
17/04/2025
Hello everyone..!
Assalamualikum
I am urmi.
It’s my personal blog page.
পেশাগত ভাবে আমি একজন ফুলটাইম গৃহিণী। আমার সারাটা দিন সংসার, সিটি ছেলে নিয়ে কেটে যায়।
এই পেইজটা আমার জীবনের একটা জানালা। এখানে উকি দাওয়ার জন্য আপনাকে স্বাগতম!
আমি আমার ঘরটাকে বিভিন্ন সবয়ে ভিন্ন থিমে সাজাতে খুব পছন্দ করি। পাশাপাশি ফটোগ্রাফিও আমার বেশ পছন্দের। আমি খেয়াল করেছি সোশ্যাল মিডিয়ায় আমরা সবার হোম decor বিভিন্ন টাইপের এস্থেটিক আইডিয়া এগুলো খুব খুঁজি এবং অনেকে এটা নিয়ে কাজ করছে।তাহলে আমি কেনো নয়???
আমার চিন্তাভাবনা ,আমার হতাশা ,আমার পেইন্টিং ,আমার ক্রাফটিং ,আমার ঘরের সাজসজ্জা ,আমার কাঁচা হাতের রান্না বান্না, আমার ফটোগ্রাফি এবং অন্য আরো কিছু share করি যেগুলো আমি অবসর সময় করে থাকি।
আমার চিন্তাধারা ,আমার লাইফ স্টাইল সব কিছু আপনার সাথে নাও মিলতে পারে ।আপনার যে এটা পছন্দ হবেই এমনটা না । আমরা এক একজন এক এক রকমের ।আপনার সবকিছু আমার মত হবেনা বা আমার সবকিছু আপনার মত হবে না। তাই বলে..
আপনার হতাশা ,আপনার না পাওয়া ,আপনার দুঃখ থেকে আপনি আমাকে একটা কটূ কথা শুনিয়ে গেলেন এটা আমাকে অবশ্যই খুব হার্ড করবে🥺।
আপনারা প্রত্যেকেই প্রত্যেকেই আমার কাছে খুব শ্রদ্ধেয় ।
I want is your best wishes and love!
Spread more♥️
゚