10/03/2025
বিচারহীনতার দেশ
এখানে সূর্য ওঠে, এখানে রাত নামে,
এখানে ন্যায়বিচার মুখ লুকোয় অন্ধকারের খামে।
একটি মেয়ের কান্না ছড়িয়ে পড়ে বাতাসে,
তবু সভ্য সমাজ বসে থাকে নির্বাক উদাসে।
নরম হাত দু'টি কাঁপে, গলা চিৎকারে ফাটে,
কিন্তু আদালতে প্রমাণ মেলে না, ন্যায় পেছনে হাঁটে।
সংবাদপত্র চিৎকার করে, স্লোগান ওঠে রাস্তায়,
তবু বিচার হয় না, রয়ে যায় শুধু শূন্যতায়।
ধর্ষকেরা হাসে, চলে বুক ফুলিয়ে,
বিচারের কাগজ পড়ে থাকে ধুলোর গুলিয়ে।
শাসকেরা ব্যস্ত, ক্ষমতার খেলায়,
বিধবা মায়ের চোখ শুকিয়ে যায় জ্বলায়।
এখানে প্রতিবাদ নিভে যায় রাতের অন্ধকারে,
সত্য চাপা পড়ে টাকার পাহাড়ের ভারে।
ন্যায়বিচার এখানে মৃতপ্রায় এক গল্প,
যেখানে নায়ক নেই, শুধু শিকারীর দলবল।
তবে কি চুপ থাকবো? রয়ে যাবো নীরব?
না, রুখে দাঁড়াতে হবে, তুলতে হবে স্বর।
কারণ ন্যায় যদি ঘুমিয়ে থাকে এভাবে,
কাল আবার আমরা পড়বো তার কবলে।