20/05/2025
একদিন এক বাবা দেখলেন তার ছোট্ট ছেলেটি একা একা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। বাবা ছেলের কাছে গিয়ে তার মাথায় হাত রেখে জিজ্ঞাসা করলেন, "কি হয়েছে সোনা? তুমি কাঁদছ কেন?"
ছেলেটা উত্তর দিল, "আমার বড়লোক বন্ধুরা কথায় কথায় আমাকে নিয়ে হাসিঠাট্টা করে। আমাকে মালীর ছেলে বলে গালি দেয়।"
বাবা এক মুহূর্ত চুপ থেকে বললেন, "আমার সাথে এসো, আজ আমরা দুটি ফুলগাছ লাগাব। এতে হয়ত তোমার মনের দুঃখ কিছুটা লাঘব হবে।
এরপর তিনি ছেলের হাত ধরে বাগানে নিয়ে গেলেন। বাবা বলে চললেন, আমরা আলাদাভাবে দুটো ফুলের গাছ লাগাব। আমি একটির যত্ন নেব, তুমি অন্যটির। গাছের গোড়ায় আমি পুকুরের নোংরা পানি দেব আর তুমি দেবে টিউবওয়েলের পরিষ্কার পানি।
এরপর এক সপ্তাহ কেটে গেল। ছেলেকে নিয়ে বাবা আবার বাগানে প্রবেশ করলেন। ছেলেটি অবাক হয়ে দেখল, তারটার চেয়ে বাবার ফুলগাছ অনেক বেশি সতেজ এবং স্বাস্থ্যকর। এটা কীভাবে সম্ভব?
বাবা মৃদু হেসে বললেন, নোংরা পানি একটি গাছের বেড়ে ওঠাকে বন্ধ করে না, বরং ওটার দ্রুত বৃদ্ধির জন্য সহায়ক জৈব সার হিসেবে কাজ করে। তাই আজ থেকে মানুষের বিদ্রুপ আর বাজে কথাকে পাত্তা না দিয়ে মনোযোগ সহকারে নিজের কাজ করবে। তাহলে আমার দারিদ্র্য পুকুরের ওই নোংরা পানির মতোই তোমার জীবন গঠনে সাহায্য করবে।