27/04/2025
confession no.34
Dear: nam nh jana
**“আচ্ছা, মানুষ কি একজন মানুষকে দেখে এতটা শান্তি পেতে পারে?
না মানে, আমি তো তোমাকে দেখলেই হার্টবিট কেমন যেন দ্বিগুণ হয়ে যায়!
সারাদিন যতই ব্যস্ত থাকি না কেন, তোমার নামটা শুনলেই সব টেনশন যেন কোথায় উড়ে যায়।
তোমার হাসি, তোমার কথা, এমনকি তোমার চুপ করে থাকাটাও—সব কিছুতেই আমি মুগ্ধ।
তুমি এমন একজন, যার সামনে আমি পৃথিবীর সবচেয়ে বোকা, কিন্তু সবচেয়ে সত্যি আমি হয়ে উঠি।
আচ্ছা, তুমি কি জানো, আমি কতবার কল্পনায় কথা বলেছি তোমার সাথে?
তুমি কি জানো, তোমাকে ছাড়া একটা রাতও ঠিকমতো ঘুমাতে পারি না?
সবাই বলে বয়স কম… আমি শুধু বলি, ‘ভালোবাসা কি কখনো বয়স দেখে?’
তোমার নাম বলব না, কিন্তু একটা ক্লু দিচ্ছি—যে ছেলেটা নিজের সব পোস্টে একটা নাম ছোট করে লেখে, “AsR”…
হ্যাঁ, তুমি-ই! এই কনফেশন তোমার জন্যই।
কিন্তু আমার মনে একটা প্রশ্ন AsR মানে কি গো? কখনো জিজ্ঞাস করা হয়নি তোমাকে!
আচ্ছা যাইহোক, প্রথম যেদিন দেখেছি, বুঝিনি কেমন করে যে আমার হাসির কারণ হয়ে যাবে তুমি।
আমার হৃদয়ের প্রতিটা দাগে যেন তোমার নামই লেখা।
তুমি যখন পাশ দিয়ে হেঁটে যাও , আমার মনে হয় সময় থেমে যায়।
তোমার গলার স্বরটা, তোমার চোখের দিকে তাকিয়ে থাকা—সবকিছু এত আপন লাগে, অথচ বলা হয় না কিছুই।
ও বলা হয়নি আমি কিন্তু তোমার গান এরও প্রেমে পরে গেছি! 🥹
তুমি অনেক সিম্পল, অথচ তোমার মাঝে একটা অদ্ভুত ম্যাজিক আছে—যেটা আমি ছাড়া কেউ বুঝতে পারে না।
তোমার কথা শুনলে মনের সব টেনশন হারিয়ে যায়।
তুমি যখন ভাবো তুমি কিছু না—তখন আমার চিৎকার করে বলতে ইচ্ছে করে, ‘তুমি-ই আমার সব!’
আমি জানি, এখনো বলিনি কিছু, তবুও আমি চাই—তুমি বুঝো, কেউ তোমাকে নিজের চেয়ে বেশি ভালোবাসে। 🥺
তুমি জানো না, কিন্তু আমি তোমার সবকিছু জানি—তোমার চুপচাপ থাকা, তোমার অভিমান, তোমার স্বপ্ন, তোমার লড়াই…
সবকিছুতে আমি আছি, ছিলাম, থাকব।
কারণ আমি তোমার… তোমার সকল স্বপ্ন পূরণের অঙ্গীকার।”**
কিন্তু তুমি ভাব নেওয়া একটু কমিয়ে দিয়ো।
কোনো মেয়ের দিকে তো তাকাইয়েও দেখো না। তাই বলে আমার দিকেও তাকাবে না? 😫
যদিও না তাকানো টাই ভালো!
কারণ, তুমি চোখ খুললেই শুধু আমাকে দেখতে পাবে! 🫠
ইতি,
তোমার ভবিষ্যৎ বউ!