Toma's Tales

Toma's Tales I am just as like as me.

ভাগ্য ভাল, পানি ধুয়ে শুকাতে দেয়নি 🤐🤐🤐
14/08/2025

ভাগ্য ভাল, পানি ধুয়ে শুকাতে দেয়নি 🤐🤐🤐

সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল 🥰
14/07/2025

সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল 🥰

"তোমাদের সফলতাই আমাদের সার্থকতা, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ ।"
বিগত বছরগুলোর ন্যায় ২০২৫ সালে এখন পর্যন্ত আমাদের কলেজ থেকে ১৬ জন শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে, আলহামদুলিল্লাহ্ ।
আমরা তাদের উজ্জ্বল ও সফল ভবিষ্যৎ কামনা করছি। তোমরা দেশ সেবার ব্রত নিয়ে এগিয়ে যাও।
নিজের, পরিবারের ও প্রতিষ্ঠানের মান সমুন্নত রাখো।

ঠিক ভাবে গরমটা ফিল করতে পারছি না মাঝে মাঝে কারেন্ট এসে বিরক্ত করছে😡🤬
23/04/2025

ঠিক ভাবে গরমটা ফিল করতে পারছি না মাঝে মাঝে কারেন্ট এসে বিরক্ত করছে😡🤬

22/04/2025

আমি মানুষ না, আমি হলাম ডিপ্রেশন উদ্দিন ভাল্লাগেনা ইবনে মুড সুইং বিন মন খারাপ! 🙂

20/03/2025

জীবন তখন‌ই সুন্দর হবে 'যখন আপনি না পাওয়ার অভিযোগ গুলো বাদ দিয়ে আল্লাহ যতোটুকু দিয়েছেন ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে পারবেন—!

আল'হামদু'লিল্লাহ..!

এইযে হঠাৎ কাউকে বলতে শুনি-“মন খারাপ হচ্ছে,ভালো লাগছে না।কোনো কারন নেই তবু কিচ্ছুটি মনে ধরছেনা।” এই কথাগুলো সবসময় সত‍্য ...
18/03/2025

এইযে হঠাৎ কাউকে বলতে শুনি-“মন খারাপ হচ্ছে,ভালো লাগছে না।কোনো কারন নেই তবু কিচ্ছুটি মনে ধরছেনা।” এই কথাগুলো সবসময় সত‍্য হয়না।

সম্ভবত মানুষের মন খারাপ হয় একদম বিশেষ কিছু কারনে। কোনো স্মৃতি,দুঃখভরা কথা,বিষাদমাখা অতীত,না পাওয়া জিনিসপত্র,কোনো নির্দিষ্ট মানুষ,অপূরন স্বপ্ন,বিরহ,গুনাহভরা জীবন বা অনুতপ্ত হৃদয় -এই তামাম কারণে মন খারাপ হয়।
কোথাও কোনো বিষন্নতা অবশ‍্যই লুকোনো থাকে।এটা সে নিজেও জানে অথচ দুনিয়াকে জানতে দেয়না। কেউ জিজ্ঞেস করা মাত্রই বলতে স্বাচ্ছন্দ্যবোধ করে যে- “জানিনা!কোনো কারন নেই তবু মন কেমন করছে!”

তোমার মন খারাপের কারণ কি সত‍্যিই তুমি জানতে না! এতো অযথা ও কারো মন খারাপ হয়?

16/03/2025

আমার পরম সৌভাগ্য যে একটি সাজানো গোছানো পরিপূর্ণ সংসারে আমার বিয়ে হয়নি। শ্বশুরবাড়ি থেকে স্বামীটাকে পেয়েছি,বাদবাকি সংসার করতে যা কিছু লাগে সব দুজন মিলে সাজিয়ে নিয়েছি। এতে আমার কিঞ্চিৎ কষ্ট হয়েছে তবে প্রথমদিন থেকেই আমি সংসার জীবনের সুখ পেয়েছি। আলহামদুলিল্লাহ্।

কারো ভরা সংসারে এসে সবকিছু রেডিমেড পাওয়ার খোঁটা শুনতে হয়নি, কারো চোখের গরমে মাথা নুইয়ে রাখতে হয়নি, কোথাও যেতে হলে স্বামী ব‍্যতীত অন‍্য কারো অনুমতি নেবার প্রয়োজন পড়েনি,যখন আমার পিতামাতা কিংবা কাছের কেউ আমার সংসারে বেড়াতে এসেছে আমি তাদেরকে নিজ সুবিধা এবং ইচ্ছামতো পাতে তুলে খাওয়াতে পেরেছি।

সবসময় স্বামী সন্তানের জন্য ভালোটা ত‍্যাগ করলেও নিজের কখনো সবচে ভালোটা খেতে ইচ্ছে হলে নিজ হাতে তুলে নিয়ে খেতে পেরেছি,দুজনের মন চাইলে বিকেল-সন্ধ‍্যেয়-গভীর রাতে ঘুরতে বেরিয়েছি তাতে কারো নিকট কৈফিয়ত দিতে হয়নি,শ্বাশুড়ির সাথে খুনসুটি করে গল্প জুড়তে পারছি। এবং এই সমস্ত কিছুর জন্য আল্লাহর দরবারে আমার শুকরিয়া,সকল প্রশংসা তারই জন‍্য!

কিঞ্চিৎ নয় বরং আমি সংসার জীবন গুছিয়ে উঠতে চরম কষ্ট করেছি তবুও আমি এটার জন্যই কৃতজ্ঞ। বর্তমানের অসুস্থ সমাজের নিয়মে একজন স্টাবলিশ ছেলেকে বিয়ে করে তার পরিবারের সাজানো গোছানো সংসারে এসে পাপেট হয়ে জায়গা দখল করে নিতে যতটা কষ্ট করতে হয়,উঠতে বসতে যে পরিমাণ কথার বানে জর্জরিত হতে হয়- আমি বোধ করি কোনো পুরুষের দুঃসময়ে পাশে থেকে নিজ হাতে সংসার করবার দুঃখ তারচেয়ে অনেক কম!

যারা পরিপূর্ন সাজানো গোছানো সংসারে এসে কখনোই কষ্ট পায়নি তারা সৌভাগ্যবতী মাশাআল্লাহ্,রব আপনাকে আরো অনেক বেশি সুখী করুন। ব‍্যতিক্রম ক্ষেত্রে আমি ভুল হতেই পারি,আমার মতামত বিপক্ষে যেতেই পারে,তবে আমার চারপাশের অসুস্থ পরিবেশ দেখে এমন ধারনাই হয়েছে যে-

“মেয়েরা বিয়ের পরে একটি সংসার চায়।সেই সংসারটায় আশায় বছরের পর বছর অপেক্ষা করবার চেয়ে প্রথম জীবনে কষ্ট করে নেয়াটা ঢের ভালো বৈকি!”

15/03/2025

আপনি যেটাকে আপনার জীবনের 'শেষ' ভাবছেন, আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা হয়তো ঠিক সেখান থেকেই আপনার জীবনটাকে 'শুরু' করতে চান।

দিনশেষে একসাথে বসে চা খাই এটুকুই শান্তি........আলহামদুলিল্লাহ 🥰
01/02/2025

দিনশেষে একসাথে বসে চা খাই এটুকুই শান্তি........আলহামদুলিল্লাহ 🥰

Address

Gazipur, Dhaka
Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Toma's Tales posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share