Afrin's Diary

Afrin's Diary Assalamualaikum
This page is about writing, learning,cooking,sharing, travelling & many more. welcome to my page❤️

Good Morning ✨
04/07/2025

Good Morning ✨


You can visit this place, amazing food, wonderful  decorations & environment was quite family friendly ❣️There was also ...
25/06/2025

You can visit this place, amazing food, wonderful decorations & environment was quite family friendly ❣️
There was also a fuska section. where you can made your fuska by yourself.you can add any toppings as you like.
They also had a live dosa & kabab section.
I personally like their dosa & coconut chatni.
There was also a fruits juice section, it was so refreshing.

If you are sea food lover,then you must avoid going there friday & Saturday.

I like their food so much ❣️


নিজের সেল্ফ ভ্যালু ডাউন করবেন না।কেউ আপনারে খারাপ বললে, নিজে নিজে ওভার থিংক করে ডিসিশন নিবেন না যে, "আমিই মনে হয় খারাপ, ...
04/06/2025

নিজের সেল্ফ ভ্যালু ডাউন করবেন না।
কেউ আপনারে খারাপ বললে, নিজে নিজে ওভার থিংক করে ডিসিশন নিবেন না যে,
"আমিই মনে হয় খারাপ, আমারই কোনো সমস্যা আছে হয়তো"
নমনীয় হোন, পাশ কাটায়ে চলে যান, কিন্তু, "সব ভুল আমার, আমারই আরেকটু সচেতন হওয়া দরকার ছিলো, আমারই একটু এফোর্ট দেয়ার দরকার ছিলো" ক্রমাগত এই চিন্তা করে অনুশোচনা করার মানে হয় না।
দিনশেষে আপনি ভুল হইলেও তার ফলও আপনিই ভুগতেছেন, এক্সট্রা ওভার থিংক করে নিজের ক্যাপাবিলিটির উপর প্রশ্ন তুলবেন না। এইটা আপনার ভবিষ্যৎ ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি নষ্ট করে দিবে।©

কার কোন চিপস টা বেশি পছন্দ? 😋🤗
03/06/2025

কার কোন চিপস টা বেশি পছন্দ?
😋🤗

Late night cravings🤗😋কে কে আমার মতো রাত জেগে এসব খাও🥲🫣
02/06/2025

Late night cravings🤗😋
কে কে আমার মতো রাত জেগে এসব খাও🥲🫣


কোনদিন কলকাতায় যাইনাই, তাও ওদের বিয়ের দাওয়াতের মেনু আমার মুখস্থ হয়ে গেসে ফুডভ্লগারদের ভিডিও দেখে। কিছু বিয়ে আছে পশ বুফে ...
30/05/2025

কোনদিন কলকাতায় যাইনাই, তাও ওদের বিয়ের দাওয়াতের মেনু আমার মুখস্থ হয়ে গেসে ফুডভ্লগারদের ভিডিও দেখে।

কিছু বিয়ে আছে পশ বুফে সিস্টেম, সবাই প্লেট হাতে করে ঘুরে ঘুরে খাবার খায়। স্টার্টারে দেয় ফিশফ্রাই, চিকেন কাবাব, পনির সাসলিক। মেইন কোর্সে দেয় মটরশুঁটির কচুরি, স্টাফড আলুর দম, বাসন্তী পোলাও, কলকাতা ভেটকির পাতুরি, চিকেন কষা, মাটন কারি। ডেজার্টে দেয় বেকড রসগোল্লা, কুলফি আইসক্রিম, গুলাবজামুন।
আর যেসব বিয়েতে সবাই টেবিল পেতে বসে যায়, সার্ভার এসে প্লেটে সার্ভ করে ওগুলাতে স্টার্টার মার্টার নাই। সরাসরি দেয় সাদা ভাত, বেগুনি, ভেজ ডাল, নবরত্ন সবজি, মাছের মাথার ঘন্ট, দই কাতলা, মাটন কষা। এগুলার পর দেয় পাপড় আর চাটনি। সামটাইমস আইস্ক্রিম।

অথচ যেই সাবজেক্টে আমি অনার্স করতেসি, তার থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেন। ভ্যাবলার মত তাকায় থাকবো :)

- ফাতিহা নাসির

আজকে চা-প্রেমীদের দিন।আমার মতো চা খেতে কে কে পছন্দ করেন।সকালে চা,বিকালে চা,অবসরে চা,পড়াশোনায় চা,মন খারাপে চা কিংবা মাথা ...
21/05/2025

আজকে চা-প্রেমীদের দিন।আমার মতো চা খেতে কে কে পছন্দ করেন।সকালে চা,বিকালে চা,অবসরে চা,পড়াশোনায় চা,মন খারাপে চা কিংবা মাথা ব্যাথায় চা।চা আমাদের নিত্যদিনের সংঙী।
এমন কেউ নেই যে চা খেতে পছন্দ করেনা।একটা চুমুকের সাথে সতেজতা ছড়িয়ে পড়ে মনে🥰
বন্ধুদের সাথে আড্ডায় হোক কিংবা বৃষ্টিবিলাসে-চায়ের কোনো জুড়ি নেই।

World Tea Day 2025❤️

21/05/2025

বৃষ্টিময় দিনে ৩ টি পাখির আশ্রয়❤️

একটা সম্পর্কে সম্মান থাকা অনেক বেশি জরুরি।যদি ভালোবাসাও না থেকে সে সম্পর্ক টিকে থাকে,কিন্ত যে সম্পর্কে একে অপরের প্রতি স...
20/05/2025

একটা সম্পর্কে সম্মান থাকা অনেক বেশি জরুরি।যদি ভালোবাসাও না থেকে সে সম্পর্ক টিকে থাকে,কিন্ত যে সম্পর্কে একে অপরের প্রতি সম্মান থাকেনা,সেই সম্পর্ক কখনো টিকে থাকেনা। আত্নসম্মান বোধ সবার থাকা উচিত,নিজেকে সেক্রিফাইজ করতে করতে নিজেকে এত টা স্বস্তা বানানো উচিত নয় যে অপরজন তাকে স্বস্তা ভেবেই ডাস্টবিনে ফেলে দেয়।

তোমার মুল্য তোমার কাছে।তুমি নিজের প্রতি যতটা যত্নবান হবে,যতটা দাম দেবে মানুষ তোমাকে সেই রুপেই দেখবে।তুমি নিজেকে অন্যের চোখে সম্মানের অধিকারী /অধিকারিনী রুপে দেখতে চাইলে নিজেকে সম্মান দেয়া শিখো।তখন দেখবে সহজেই কেউ তোমায় ছোট করতে পারবে না।

এখন পছন্দ তোমার হাতে।
নিজেকে স্বস্তা,মূল্যহীন করবে নাকি দামী ❤️

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afrin's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share