Nayem11

Nayem11 positive video only...... oky

পোস্ট টা সামনে গেলেই রেসপন্স করবেন ❤️ তাইলে সবাই সবার আইডি তে গিয়ে ঘুরে আসবে । বিশেষ করে নতুনরা 🥰
06/08/2025

পোস্ট টা সামনে গেলেই রেসপন্স করবেন ❤️ তাইলে সবাই সবার আইডি তে গিয়ে ঘুরে আসবে । বিশেষ করে নতুনরা 🥰



মনিটাইজেশন চালু থাকলে কতো ডলার পেতাম জানতে চাই,
05/08/2025

মনিটাইজেশন চালু থাকলে কতো ডলার পেতাম জানতে চাই,

আজকে ভোলা থেকে এম ভি দোয়েল পাখি ১০ লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করি। এই লঞ্চেই উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা যাচ্ছ...
05/08/2025

আজকে ভোলা থেকে এম ভি দোয়েল পাখি ১০ লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করি। এই লঞ্চেই উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিলো ১ দিন বয়সী একটা বাচ্চা। বাচ্চাটার শারীরিক অবস্থা ভালো না থাকায় অক্সিজেন সিলিন্ডার সাথে করেই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলো হয়তো। সমস্যা হয় লঞ্চ যখন মুন্সীগঞ্জ পার হয় তখন অক্সিজেন শেষ হয় যায়। বাচ্চার পরিবারের লোকজন তাৎক্ষণিক ৯৯৯ এ কল দিয়ে পুরো বিষয়টি বলে। ৯৯৯ থেকে কুইক এ্যাকশন নিয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের একটা টিম অক্সিজেন সিলিন্ডারসহ প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব কিছু নিয়ে স্পীড বোট নিয়ে লঞ্চে পৌঁছে যায়। এরপর কোষ্টগার্ডের দুইজন সদস্যকে লঞ্চে উঠিয়ে দিয়ে সার্বক্ষণিক বাচ্চাটার মনিটরিং এর জন্য রেখে বাকিরা লঞ্চের সাথে সাথেই সদরঘাট পর্যন্ত দিতো সে এরপর ঘাটে দাঁড়ানো কোষ্টগার্ডের অ্যাম্বুলেন্স করে বাচ্চাটাকে হসপিটালে পাঠানো হয়।

অনেক অনেক নেগেটিভ নিউজের ভীড়ে এই পজিটিভ নিউজগুলোই আমাদেরকে আবার নতুন করে দেশকে ভালোবাসতে উদ্বুদ্ধ করে।

অসংখ্য ধন্যবাদ জানাতে চাই Bangladesh Coast Guard এবং National Emergency Helpline 999 কে ❤️

ছবি এবং তথ্যঃ Mosure Rahaman Semon

আল্লাহর সৃষ্টি যত দেখি ততই মন ভরে যায় 🥰
03/08/2025

আল্লাহর সৃষ্টি যত দেখি ততই মন ভরে যায় 🥰

বাংলাদেশে অনেকেই মাছের মাথা ফেলে দেন—অথচ এই মাথার ভেতরের ছোট্ট একটি অঙ্গ ‘পিটুইটারি গ্লান্ড’ এখন কোটি টাকার আন্তর্জাতিক ...
01/08/2025

বাংলাদেশে অনেকেই মাছের মাথা ফেলে দেন—অথচ এই মাথার ভেতরের ছোট্ট একটি অঙ্গ ‘পিটুইটারি গ্লান্ড’ এখন কোটি টাকার আন্তর্জাতিক বাজার তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই গ্লান্ড থেকেই কৃত্রিম প্রজননের জন্য অত্যাবশ্যক হরমোন তৈরি হয়, যা বিশেষ করে ফিশ হ্যাচারি, ফার্মাসিউটিক্যাল রিসার্চ ও অ্যাকুয়া টেক কোম্পানিতে ব্যবহৃত হয়।

বিশ্বব্যাপী রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, শিং, মাগুর ও বোয়াল মাছের গ্লান্ডের চাহিদা ব্যাপক। মাত্র ৫–১০ মিলিগ্রাম ওজনের এই গ্লান্ডগুলো থেকে প্রতি কেজিতে প্রায় ৪,০০০–৫,০০০ গ্লান্ড পাওয়া যায়। আর আন্তর্জাতিক বাজারে এর মূল্য প্রতি কেজি ৩০–৫০ হাজার মার্কিন ডলার, অর্থাৎ ৩০–৫০ লাখ টাকা।

গ্লান্ড রপ্তানির জন্য প্রয়োজনীয় শর্তসমূহ:

ট্রেড লাইসেন্স

ভ্যাট রেজিস্ট্রেশন ও BIN নম্বর

EPB রেজিস্ট্রেশন ও মৎস্য অধিদপ্তরের অনুমোদন

এক্সপোর্ট কোয়ালিটি প্রসেসিং ও স্টোরেজ সুবিধা

বাংলাদেশের সম্ভাবনাময় অঞ্চল:
ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, কুমিল্লা ও সিলেট অঞ্চলে প্রতিদিন যেসব মাছ কাটাকাটি হয়, সেখান থেকেই সংগ্রহ করা যেতে পারে মূল্যবান এই গ্লান্ড।

ছোট স্কেলে ঘরে বসে শুরু করা গেলেও আন্তর্জাতিক মানে গ্লান্ড সংরক্ষণে -৪০°C ডিপ ফ্রিজ কিংবা ইথানল সলিউশন প্রয়োজন হয়।

বিশ্ববাজারে বায়ার খুঁজতে পারেন:

Alibaba, Tradekey, Made-in-China

বিদেশি হ্যাচারি ও বায়োটেক কোম্পানি

আন্তর্জাতিক ফিশারিজ ট্রেড ফেয়ারে অংশগ্রহণের মাধ্যমে

বিশেষ পরামর্শ:
এটা গল্প না—বাস্তব। যারা মৎস্য খাতে নতুন উদ্যোক্তা হতে চান, তাদের জন্য পিটুইটারি গ্লান্ড একটি সুপার লাভজনক ও আন্তর্জাতিক বাজারসম্পন্ন সুযোগ। সচেতনতা, প্রশিক্ষণ ও সরকারি অনুমোদন নিয়ে বৈধভাবে শুরু করলে এই খাতে বৈদেশিক মুদ্রা আয়ের বিশাল সম্ভাবনা রয়েছে।

#বাংলাদেশ_মৎস্যখাত #মাছের_অঙ্গ #পিটুইটারি_ব্যবসা

😱😯এক ঘন্টা ধরে চা বানাচ্ছি😯😱 কিন্তু চায়ের রং লাল হচ্ছে না,😱😯পরে আবার এক ঘন্টা চেষ্টা করার পর ভালো করে খেয়াল করে👇 পরে দে...
31/07/2025

😱😯এক ঘন্টা ধরে চা বানাচ্ছি😯😱

কিন্তু চায়ের রং লাল হচ্ছে না,😱😯

পরে আবার এক ঘন্টা চেষ্টা করার পর

ভালো করে খেয়াল করে👇

পরে দেখি চা পাতার জায়গায় কালোজিরা দিছি😒

🥲🥲🥲🥲🥲🤐🤐🤐🤐🤐

এক ৮০ বছরের বৃদ্ধ লোক বিয়ে করলো এক ২০ বছরের তরুণী কে। হঠাৎ বৃদ্ধের শখ হইলো সে বাচ্চা নিবে। তাই পরামর্শের জন্য ডাক্তারের ...
31/07/2025

এক ৮০ বছরের বৃদ্ধ লোক বিয়ে করলো এক ২০ বছরের তরুণী কে। হঠাৎ বৃদ্ধের শখ হইলো সে বাচ্চা নিবে। তাই পরামর্শের জন্য ডাক্তারের কাছে গেলো।

ডাক্তার কিছুক্ষণ চেক আপ করে বললেন,“না, আপনার দ্বারা এটা সম্ভব হবে না। ”

বৃদ্ধ হতাশ গলায় বললো,“ডাক্তার, কোনো ভাবেই কি আমি বাবা হতে পারবো না??”

ডাক্তার বললেন,“মনে করুন আপনি বাঘ শিকার করতে জঙ্গলে গেলেন। হঠাৎ আপনার সামনে একটা বাঘ চলে এলো। আপনি বাঘটাকে মারার জন্য বন্দুক তাক করলেন। কিন্তু বন্দুক কই আপনার হাতে তো ছাতা!! জীবন বাচাঁতে আপনি ছাতা দিয়েই গুলি চালালেন, কিন্তু একি??
গুলির শব্দ হলো, গুলিও বের হলো, বাঘও মরলো।

এবার বলুন,“এটা কিভাবে সম্ভব হলো??”

বৃদ্ধ: এটা অসম্ভব, এ হতে পারে না। নিশ্চয়ই গুলিটা অন্য কেউ করেছিলো।

ডাক্তার: ঠিক এই উপায়েই আপনি বাবা হতে পারবেন।

সংগৃহীত

🤣🤣
29/07/2025

🤣🤣

জীবনে রঙিন বসন্ত আসার চেয়েসাফল্য আসা টা বেশি জরুরি...!!
29/07/2025

জীবনে রঙিন বসন্ত আসার চেয়ে
সাফল্য আসা টা বেশি জরুরি...!!

ভালোবাসা সবার ধারা হয় না ❤️‍🩹
28/07/2025

ভালোবাসা সবার ধারা হয় না ❤️‍🩹

শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন
26/07/2025

শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন

কিছু ছবির ক্যাপশন হয় না😅😅😅
23/07/2025

কিছু ছবির ক্যাপশন হয় না😅😅😅

Address

Gazipur

Website

https://www.facebook.com/md.nayem.hasan.355841

Alerts

Be the first to know and let us send you an email when Nayem11 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category