HAQ ULAMA

HAQ ULAMA হক ওলামায়ে কেরামদের গুরুত্বপূর্ণ নসিয়ত মূলক আলোচনা পেতে আমাদের Page follow দিয়ে সাথে থাকুন ধন্যবাদ

হাতপাখা সবার সেরা   #চরমোনাই  #হাতপাখা  #ইসলামী_আন্দোলন_বাংলাদেশ
05/08/2025

হাতপাখা সবার সেরা

#চরমোনাই #হাতপাখা #ইসলামী_আন্দোলন_বাংলাদেশ

22/07/2025

আগেই বলেছিলাম লাশের সংখ্যা গোপন করা হচ্ছে।

একজন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জানাচ্ছে ১০০ থেকে ১৫০ জন মানুষ মারা গেছে। ৪০০ এর উপরে ছিলো একটা বিল্ডিং এ। সেখানে ২০০ জনের বেশি বাচ্চার খবর ই পাওয়া যায় নি। অথচ সেনাবাহিনীর অফিসিয়াল পেইজ থেকে জানানো হয়েছে মারা গিয়েছে মাত্র ১৪ জন? মিডিয়া অন্তত ৫ জন বাড়ায়ে বলছে। সিরিয়াসলি? এখন ই প্রকৃত সংখ্যা গোপন করছে!

#বিমান_দুর্ঘটনা #চরমোনাই #উত্তরা #মাইলস্টোন #দিয়াবাড়ি

উত্তরায় বিমান বিধ্বস্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পীর সাহেব চরমোনাই। তিনি দ্রুত উদ্ধার ও চিকিৎসার আহ্বান জানান এবং দুর্ঘ...
21/07/2025

উত্তরায় বিমান বিধ্বস্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পীর সাহেব চরমোনাই। তিনি দ্রুত উদ্ধার ও চিকিৎসার আহ্বান জানান এবং দুর্ঘটনার তদন্তের দাবি জানান। প্রশিক্ষণ বিমানের উপযুক্ততা ও জনবহুল এলাকায় উড্ডয়নের যৌক্তিকতাও খতিয়ে দেখতে বলেন। দেশবাসীকে দোয়া ও সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। যারা অসুস্থ আছে আল্লাহ পাক তাদেরকে সুস্থতা দান করুক

আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই

#ইসলামী_আন্দোলন_বাংলাদেশ #দিয়াবাড়ি #উত্তরা #বিমান_দুর্ঘটনা #মাইলস্টোন

মাইলস্টোন কলেজে বিমান দূর্ঘটনায় আহতদের শয্যা পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। ...
21/07/2025

মাইলস্টোন কলেজে বিমান দূর্ঘটনায় আহতদের শয্যা পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

সোমবার রাতে ঢাকা বার্ন ইউনিটে আহতদের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর একটি প্রতিনিধি দল সেখানে যান।

মহাসচিব আহতদের উন্নত চিকিৎসার জন্য ডাক্তার এবং কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং দুর্ঘটনায় মৃত্যুবরণ কারী এবং আহতদের জন্য দোয়া করেন।

#ইসলামী_আন্দোলন_বাংলাদেশ #মাইলস্টোন #উত্তরা #দিয়াবাড়ি #বিমান_দুর্ঘটনা

আজ ২১ জুলাই ২০২৫ সোমবার উত্তরা দিয়াবাড়ী মাইলস্টোন কলেজের সামনে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আহতদের সহযোগিতার উদ্দেশ্যে ইসলা...
21/07/2025

আজ ২১ জুলাই ২০২৫ সোমবার উত্তরা দিয়াবাড়ী মাইলস্টোন কলেজের সামনে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আহতদের সহযোগিতার উদ্দেশ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ-এর উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বার্ণ ইউনিটে স্বেচ্ছাসেবক টিম দায়িত্ব পালন করে।

এই স্বেচ্ছাসেবক টিম আহতদের চিকিৎসা, রক্ত সংগ্রহ, রোগীদের স্বজনদের সহায়তা এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

#ইসলামী_আন্দোলন_বাংলাদেশ #বিমান_দুর্ঘটনা #উত্তরা #মাইলস্টোন #দিয়াবাড়ি

কেউ যদি কোন লা'শ খুঁজে না পানযোগাযোগ - ০১৭১১-১২৭০০৫৬ টা বেওয়া'রিশ লা'শ আছে।শেয়ার করে ছড়িয়ে দিন।
21/07/2025

কেউ যদি কোন লা'শ খুঁজে না পান
যোগাযোগ - ০১৭১১-১২৭০০৫
৬ টা বেওয়া'রিশ লা'শ আছে।
শেয়ার করে ছড়িয়ে দিন।

বেশি বেশি দোয়া করুন আল্লাহতালা সবাইকে যেন দ্রুত সুস্থতা দান করেন আমিন  আমার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে, একবার ভেবে দ...
21/07/2025

বেশি বেশি দোয়া করুন আল্লাহতালা সবাইকে যেন দ্রুত সুস্থতা দান করেন আমিন

আমার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে,
একবার ভেবে দেখুন তো, কত মায়ের বুক আজ খালি হয়ে গিয়েছে 😭 মা তার সন্তানের ডাক আর শুনতে পাবে না 😭
আল্লাহ সকলের জন্য দয়াময় এবং রহমশীল হন, আমিন🤲😭

#উত্তরা #দিয়াবাড়ি #মাইলস্টোন #বিমান_দুর্ঘটনা

উত্তরা দিয়াবাড়ী মাইলস্টোন কলেজে বিমান দূর্ঘটনায় আহতদের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নিতে উত্তরা আধুনিক মেডিকেলে উপস্থিত হয়ে...
21/07/2025

উত্তরা দিয়াবাড়ী মাইলস্টোন কলেজে বিমান দূর্ঘটনায় আহতদের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নিতে উত্তরা আধুনিক মেডিকেলে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ঢাকা মহানগর উত্তর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, মুহাম্মাদ নাজমুল হাসান সহ থানা নেতৃবৃন্দ।

#ইসলামী_আন্দোলন_বাংলাদেশ #মাইলস্টোন #উত্তরা #দিয়াবাড়ি

21/07/2025
আসল ধর্ম ব্যবসায়ী যখন হক্কানী ওলামায়ে কেরামদের কে নিয়ে প্রশ্ন তুলে তখন মনে হয় হয়তো পাগল আর নয় তো গাঞ্জা খেয়ে উল্ট...
20/07/2025

আসল ধর্ম ব্যবসায়ী যখন হক্কানী ওলামায়ে কেরামদের কে নিয়ে প্রশ্ন তুলে তখন মনে হয় হয়তো পাগল আর নয় তো গাঞ্জা খেয়ে উল্টাপাল্টা মন্তব্য করে।

হাসিনার আমলে নিজেকে বাঁচানোর জন্য ধর্মকে অপব্যবহার করে আশ্রয় নেয় এই যুবদল খেতা।
হাসিনা পালিয়ে গেলে ক্লিন শেপ দিয়ে নিজেকে বাচ্চা প্রমাণিত করে এই খেতা।

আমি মনে করি এ শুধু ধর্মকে অপব্যবহারই করেনি বরং নবীর সুন্নত দাড়ি মোবারক কে অপমান করেছে।

আমি শুনেছি নয়নের অনেক বড় সমস্যা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ওখানে পীর মাশায়েকদের অপমান করলে এরকমই হবে।

#ইসলামী_আন্দোলন_বাংলাদেশ #চাঁদাবাজ #নয়ন

Address

Dhaka
Gazipur
1700

Website

Alerts

Be the first to know and let us send you an email when HAQ ULAMA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share