Moni Akter

Moni Akter আসসালামুয়ালাইকুম 🙂🇧🇩
আমার কাজে আমি সেরা 🩶
"মহান আল্লাহতালার উপর
সবসময় বিশ্বাস রাখবে" 👍🏽
ধন্যবাদ 💐

বেলভী...-আমি আমার মত থাকবো ভালো তুমি খবর নিও না~🌸🖤           🌹
14/09/2025

বেলভী...
-আমি আমার মত থাকবো ভালো
তুমি খবর নিও না~
🌸🖤
🌹

13/09/2025

যার কাছে আমার কোন মূল্যই নেই soতার কাছে না থাকাটা উত্তম।
আর তাঁকে ফেসবুকে রাখবো প্রশ্নই আসেনা
😔😢
শূন্য মনি...🥀

বেলভী......🥀একদিন তুমি বাজারে গেলে সুখ কিনতে…সেই সুখকে ঘরে আনলে, আগলে রাখলে।কিন্তু ঘরে তো তখনও নিঃশব্দে বেঁচে ছিল দুটো স...
13/09/2025

বেলভী......🥀

একদিন তুমি বাজারে গেলে সুখ কিনতে…
সেই সুখকে ঘরে আনলে, আগলে রাখলে।
কিন্তু ঘরে তো তখনও নিঃশব্দে বেঁচে ছিল দুটো স্বপ্ন—
যে স্বপ্নগুলো আমরা একসাথে বুনেছিলাম।

সুখকে রাখলে, স্বপ্নকে ভুলে গেলে…
কিন্তু সুখ তো কেনা-বেচার জিনিস নয়,
মন চাইলে বারবার বাজারে গিয়ে কেনা যায় না।

তবে জেনে রেখো—
আমি তোমার সব মেনে নেব ভেতরেই কষ্ট হয়ে থেকে যাবো…💔

আর আমি তোমাকে, মন থেকে কেটে দিয়েছি।

12/09/2025

অন্ধকার না হলে কখনো রাতের মূল্য বোঝা যেত না। ঠিক তেমন আপনি যদি বিপদে না পড়েন মানুষ চিনতে পারবেন না।
Good night
Everyone 🌸

12/09/2025

When I feel like everything is falling apart, the rain falls from my eyes.🥲🥀

11/09/2025

ভালোবাসা সেটাও আজকাল হয়ে গেছে WiFi তারের মতো
যতক্ষণ পাশে আছে ততক্ষণ থাকে ।
দূরে গেলেই searching for new device😄😄

আসসালামুয়ালাইকুম,--সবাই কেমন আছেন ..? আলহামদুলিল্লাহ       .
11/09/2025

আসসালামুয়ালাইকুম,
--সবাই কেমন আছেন ..?
আলহামদুলিল্লাহ
.

       #শূন্যমনি..💔 #
10/09/2025

#শূন্যমনি..💔 #

10/09/2025

Assalamu alaikum

এত মন দিয়ে শোনার কিছু নেই ।
এটা ফেসবুকের কমন ডায়লগ।😄😄
Hello everyone
" Good morning"

09/09/2025

আজ থেকে আমি মুক্ত
খোলা আকাশের মতো 😄😄

🍁উপন্যাস: পাতায় লেখা ফোন নাম্বার📱☎️অচেনা রিংটোন:একদিন হঠাৎ অপরিচিত এক নাম্বারে শুরু হয় এক অচেনা আলাপ। ধীরে ধীরে সেই অচ...
08/09/2025

🍁উপন্যাস: পাতায় লেখা ফোন নাম্বার📱

☎️অচেনা রিংটোন:

একদিন হঠাৎ অপরিচিত এক নাম্বারে শুরু হয় এক অচেনা আলাপ। ধীরে ধীরে সেই অচেনা কণ্ঠস্বর হয়ে ওঠে জীবনের সবচেয়ে কাছের মানুষ।

🌃 রাতের গল্পগুলো:

দিন গড়িয়ে রাত, রাত গড়িয়ে ভোর—ফোনের ওপারে গল্পের স্রোত। হাসি, অভিমান, স্বপ্ন—সব মিলিয়ে তৈরি হয় এক স্বপ্নের দুনিয়া।

😌 হঠাৎ নীরবতা:

অচেনা নীরবতা ভর করে। ফোন বন্ধ, কোনো খবর নেই। বুকের ভেতর অনিশ্চয়তা আর অপেক্ষার ভার।

🍀পাতায় লেখা নম্বর:017----------------6

অদ্ভুতভাবে একদিন খবর আসে—সে ভালো আছে। পরে জানা যায়, এক “অচেনা বাঁধনে” আবদ্ধ ছিল সে। তখনও তার চিন্তা কেবল একটি—কীভাবে ভালোবাসার মানুষের সাথে কথা বলবে? দাঁত দিয়ে পাতার গায়ে নখ কেটে সে লিখে দিয়েছিল একজন কে একটি নম্বর, শুধু একটিই খবর পৌঁছে দেওয়ার জন্য—“আমি ভালো আছি।” কারন সে বুঝতে পেরেছিল তার জন্য নায়িকা চিন্তা করছে কথা না বলার জন্য।। কিন্তু নায়িকা কাউকে বুঝতে দেয়নি যে অনেক কষ্টে আছে বা তার সাথে যোগাযোগ হচ্ছে না। কিন্তু নায়িকার সেদিন রাতের আর্তনাদ আর বুকফাটা কান্নাএকা আল্লাহ ছাড়া কেউ দেখতে পায়নি । সারারাত কাটে জায়নামাজের পাটিতে আল্লাহতালার কাছে বলতে লাগলো তার কি কোন বিপদ হয়েছে, সে কি ভালো আছে, তার জন্য অন্তত একটা খবর পাই।...

🤝পুনর্মিলন:

সময় পেরিয়ে দুজনের জীবন বাঁধা পড়ে বিবাহবন্ধনে। পুরোনো কষ্টগুলোকে পেছনে ফেলে নতুন এক পৃথিবী শুরু হয়।💙

1️⃣ যুগ ১২ বছরের গল্প👍🏽

১২বছর ধরে সুখ-দুঃখে ভরা সংসার। তবুও বুকের গভীরে গেঁথে থাকে সেই পাতায় লেখা নম্বরের স্মৃতি🖤।

,🩶 ভালোবাসার প্রশ্ন??????????????????

নায়িকার হৃদয়ে একটাই প্রশ্ন—ভালোবাসা কি সত্যিই হারিয়ে যায়? নাকি পাতার ভাঁজে লুকিয়ে থেকে যায় চিরকাল?🥲💔💔

---ভাল থেকে
প্রিয় বেলভী...💔💔💔

#পাতায় লেখা ফোন নাম্বার story #শূনমনি_______

আজ রাতে কে কে চাঁদ দেখেছো....🌙🌙__আমি দেখেছি। খুব একাকীত্ব নীরবে বসে..😌          শুভ রাত্রি..বেলভী                       ...
07/09/2025

আজ রাতে কে কে চাঁদ দেখেছো....🌙🌙
__আমি দেখেছি। খুব একাকীত্ব নীরবে বসে..😌
শুভ রাত্রি..বেলভী
শূন্য মনি..💙

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moni Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share