Nayem11

Nayem11 positive video only...... oky

কারে বলবো জীবনের গল্প আমি তো অল্পতেই ক্যালান্ত চেহারা খারাপ হতে পারে কিন্ত ব্যহার না
22/10/2025

কারে বলবো জীবনের গল্প আমি তো অল্পতেই ক্যালান্ত চেহারা খারাপ হতে পারে কিন্ত ব্যহার না

"মনিটাইজেশনের লোভে অন্ধভাবে TIN খুলে বিপদে পড়ছেন না তো"⁉️আজকাল মনিটাইজেশনের আশায় অনেকেই, বিশেষ করে নারীরা, হুড়মুড় করে TI...
28/09/2025

"মনিটাইজেশনের লোভে অন্ধভাবে TIN খুলে বিপদে পড়ছেন না তো"⁉️

আজকাল মনিটাইজেশনের আশায় অনেকেই, বিশেষ করে নারীরা, হুড়মুড় করে TIN খুলে ফেলছেন। এখন অনলাইনে TIN খোলা অনেক সহজ হয়ে গেছে—ছেলের হাতের মোয়ার মতো। কিন্তু সেই "মোয়া" খাওয়া যাবে কিনা, সেটাই আগে কেউ ভেবে দেখে না।
মনিটাইজেশনের আগে নিজের প্রোফাইল, কন্টেন্ট, এবং ভবিষ্যৎ পরিকল্পনা ভালোভাবে বুঝে নেওয়া জরুরি।

➡️কন্টেন্ট ক্রিয়েশন কোনো সহজ কাজ নয়—এখানে দরকার ইউনিক আইডিয়া, সৃজনশীলতা এবং ধারাবাহিক পরিশ্রম। যারা নিয়মিত ভিন্নধর্মী কন্টেন্ট তৈরি করছেন, সক্রিয়ভাবে কাজ করছেন, তারাই ফেসবুক থেকে ভালো আয়ের সুযোগ পাচ্ছেন।
কিন্তু অনেকের ধারণা, শুধু পোস্ট করলেই ডলার চলে আসবে। বাস্তবে এমনটা হয় না। যারা পরিশ্রম করতে চান না, তারা পরে সমস্যায় পড়েন।

❌প্রথম ভুল: TIN খুলে ফেলা
সবচেয়ে বড় ভুল হয় এখানেই। কেউ আগে-পিছে না ভেবে সোজা গিয়ে TIN খুলে ফেলেন। কারণ অনলাইনে খোলা সহজ। অথচ এটা খোলার আগে অবশ্যই একজন কর-আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত।

কারণ,
📌 TIN কী?
📌 কেন খুলতে হয়?
📌 কিভাবে খোলা উচিত?
📌 খোলার পর কি দায়িত্ব পালন করতে হয়?
📌 না করলে কী ধরনের জরিমানা বা ঝুঁকি আছে?

এই সবকিছুর ব্যাখ্যা রয়েছে আয়কর আইন, ২০২৩-এ।
আপনি যখন কম্পিউটার দোকানে যাবেন, দোকানদার কেবল TIN খুলে দিতে পারবেন, কিন্তু আইনগত ব্যাখ্যা বা পরবর্তী কর-সংক্রান্ত দায়িত্ব বোঝাতে পারবেন না।

মনিটাইজেশনের লোভে গণহারে TIN খোলা আসলে অনেককে বিপদে ফেলছে। তাই আগে বুঝে-শুনে, সঠিক পরামর্শ নিয়ে, তারপর সিদ্ধান্ত নিন।

📌বি: দ্র: TIN থাকলে রিটার্ন সাবমিট করতে হয়। আপনার যদি করযোগ্য আয় নাও থাকে তবুও রিটার্ন সাবমিট করতে হবে।
➡️বিপদ তাদের জন্য যারা TIN নিয়ে বসে আছেন কিন্তু রিটার্ন সাবমিট করতে হয়,সেটা জানেন না।

✅যারা জেনে, বুঝে TIN খুলেছেন তাদের জন্য কোন বিপদ নয়।বরং TIN থাকলে অনেক সুবিধা পাওয়া যায়।

✔️এই পোস্ট শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করে লেখা যারা জানতেন না TIN থাকলেই রিটার্ন সাবমিট করতে হবে,না জেনে শুধুমাত্র মনিটাইজেশনের জন্য TIN করেছেন। এবং শুধু নিজের নামে নয়,অনেকে বয়স্ক মা অথবা দাদীর নামেও খুলেছেন। এখন যদি রিটার্ন সাবমিট না করাতে সে দাদীর নামে নোটিশ আসে, সে দাদীর জন্য কর অফিসে গিয়ে দেখা করাটা বিপদ ছাড়া আর কি বলেন?

আশা করছি আমার পোস্টে বিপদ বলতে কি বোঝাতে চেয়েছি তা সবাই বুঝতে পারবেন।

শামীমা হোসাইন ছন্দা
কর আইনজীবী

25/09/2025

Big shout out to my newest top fans! 💎 Akash Raj, Md Faruk Ahmed, Sobuj Hossain, প্রেম ভাই, কালো হৃদয়, Amir HamzaDrop a...
25/09/2025

Big shout out to my newest top fans! 💎 Akash Raj, Md Faruk Ahmed, Sobuj Hossain, প্রেম ভাই, কালো হৃদয়, Amir Hamza

Drop a comment to welcome them to our community, fans

24/09/2025

30/08/2025
🎉 Facebook recognised me as a consistent reels creator this week!
13/08/2025

🎉 Facebook recognised me as a consistent reels creator this week!

পোস্ট টা সামনে গেলেই রেসপন্স করবেন ❤️ তাইলে সবাই সবার আইডি তে গিয়ে ঘুরে আসবে । বিশেষ করে নতুনরা 🥰
06/08/2025

পোস্ট টা সামনে গেলেই রেসপন্স করবেন ❤️ তাইলে সবাই সবার আইডি তে গিয়ে ঘুরে আসবে । বিশেষ করে নতুনরা 🥰



মনিটাইজেশন চালু থাকলে কতো ডলার পেতাম জানতে চাই,
05/08/2025

মনিটাইজেশন চালু থাকলে কতো ডলার পেতাম জানতে চাই,

আজকে ভোলা থেকে এম ভি দোয়েল পাখি ১০ লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করি। এই লঞ্চেই উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা যাচ্ছ...
05/08/2025

আজকে ভোলা থেকে এম ভি দোয়েল পাখি ১০ লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করি। এই লঞ্চেই উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিলো ১ দিন বয়সী একটা বাচ্চা। বাচ্চাটার শারীরিক অবস্থা ভালো না থাকায় অক্সিজেন সিলিন্ডার সাথে করেই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলো হয়তো। সমস্যা হয় লঞ্চ যখন মুন্সীগঞ্জ পার হয় তখন অক্সিজেন শেষ হয় যায়। বাচ্চার পরিবারের লোকজন তাৎক্ষণিক ৯৯৯ এ কল দিয়ে পুরো বিষয়টি বলে। ৯৯৯ থেকে কুইক এ্যাকশন নিয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের একটা টিম অক্সিজেন সিলিন্ডারসহ প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব কিছু নিয়ে স্পীড বোট নিয়ে লঞ্চে পৌঁছে যায়। এরপর কোষ্টগার্ডের দুইজন সদস্যকে লঞ্চে উঠিয়ে দিয়ে সার্বক্ষণিক বাচ্চাটার মনিটরিং এর জন্য রেখে বাকিরা লঞ্চের সাথে সাথেই সদরঘাট পর্যন্ত দিতো সে এরপর ঘাটে দাঁড়ানো কোষ্টগার্ডের অ্যাম্বুলেন্স করে বাচ্চাটাকে হসপিটালে পাঠানো হয়।

অনেক অনেক নেগেটিভ নিউজের ভীড়ে এই পজিটিভ নিউজগুলোই আমাদেরকে আবার নতুন করে দেশকে ভালোবাসতে উদ্বুদ্ধ করে।

অসংখ্য ধন্যবাদ জানাতে চাই Bangladesh Coast Guard এবং National Emergency Helpline 999 কে ❤️

ছবি এবং তথ্যঃ Mosure Rahaman Semon

Address

Gazipur

Website

https://www.facebook.com/md.nayem.hasan.355841

Alerts

Be the first to know and let us send you an email when Nayem11 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category