Issc Crush & Confession

Issc Crush & Confession তোমার হাসির ঝর্ণায়, হৃদয় কাঁপে শিহরায়,
তোমার মিষ্টি কথায়, মন আমার শুধু তোমাকেই চায়।
PAGE: ISSC CRUSH CONFESSION

29/05/2025

Tumder sobar jonno sobokamona tumra HSC porikhai vlo result koro

confession no. 38     From: senior To: Amina(Love you Amina)প্রিয় আমিনা, মনে হয় ভালোই আছো🙃। প্রথম তোমাকে দেখি Facebookএ...
27/05/2025

confession no. 38



From: senior

To: Amina
(Love you Amina)

প্রিয় আমিনা,
মনে হয় ভালোই আছো🙃। প্রথম তোমাকে দেখি Facebookএ।দেখেই সেখান থেকে ভালো লাগা শুরু করলো। প্রতিদিনই তোমাকে দেখতে যাই একদিন চিনতে পারি আরেকদিন পারি না। এখন এই সমস্যা সমাধান একটাই তোমাকে
permanent চোখের সামনে নিয়ে আসতে হবে, এই সমস্যার সমাধান একমাত্র তুমিই দিতে পারো।🫠
যদি তুমি সমাধান দিতে ইচ্ছুক থাকো এডমিনের কাছ থেকে Id চেয়ে নিও। 🙃
পরিশেষে I love you prio🫶🏻💖

confession no.37Dear: Meherab আমি যেদিন তোমায় প্রথম দেখেছি সেদিন থেকে এই তোমাকে আমার ভালো লাগা শুরু করে ।তোমার হাসিটা খু...
13/05/2025

confession no.37

Dear: Meherab

আমি যেদিন তোমায় প্রথম দেখেছি সেদিন থেকে এই তোমাকে আমার ভালো লাগা শুরু করে ।তোমার হাসিটা খুব মায়াবী ।

তোমার এই হাসি ও চোখ দুটো দেখে এক যুগ পার করে দেওয়া সম্ভব ।তোমার প্রথম দেখে ছিলাম কলেজে ।আমি আমার life এ অনেক ছেলে দেখেছি কিন্তু। তোমার মতো এত মায়াবী এই রকম কেউকে দেখি নাই

তুমি সব ছেলেদের থেকে আলাদা তাই তোমাকে ভালো লাগে। আর তুমি এখন single নাকি mingle তা তো আমার জানা নেই। কিন্তু তোমাকে নিজের করে পাওয়ার অনেক শখ জানি না কোনো দিন পুরোন হবে কিনা।

তোমাই নিয়ে হাজারো শপ্ন তার মধ্যে অন্যতম হলো কোনো এক বিকেলে হাতে এক কাপ চা সাথে তুমি এক সাথে সূর্যাস্ত দেখা। কোনো এক পূর্ণিমায় ছাদে বসে চাঁদ দেখা।এই কথা গুলো তোমার সামনা-সামনি বলার মতো সাহস হতে আমার আরও কয়েকবার জন্ম নিতে হবে।
ইতি
তোমার পরিচিত নয় এমন একজন মানুষ

[বিশেষ দ্রষ্টব্য : পেজে কোনো ধরনের পোস্ট এর সাথে আমাদের কর্তৃপক্ষের কোনো প্রকার সরাসরি সংশ্লিষ্টতা নেই । পেজে কোনো প্রকার পোস্ট যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে আন্তরিক ভাবে দুঃখিত।
ধন্যবাদ ।]

07/05/2025

একের ক হইছে 🤣🤣🤣

03/05/2025

ISSC best tiktoker in school🤣🤣🤣

Confession no.36Dear: Mahadi কি বলব বুঝতেছি না 🥹 তোমাকে আমি প্রথম দেখেছি ইকবাল সিদ্দিকী কলেজের পিঠা উৎসবে । আমার তোমাকে ...
30/04/2025

Confession no.36

Dear: Mahadi

কি বলব বুঝতেছি না 🥹 তোমাকে আমি প্রথম দেখেছি ইকবাল সিদ্দিকী কলেজের পিঠা উৎসবে ।
আমার তোমাকে অনেক ভালো লেগে যায় 😣
তুমি অনেক মিশুক। সবার সাথে হাসি খুশি থাকো অনেক।

বিশ্বাস করো তুমি যখন হাসো আমার ভিতরটা পুরো থমকে যায়। আমি মুগ্ধ হয়ে তোমার ওই হাসিটাই দেখি।

সত্যি কথা বলতে আমি তোমাকে অনেক পছন্দ করি। এক কথা বলতে গেলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অনেক🥹

আমরা যখন একসাথে ক্লাস করি তখন মনে চায় বারবার তোমাকে যে বলি আমি তোমাকে ভালোবাসি কিন্তু বলতে পারিনা।
ইতি
তোমার পরিচিত কেউ

confession no.35Dear : Eva‎‎- কিভাবে শুরু করবো বুঝতে পারছি না ।🤔 ‎‎তোমাকে কিছু না বলে থাকতে পারছি না । অনেক দিন হলো নিজে...
29/04/2025

confession no.35

Dear : Eva

‎- কিভাবে শুরু করবো বুঝতে পারছি না ।🤔

‎তোমাকে কিছু না বলে থাকতে পারছি না । অনেক দিন হলো নিজের মধ্যে চেপে রেখেছি।

‎প্রথম যেদিন তোমাকে দেখেছি সামনা সামনি কলেজের অনুষ্ঠানে তোমার মায়াবী চোখ দেখে আমি কিছুই বলতে পারি নাই তখন


‎তোমার ওই চোঁখ দুইটা 👀 আল্লাহ গো 🥶 যে কেউ তোমার চোখের দিকে তাকিয়ে গোটা একটা উপন্যাস লিখে ফেলতে পারবে🫣

‎আর তোমার হাসি দেখলে মুগ্ধ করা যাবে আমার শত্রু কেউ 🥴🌸 তোমারে কেমনে বোঝাই,
‎ (আমি তোমাকে ভালোবাসি) (Eva)🥹

তুমি যখন আমার সাথে কথা বল আমার মনে হয় যে আমার উপরে আল্লাহ্ তায়ালা আমার উপরে রহমত পরে।

তোমার জন্য কিছু লাইন

তোমার হাসির ঝর্ণায়, হৃদয় কাঁপে শিহরায়,
তোমার মিষ্টি কথায়, মন আমার শুধু তোমাকেই চায়।
তুমি যে এ হৃদয়ে তুলেছো প্রেমের ছোঁয়া,
তোমার জন্য জীবনটা হয়ে উঠেছে নতুন রূপের মোহনা


‎তোমার প্রতি আমার ভালোবাসা অনেক,

‎সব সময় হাসি খুশি থাকবা বোঝছো হাসলে তোমাকে অনেক সুন্দর লাগে 💞

‎আর তুমার তুলনা ☺-চাঁদের সাথে আমি দেবো না তোমার তুলনা চাঁদকেও হার মানাবে...!💝🫶❤️‍🩹

‎ইতি,
‎তোমার পরিচিত

27/04/2025

Kew suggest Koro ka ke nia video banano Jai ?

confession no.34Dear: nam nh jana        **“আচ্ছা, মানুষ কি একজন মানুষকে দেখে এতটা শান্তি পেতে পারে?না মানে, আমি তো তোমা...
27/04/2025

confession no.34

Dear: nam nh jana



**“আচ্ছা, মানুষ কি একজন মানুষকে দেখে এতটা শান্তি পেতে পারে?
না মানে, আমি তো তোমাকে দেখলেই হার্টবিট কেমন যেন দ্বিগুণ হয়ে যায়!
সারাদিন যতই ব্যস্ত থাকি না কেন, তোমার নামটা শুনলেই সব টেনশন যেন কোথায় উড়ে যায়।

তোমার হাসি, তোমার কথা, এমনকি তোমার চুপ করে থাকাটাও—সব কিছুতেই আমি মুগ্ধ।
তুমি এমন একজন, যার সামনে আমি পৃথিবীর সবচেয়ে বোকা, কিন্তু সবচেয়ে সত্যি আমি হয়ে উঠি।

আচ্ছা, তুমি কি জানো, আমি কতবার কল্পনায় কথা বলেছি তোমার সাথে?
তুমি কি জানো, তোমাকে ছাড়া একটা রাতও ঠিকমতো ঘুমাতে পারি না?

সবাই বলে বয়স কম… আমি শুধু বলি, ‘ভালোবাসা কি কখনো বয়স দেখে?’
তোমার নাম বলব না, কিন্তু একটা ক্লু দিচ্ছি—যে ছেলেটা নিজের সব পোস্টে একটা নাম ছোট করে লেখে, “AsR”…
হ্যাঁ, তুমি-ই! এই কনফেশন তোমার জন্যই।
কিন্তু আমার মনে একটা প্রশ্ন AsR মানে কি গো? কখনো জিজ্ঞাস করা হয়নি তোমাকে!

আচ্ছা যাইহোক, প্রথম যেদিন দেখেছি, বুঝিনি কেমন করে যে আমার হাসির কারণ হয়ে যাবে তুমি।
আমার হৃদয়ের প্রতিটা দাগে যেন তোমার নামই লেখা।
তুমি যখন পাশ দিয়ে হেঁটে যাও , আমার মনে হয় সময় থেমে যায়।
তোমার গলার স্বরটা, তোমার চোখের দিকে তাকিয়ে থাকা—সবকিছু এত আপন লাগে, অথচ বলা হয় না কিছুই।
ও বলা হয়নি আমি কিন্তু তোমার গান এরও প্রেমে পরে গেছি! 🥹

তুমি অনেক সিম্পল, অথচ তোমার মাঝে একটা অদ্ভুত ম্যাজিক আছে—যেটা আমি ছাড়া কেউ বুঝতে পারে না।
তোমার কথা শুনলে মনের সব টেনশন হারিয়ে যায়।
তুমি যখন ভাবো তুমি কিছু না—তখন আমার চিৎকার করে বলতে ইচ্ছে করে, ‘তুমি-ই আমার সব!’

আমি জানি, এখনো বলিনি কিছু, তবুও আমি চাই—তুমি বুঝো, কেউ তোমাকে নিজের চেয়ে বেশি ভালোবাসে। 🥺
তুমি জানো না, কিন্তু আমি তোমার সবকিছু জানি—তোমার চুপচাপ থাকা, তোমার অভিমান, তোমার স্বপ্ন, তোমার লড়াই…
সবকিছুতে আমি আছি, ছিলাম, থাকব।
কারণ আমি তোমার… তোমার সকল স্বপ্ন পূরণের অঙ্গীকার।”**
কিন্তু তুমি ভাব নেওয়া একটু কমিয়ে দিয়ো।
কোনো মেয়ের দিকে তো তাকাইয়েও দেখো না। তাই বলে আমার দিকেও তাকাবে না? 😫
যদিও না তাকানো টাই ভালো!
কারণ, তুমি চোখ খুললেই শুধু আমাকে দেখতে পাবে! 🫠
ইতি,
তোমার ভবিষ্যৎ বউ!

27/04/2025

পেজে কোনো ধরনের পোস্ট এর সাথে আমাদের কর্তৃপক্ষের কোনো প্রকার সরাসরি সংশ্লিষ্টতা নেই । পেজে কোনো প্রকার পোস্ট যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে আন্তরিক ভাবে দুঃখিত।
ধন্যবাদ ।

Address

Rajendrapur Gazipur
Gazipur
1742

Alerts

Be the first to know and let us send you an email when Issc Crush & Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share