
13/04/2025
দ্বিতীয়জনের আগমনে আপনার পৃথিবী নতুন আলোয় ভরে উঠেছে—নতুন কোলের ঘ্রাণ, নিষ্পাপ চোখের দৃষ্টি, আর ভালোবাসার এক নতুন অধ্যায়। কিন্তু এই নতুন ভালোবাসার ভিড়ে, প্রথমজন যেন একটু চুপ করে যায়।
সে হয়তো এখন আর কোলের জন্য কাঁদে না, হয়তো নিজের কাজগুলো নিজে করতে শিখে ফেলেছে, কিন্তু তার ছোট্ট মনটা এখনো আপনার একটু আদর, একটু সময়, একটুখানি মনোযোগ খোঁজে।
মনে রাখবেন, একসময় তারই হাত ধরে আপনি শিখেছিলেন মা হওয়ার মানে। তার প্রথম হাঁটা, প্রথম কথা—সব ছিল আপনাদের বেঁচে থাকার একমাত্র আশ্রয়।
সে এখন বড় হয়েছে, কিন্তু তার প্রয়োজন আপনাকে আগের চেয়েও বেশি। কারণ এখন সে শেখে ভাগ করে নিতে, সহ্য করতে, অপেক্ষা করতে।
দ্বিতীয়টিকে ভালোবাসুন মন ভরে, কিন্তু প্রথমজনের নিঃশব্দ চাওয়া গুলো কখনো ভুলে যাবেন না। তার চোখেও খুঁজে নিন সেই নিঃশর্ত ভালোবাসা, যেটা একদিন শুধু আপনাকেই ঘিরে ছিল।
কারণ সন্তানের সংখ্যা বাড়ে, কিন্তু ভালোবাসা ভাগ হয় না—তা কেবল বাড়তেই থাকে, আপনার বুকের মতো।