31/08/2025
💔 আমরা এই পৃথিবীর মানুষ একটা ভুলের মধ্যে সব সময় বসবাস করতেছি। ভুলটা খুবই সাধারণ কিন্তু তারপরেও আমরা এটাকে এমন ভাবে প্রেজেন্ট করি কিন্তু আসলে ব্যাপারটা তেমন নয়।
সচরাচর যখন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে তখন যেকোন একটি ফ্যামিলি মনে নেয় না। কিংবা উভয় ফ্যামিলি এই সম্পর্কের বিরুদ্ধে থাকে।
তখন ওই ছেলে আর মেয়েটার পাশে কেউ থাকেনা তার পরিবারের। যখন একটা ছেলে বা একটা মেয়ে তার পরিবারের কাউকে তার পাশে পায় না তখন সে তার পাশে ছেলেটির পাশে মেয়েটি কিংবা মেয়েটির পাশে ছেলেটি থাকে। তখন সে শুধু তাকে নিয়ে বাঁচার চেষ্টা করে। আর তারা এই ভেবে যায় যে আমি তোমার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করতেছি।
কিন্তু আসল সত্য তো এটাই যে আজ তার পাশে তার পরিবারের কেউ নেই তাই সে তাকে নিয়ে বাঁচার চেষ্টা করতেছে।
যখন একটা ছেলে আর একটা মেয়ে ভালবেসে বিয়ে করে এবং পরে পরিবার থেকে মেনে নেয় তখন আগের সময় এবং পরের সময়ের মধ্যে দুজনের মধ্যে অনেক অনেক পার্থক্য দেখা যায়। এর কারণ হলো এটাই যে যখন তার পাশে কেউ ছিলনা তখন সে খড়কুটা হিসেবে ওই ছেলে বা মেয়েটিকে নিয়ে বাঁচার জন্য চেষ্টা করে গেছে । কিন্তু বলে যে আমি তোমাকে ভালোবেসে তোমার জন্য আমার ফ্যামিলি ও পুরো পৃথিবীর সাথে লড়াই করে গেছি।
আরে ভাই তখন তুই আমার সঙ্গে ছিলি এইজন্য তখন তোর পাশে কেউ ছিল না তাই। আজ যখন তোর পাশে তুমি সবাইকে পেয়েছিস তখন তোর আসল রূপ আসল ভালোবাসা কি তা স্পষ্ট করে ফুটে উঠতেছে। সত্য তো এটাই যে যখন তোর পরিবারের কেউ পাশে তোর ছিল না তখন খরকুটা হিসেবে আমাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করেছিছ।
যখন একটি ছেলে ও একটি মেয়ের ভালোবাসা পরিবার থেকে মেনে নেয় তখন আর এই লড়াই এর কোন প্রয়োজন হয়না । যখন যেকোনো একটি ফ্যামিলি মেনে নেয় না তাদের পাশে থাকে না তখনই সে বাঁচার জন্য ওই একটি অপশন হিসেবে বেছে নেয়।✅
🥺যখন তার পাশে কেউ ছিলনা তখন তার সব সময় ছিল শুধু তার জন্য। আর আজ যখন যার পরিবারের সবাই তার পাশে আছে তখন আর তোমার জন্য তার কোন সময় নেই। 💕যখন তুমি একা ছিলে তখন তার দায়িত্বও ছিল সময়ও ছিল। ❤️🔥এখন যখন পরিবার পাশে আছে তখন শুধু তার দায়িত্ব আর দায়িত্ব ,সময় আছে কিন্তু পরিবারের তোমার জন্য না।
👏তো কোন ছেলে যদি আপনাকে বলে যে আমি তোমাকে ভালোবেসে আমার পরিবার এবং পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করে গেছি আমি বলে দিচ্ছি আপুরা ছেলেদের এই মিষ্টি কথায় আপনারা ভুলবেন না। কারণ এই কথাটা একেবারেই ভুল। মানুষ যখন তার পাশে কাউকেই পায় না তখন সে বেঁচে থাকার জন্য একটা খরকুটাকে অবলম্বন করে। আর তখন ওই সময় আপনি তার জন্য একটা খড়কুটা এই মাত্র আর কিছু না।