16/03/2025
আমার পরম সৌভাগ্য যে একটি সাজানো গোছানো পরিপূর্ণ সংসারে আমার বিয়ে হয়নি। শ্বশুরবাড়ি থেকে স্বামীটাকে পেয়েছি,বাদবাকি সংসার করতে যা কিছু লাগে সব দুজন মিলে সাজিয়ে নিয়েছি। এতে আমার কিঞ্চিৎ কষ্ট হয়েছে তবে প্রথমদিন থেকেই আমি সংসার জীবনের সুখ পেয়েছি। আলহামদুলিল্লাহ্।
কারো ভরা সংসারে এসে সবকিছু রেডিমেড পাওয়ার খোঁটা শুনতে হয়নি, কারো চোখের গরমে মাথা নুইয়ে রাখতে হয়নি, কোথাও যেতে হলে স্বামী ব্যতীত অন্য কারো অনুমতি নেবার প্রয়োজন পড়েনি,যখন আমার পিতামাতা কিংবা কাছের কেউ আমার সংসারে বেড়াতে এসেছে আমি তাদেরকে নিজ সুবিধা এবং ইচ্ছামতো পাতে তুলে খাওয়াতে পেরেছি।
সবসময় স্বামী সন্তানের জন্য ভালোটা ত্যাগ করলেও নিজের কখনো সবচে ভালোটা খেতে ইচ্ছে হলে নিজ হাতে তুলে নিয়ে খেতে পেরেছি,দুজনের মন চাইলে বিকেল-সন্ধ্যেয়-গভীর রাতে ঘুরতে বেরিয়েছি তাতে কারো নিকট কৈফিয়ত দিতে হয়নি,শ্বাশুড়ির সাথে খুনসুটি করে গল্প জুড়তে পারছি। এবং এই সমস্ত কিছুর জন্য আল্লাহর দরবারে আমার শুকরিয়া,সকল প্রশংসা তারই জন্য!
কিঞ্চিৎ নয় বরং আমি সংসার জীবন গুছিয়ে উঠতে চরম কষ্ট করেছি তবুও আমি এটার জন্যই কৃতজ্ঞ। বর্তমানের অসুস্থ সমাজের নিয়মে একজন স্টাবলিশ ছেলেকে বিয়ে করে তার পরিবারের সাজানো গোছানো সংসারে এসে পাপেট হয়ে জায়গা দখল করে নিতে যতটা কষ্ট করতে হয়,উঠতে বসতে যে পরিমাণ কথার বানে জর্জরিত হতে হয়- আমি বোধ করি কোনো পুরুষের দুঃসময়ে পাশে থেকে নিজ হাতে সংসার করবার দুঃখ তারচেয়ে অনেক কম!
যারা পরিপূর্ন সাজানো গোছানো সংসারে এসে কখনোই কষ্ট পায়নি তারা সৌভাগ্যবতী মাশাআল্লাহ্,রব আপনাকে আরো অনেক বেশি সুখী করুন। ব্যতিক্রম ক্ষেত্রে আমি ভুল হতেই পারি,আমার মতামত বিপক্ষে যেতেই পারে,তবে আমার চারপাশের অসুস্থ পরিবেশ দেখে এমন ধারনাই হয়েছে যে-
“মেয়েরা বিয়ের পরে একটি সংসার চায়।সেই সংসারটায় আশায় বছরের পর বছর অপেক্ষা করবার চেয়ে প্রথম জীবনে কষ্ট করে নেয়াটা ঢের ভালো বৈকি!”