
05/06/2025
আমরা মানুষ বড়ই অদ্ভুত বেঁচে থাকতে কেউ কাউকে গুরুত্ব দেই না, কারও সমস্যা শুনতে চাই না, কারও বিপদে সাহায্য করি না |
কিন্তু দুনিয়ার থেকে এসব যন্ত্রনা সহ্য করতে না পেরে যখন কেউ মরে যায় ঠিক তখন সবাই আফসোস করি |
তখন বলি আহারে মেয়েটা বা ছেলেটা কেন যে মারা গেল ? আচ্ছা কি হইছিল ওর ? আমাদের বলতো আমরা সমাধান করতাম | তখন সবার কত কথা |
😅
কিন্তু বিশ্বাস করেন সে আপনাদের কাছে সাহায্যে চেয়েছিল | সে কারও না কারও সাথে কথা বলছিল তার সমস্যা নিয়ে কিন্তু তখন কেউ গুরুত্ব দেয় নি |
তো তখন যেহেতু গুরুত্ব দেন দিন , তাহলে কিছু একটা ঘটনা ঘটে গেলে তখন কেন আফসোস দেখান সবাই ?
আরে ভাই দুদিনের দুনিয়া মরতে আমাদের সবারই হবে এক দিন আগে বা পরে | সবাই জানি কিন্তু তাই বলে কেউ যখন দুনিয়া থেকে নিজে নিজে বিদায় নিতে চায় সেটা কম অসহায়ত্বের পরে না |
তাই সুযোগ থাকলে অপর জনকে সাহায্য করুন | আপনার উপকারে, একটু সাপোর্টে যদি কারও জীবন কয়েকটা বছরের জন্য ও বা ১ দিনের জন্যও বেড়ে যায় এর চেয়ে বড় প্রাপ্তি আর কি বলেন ? ❤️