

কতটুকু ভালো আছো তুমি আমায় ভুলে? আমি আছি যেমন করে বাঁচে মানুষ দীর্ঘশ্বাসে।

নির্ঘুম রাত। জানালার ধারে বসে আছি। খোলা জানালার ফাঁকে আমার গায়ে রুপালী চাঁদের আলো। চারদিক কেমন নৈঃশব্দ্য। দখিনা হাওয়া বইছে। মশারী দুলছে। এমন রাতে মন্দ ভাগ্য অনুভব করছি খুব।

তোমারে মনে পড়ছে। মনে পড়ছে আমাদের সেই সব দিন। কোথায় কেমনে যেন দমকা হাওয়ায় সব হারিয়ে গেলো। আমাদের প্রেম মুছে গেলো। অথচ এমন হওয়ার কথা ছিলো না, বলো!

কতদিন হয় তোমায় দেখি না। যোগাযোগ বিচ্ছিন্ন আমরা আজ অনেকদিন।তুমি নেই অথচ রয়ে গেছে তোমার দেয়া আদূরে ডাকনাম। অনেকদিন হয়ে যায় তুমি আমায় ওই নামে ডাকো না।

ভাবছি আমার এই দুঃখ, মন্দ ভাগ্য নিয়ে। হতভাগি আমারে কেউ নেয়নি কোনোদিন। এমনকি শেষ পর্যন্ত তুমিও না। কেমন করে দিনের পর দিন নিঃসঙ্গতায়, একাকিত্বে মুখ থুবড়ে পড়ে আছি আমি জানতে চাও না।

এই নির্ঘুম রাতের নীরব কান্না চোখে পড়ে ডাহুক পাখির। তুমি নেই,কোথাও নেই,সত্যিই নেই,এই নিরেট সত্য কোথায় লুকাই?

এই দুঃখ এই যন্ত্রণার ভার কে নেবে!

ইতি,
তুমি যাকে রাখোনি।

© Simu

একদিন সব ঠিক হয়ে যাবেতবুও আপনার মনে থাকবে খাবার খেতে বসেও কেঁদেছিলেন আপনি। নিজেকে কোন ভাবেই আটকে রাখতে পারেন নি। একদিন স...
25/03/2025

একদিন সব ঠিক হয়ে যাবে
তবুও আপনার মনে থাকবে খাবার খেতে বসেও কেঁদেছিলেন আপনি। নিজেকে কোন ভাবেই আটকে রাখতে পারেন নি।

একদিন সব ঠিক হয়ে যাবে
তবুও আপনার মনে থাকবে দুর্দিনে সবচেয়ে কাছের মানুষগুলোই অবহেলায় ছেড়ে গিয়েছিলো আপনাকে।

একদিন সব ঠিক হয়ে যাবে
তবুও আপনার মনে থাকবে কত রাত আপনি এক ফোটাও ঘুমাতে পারেন নি। বিছানায় এপাশ ওপাশ করে কত নির্ঘুম রাত কাটিয়েছেন আপনি।

একদিন সব ঠিক হয়ে যাবে
তবুও আপনার মনে থাকবে বিষন্ন বিকেল গুলোতে কেউ আপনার পাশে ছিলো না। কেউ না।

একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে, হয়তো হবে না।
তবে কিছু মানুষ, তাদের কিছু কথা, ব্যবহার, কিছু মুহূর্ত আপনার সারাজীবন মনে থেকে যাবে। আপনি খুব করে চাইলেও তা ভুলতে পারবেন না। কখনই না।

- মেহেদী হাসান শুভ্র

একটা মানুষের সাথে পরিচয় হওয়ার পর, তাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসার পর, তাকে বুকের নরমে জড়িয়ে ধরার পর, তাকে স্থায়ী ভেবে জ...
25/03/2025

একটা মানুষের সাথে পরিচয় হওয়ার পর, তাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসার পর, তাকে বুকের নরমে জড়িয়ে ধরার পর, তাকে স্থায়ী ভেবে জীবনের বাকি দিনগুলো তার সাথে কাটানোর পরিকল্পনা করার পর; কেন এমন একটা দিন আসে যেদিন তার চলে যাওয়া দেখতে হয় আমাদের? এত এত দিন একসাথে থাকা, একসাথে হাঁটা, একটু একটু করে সম্পর্কটাকে গড়ে তোলা, এত প্রতিশ্রুতি, এত ভালোবাসি বলা; সবটুকু কেন এলো তবে আমাদের জীবনে? কেন এমন মানুষের সাথে পরিচয়ই বা হলো যাকে একদিন আমায় যেতে দিতে বাধ্য হতে হবে?

ভাবুন যে আপনার কাছে সর্বস্ব, একদিন সে আপনাকে পরিত্যাগ করলো। ঠিকানা বদলে নিলো। ফিরেও তাকালো না। এই যন্ত্রণা সয়ে নেওয়া যে কতটা কঠিন, যে জানে সে জানে।

মনে প্রশ্ন জাগে। নাই বা হতো এমন মানুষদের সাথে পরিচয় যারা থাকতে আসে না!? নাই বা হতো পরিচয় তাদের সাথে যাদের একটা সময় পর যেতে দিতে বাধ্য হই আমরা!? যেতে দেওয়া যে বড্ড কঠিন। পরিত্যক্ত হওয়া যে বড্ড কঠিন।

অনেকটা সময় লেগে যায় এটা বুঝতে যে জীবন থেকে কিছু মানুষের চলে যাওয়া আসলে একটা শিক্ষা। কিছু মানুষ চলে যেতে যেতে আমাদের শিখিয়ে দিয়ে যায় পরের বার আরও সাবধান হতে। খুব সহজে বিশ্বাস না করতে। আর, যারা কোনও পরিস্থিতিতেই আমাদের হাত ছাড়লো না, চলে গেল না, পরিত্যাগ করলো না; সেই মানুষগুলোকে আরও অ্যপ্রিশিয়েট করতে।

09/01/2025

ব্যস্ততার এই শহরে সবাই আসে ভালো কিছু মুহূর্ত আর স্মৃতি জোগাড় করতে। কোথাও যোগাযোগ কমে গেলে - অন্য কোথাও তুমুল যোগাযোগ গড়ে ওঠে! সুতরাং কেউ তোমার সঙ্গ ত্যাগ করছে মানে, অন্য কোথাও সে তার নতুন সঙ্গী খুঁজে পেয়েছে! বাস্তবতার এই করা নিয়ম তোমাকে মানতেই হবে। "সূর্যের উদয় অস্ত মানেইই শুরু, আর শেষ না!" কোথাও সূর্য ডুবে যাওয়া মানে, অন্য কোথাও তুমুল আলোর সকাল!

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Feelings-অনুভূতিヅ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share