Lima Afroj Daily vlogs

⭕ "আমি পাশে পাইনি কাউকে, কিন্তু দাঁড়িয়ে ছিলাম সবার পাশে".....মানুষ সামাজিক প্রাণী। জীবনের চলার পথে আমরা একে অপরের সাহায্...
03/08/2025

⭕ "আমি পাশে পাইনি কাউকে, কিন্তু দাঁড়িয়ে ছিলাম সবার পাশে".....
মানুষ সামাজিক প্রাণী। জীবনের চলার পথে আমরা একে অপরের সাহায্যে এগিয়ে যেতে চাই। কাঁধে কাঁধ মিলিয়ে চলা, বিপদে পাশে থাকা, আনন্দে শেয়ার করা এসবই আমাদের মানবিকতার অংশ। কিন্তু প্রতিটি মানুষ একসময় এমন একটা পর্যায়ে পৌঁছায়, যখন চারদিকে মানুষ থাকলেও পাশে কাউকে পাওয়া যায় না। তখন একাকিত্বের একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়, যার ভেতর দাঁড়িয়ে একজন মানুষ বুঝে ফেলে সে আসলে কতটা একা।

তবুও, কিছু মানুষ আছে যারা নিজে পাশে কাউকে না পেয়েও অন্যের পাশে দাঁড়ায়। এই মানুষগুলো নিঃস্বার্থ, সংবেদনশীল এবং সাহসী। তারা জানে কষ্ট কেমন লাগে, তাই অন্যের কষ্টে ছুটে যায় নিঃশব্দে। ঠিক তখনই জন্ম নেয় সেই চিরস্মরণীয় অনুভব "আমি পাশে পাইনি কাউকে, কিন্তু দাঁড়িয়ে ছিলাম সবার পাশে।"

এই বক্তব্য শুধু একটি বাক্য নয়, এটি একজন মানুষর সংগ্রাম, আত্মত্যাগ এবং নীরব ভালোবাসার প্রতিচ্ছবি। যখন আমরা কাউকে পাশে না পাই, তখন সেটা আমাদের মানসিক শক্তির সবচেয়ে বড় পরীক্ষা। সেই মুহূর্তেই ঠিক হয়, আমরা আত্মকেন্দ্রিক হবো নাকি বিশ্বকে আরও মানবিক করে তোলার পথে এক ধাপ এগোবো।

আজকের সমাজে আমরা অনেকেই পাশে থাকার ভান করি, কিন্তু সত্যিকারের সহানুভূতির অভাব লক্ষণীয়। কেউ অসুস্থ হলে পাশে গিয়ে বসা নয়, বরং একটা ইমোজি পাঠিয়ে দায়মুক্তির চেষ্টা করি। অথচ এমন মানুষদের প্রয়োজন, যারা নিঃস্বার্থভাবে পাশে দাঁড়াতে জানে, ঠিক যেমন তারা আশা করে অন্য কেউ একদিন তাদের পাশে দাঁড়াবে।

এই প্রবন্ধ আমাদের মনে করিয়ে দেয় আমরা হয়তো সবাই কারো না কারো মতো একজন, যে নিজে একা থেকেও অন্যের জন্য ছুটে চলে। এটাই হচ্ছে মানবতার জয়গান। আমাদের উচিত, এমন মানুষের কষ্টকে উপলব্ধি করা, তাদের সম্মান জানানো, এবং নিজেও একজন হয়ে ওঠা যে পাশে না পেয়েও পাশে দাঁড়াতে জানে।

সত্যিকারের মানবতা এখানেই নিজে কষ্ট পেলেও অন্যকে হাসাতে পারা, পাশে না পেয়েও অন্যের হাত ধরার সাহস রাখা।

শেষ কথা:
এই সমাজে পাশে না পাওয়ার বেদনা থাকলেও, পাশে দাঁড়ানোর শক্তিই আসল সার্থকতা। পৃথিবী তখনই বদলাবে, যখন আমরা প্রত্যেকে বলবো “আমি পাশে পাইনি কাউকে, কিন্তু দাঁড়িয়ে ছিলাম সবার পাশে।”



21/07/2025

Class 3 আর 4 এর দুইটা section এর কেউ বাঁচে নাই,ওদের দরজার সামনে এসে পড়ছে fighter jet টা আর media তে বলছে মাত্র ৩৩ জন,আপসোস আমরা সঠিক সংখ্যা টাও জানতে পারবো না!

21/07/2025

-জুলাই বুঝি মায়েদের কোল খালি হওয়ার মাস 💔

21/07/2025

মাইলস্টোনের শিক্ষার্থীর যে মা দুপুরের খাবার রান্না করে সন্তানের অপেক্ষা করছিলেন, তিনি কীভাবে সইবেন এই দুঃখ।💔

21/07/2025

পরিবারের একটি মাত্র ছেলে, দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলে পড়াশোনা করতো, বাবা বিদেশে ছেলের মৃ ত্যু র সংবাদ শুনে আ ত্ম হা রা, বাবা না আসলে ছেলের দা ফ ন হবে না, বরফ দিয়ে ঢেকে রাখছেন আত্মীয়-স্বজন .!'😅

এইটা দেখার পর, সবাই কি বলে সান্তনা দিবে  তাদের পরিবারকে তার ভাষা আমার জানা নেই 😭😭😭😭😭😭 আল্লাহ তুমি সকলের পরিবারকে ধৈর্য ধ...
21/07/2025

এইটা দেখার পর, সবাই কি বলে সান্তনা দিবে তাদের পরিবারকে তার ভাষা আমার জানা নেই 😭😭😭😭😭😭 আল্লাহ তুমি সকলের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও। আর তাদেরকে জান্নাতবাসী করিও 😭😭😭 আমিন 🤲🤲🤲

এটা জুনায়েদে নিথর দেহ। বয়স ১০।ঢামেক মর্গে নেয়া হলো।প্রান-হীন এই নিষ্পাপ বাচ্চাটার আর বাসায় ফেরা হলো না🥲
21/07/2025

এটা জুনায়েদে নিথর দেহ। বয়স ১০।
ঢামেক মর্গে নেয়া হলো।

প্রান-হীন এই নিষ্পাপ বাচ্চাটার আর বাসায় ফেরা হলো না🥲

উত্তরা মাইলস্টোন স্কুলের মাঠে ট্রেনিং বিমান বি"ধ্বস্ত!শিশুগুলো জানতো না, আজই তাদের জীবনের শেষ সকাল।বাবা-মায়েরাও বুঝতে পা...
21/07/2025

উত্তরা মাইলস্টোন স্কুলের মাঠে ট্রেনিং বিমান বি"ধ্বস্ত!শিশুগুলো জানতো না, আজই তাদের জীবনের শেষ সকাল।
বাবা-মায়েরাও বুঝতে পারেনি, শেষবারের মতো ব্যাগটা গুছিয়ে দিচ্ছে। আকাশে ছিল রোদের আড়ালে লুকানো অশ্রুবর্ষা—নেমে এলো এক চিরকালীন বিদায় নিয়ে।

তুমি নেই, তুমি নেই । তুমি ছিলে না কখনোই।
19/07/2025

তুমি নেই, তুমি নেই ।
তুমি ছিলে না কখনোই।

21/12/2024

আমার জীবনে সবচেয়ে বেশি যারা কষ্ট দিয়েছে, তারা কেউ আমার শত্রু ছিল না। 🙂

ছু'রি'র আঘাতের চেয়ে মানুষের কথার আঘাত মানুষকে বেশি ক্ষত"বিক্ষত করে।
19/12/2024

ছু'রি'র আঘাতের চেয়ে মানুষের কথার আঘাত মানুষকে বেশি ক্ষত"বিক্ষত করে।

18/12/2024

২০২৫ সালটা যেন আমার জন্য ব্যস্ততম সাল হয়, যাতে আমি কষ্ট পাওয়ার সময় না পাই ❤️

Address

Gazipur Chowrasta
Gazipur
GAZIPUR

Alerts

Be the first to know and let us send you an email when Lima Afroj Daily vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share