08/09/2025
🍁উপন্যাস: পাতায় লেখা ফোন নাম্বার📱
☎️অচেনা রিংটোন:
একদিন হঠাৎ অপরিচিত এক নাম্বারে শুরু হয় এক অচেনা আলাপ। ধীরে ধীরে সেই অচেনা কণ্ঠস্বর হয়ে ওঠে জীবনের সবচেয়ে কাছের মানুষ।
🌃 রাতের গল্পগুলো:
দিন গড়িয়ে রাত, রাত গড়িয়ে ভোর—ফোনের ওপারে গল্পের স্রোত। হাসি, অভিমান, স্বপ্ন—সব মিলিয়ে তৈরি হয় এক স্বপ্নের দুনিয়া।
😌 হঠাৎ নীরবতা:
অচেনা নীরবতা ভর করে। ফোন বন্ধ, কোনো খবর নেই। বুকের ভেতর অনিশ্চয়তা আর অপেক্ষার ভার।
🍀পাতায় লেখা নম্বর:017----------------6
অদ্ভুতভাবে একদিন খবর আসে—সে ভালো আছে। পরে জানা যায়, এক “অচেনা বাঁধনে” আবদ্ধ ছিল সে। তখনও তার চিন্তা কেবল একটি—কীভাবে ভালোবাসার মানুষের সাথে কথা বলবে? দাঁত দিয়ে পাতার গায়ে নখ কেটে সে লিখে দিয়েছিল একজন কে একটি নম্বর, শুধু একটিই খবর পৌঁছে দেওয়ার জন্য—“আমি ভালো আছি।” কারন সে বুঝতে পেরেছিল তার জন্য নায়িকা চিন্তা করছে কথা না বলার জন্য।। কিন্তু নায়িকা কাউকে বুঝতে দেয়নি যে অনেক কষ্টে আছে বা তার সাথে যোগাযোগ হচ্ছে না। কিন্তু নায়িকার সেদিন রাতের আর্তনাদ আর বুকফাটা কান্নাএকা আল্লাহ ছাড়া কেউ দেখতে পায়নি । সারারাত কাটে জায়নামাজের পাটিতে আল্লাহতালার কাছে বলতে লাগলো তার কি কোন বিপদ হয়েছে, সে কি ভালো আছে, তার জন্য অন্তত একটা খবর পাই।...
🤝পুনর্মিলন:
সময় পেরিয়ে দুজনের জীবন বাঁধা পড়ে বিবাহবন্ধনে। পুরোনো কষ্টগুলোকে পেছনে ফেলে নতুন এক পৃথিবী শুরু হয়।💙
1️⃣ যুগ ১২ বছরের গল্প👍🏽
১২বছর ধরে সুখ-দুঃখে ভরা সংসার। তবুও বুকের গভীরে গেঁথে থাকে সেই পাতায় লেখা নম্বরের স্মৃতি🖤।
,🩶 ভালোবাসার প্রশ্ন??????????????????
নায়িকার হৃদয়ে একটাই প্রশ্ন—ভালোবাসা কি সত্যিই হারিয়ে যায়? নাকি পাতার ভাঁজে লুকিয়ে থেকে যায় চিরকাল?🥲💔💔
---ভাল থেকে
প্রিয় বেলভী...💔💔💔
#পাতায় লেখা ফোন নাম্বার story #শূনমনি_______