সোহেল রানা শান্ত

সোহেল রানা শান্ত প্রিয় ভাইয়েরা আসসালামু আলাইকুম আসুন আমরা হাতে হাত মেলে একসাথে আগে যাই একজন আরেকজনকে সাপোর্ট করবো ইনশাল্লাহ সব সময় সবার জন্য ভালোবাসা থাকবে ��

অধিকাংশ মেয়েরাই তার পছন্দের মানুষগুলোর সাথে কথা বলে কম, ঝ'গড়া করে বেশি.. !!আসলে মেয়েরা যাদের প্রিয় ভাবে, তাদের সাথে ...
28/10/2025

অধিকাংশ মেয়েরাই তার পছন্দের মানুষগুলোর সাথে
কথা বলে কম, ঝ'গড়া করে বেশি.. !!

আসলে মেয়েরা যাদের প্রিয় ভাবে, তাদের সাথে খুঁ'চিয়ে খুঁ'চিয়ে ঠেস মেরে কথা বলতেই ভালোবাসে.. !!
🥰😊

চাহনির মাদকতা------সোহেল রানা শান্ত ----- তার ক্ষণজন্মা চাহনিতে পুরো গ্রন্থি জুড়ে বনফুলের গন্ধ ছড়ায়। মগজে জীবনানন্দ- ...
27/10/2025

চাহনির মাদকতা
------সোহেল রানা শান্ত -----

তার ক্ষণজন্মা চাহনিতে
পুরো গ্রন্থি জুড়ে বনফুলের গন্ধ ছড়ায়।
মগজে জীবনানন্দ- ঘুন পোকাদের মতো
কুটে চলে নিঃশব্দে।
অনুচ্চারিত শব্দে লিখে যায় কোন গোপন কবিতা।
চাহনির দোলাচলে রেহাই পায় না-
সেই পুরনো ওক কাঠের টেবিলটাও।
সেখানে সারাক্ষণ ডায়েরি কলমের খুনসুটি চলে।
দক্ষিণের জানালাও মেতেছে আজ কার্তিকের রোদে।
ঘরের কোণে ছড়িয়ে পড়ে মৃদু সোনালী আলো,
যেন হেমন্তের মাদকতায় ভিজে যাওয়া কোন পুরনো স্বপ্ন।
আমার পুরো সাম্রাজ্য জুড়ে চলে চাহনির লীলাখেলা;
সুবাসে মৌ মৌ আমার সারা বেলা।

27/10/2025

সময় থাকলে যুক্ত হয়ে যাবেন প্লিজ।

“আমাদের মধ্যে সম্মান করা এবং অসম্মান করার দুটি প্রবণতাই প্রবলভাবে আছে। কাউকে পায়ের নিচে চেপে ধরতে আমাদের ভালো লাগে, আবা...
27/10/2025

“আমাদের মধ্যে সম্মান করা এবং অসম্মান করার দুটি প্রবণতাই প্রবলভাবে আছে। কাউকে পায়ের নিচে চেপে ধরতে আমাদের ভালো লাগে, আবার মাথায় নিয়ে নাচানাচি করতেও ভালো লাগে।”

27/10/2025

নতুনরা এই টাইমটা মাথায় রাখবেন সন্ধ্যার আগে ভিউ ভালো হয়।

সিম্পল লুকে ভরা আত্মবিশ্বাসই আসল ফ্যাশন।নিজের মতো করে বাঁচা—এই তো আসল স্টাইল।স্টাইল নয়, এটিই আমার স্বভাব।স্বপ্ন আছে, সাহ...
27/10/2025

সিম্পল লুকে ভরা আত্মবিশ্বাসই আসল ফ্যাশন।নিজের মতো করে বাঁচা—এই তো আসল স্টাইল।স্টাইল নয়, এটিই আমার স্বভাব।স্বপ্ন আছে, সাহস আছে—তাই হাসি মুখে চলি।সময় বদলায়, কিন্তু মানসিকতা নয়।

26/10/2025

সময় থাকলে লাইভে যুক্ত হয়ে যাবেন যদি শেখার ইচ্ছা থাকে আর যদি পিন পান তাহলে ৫০ প্লাস বন্ধু ইনশাল্লাহ।

(রাতের বিনোদন মজা আছে পড়ার অনুরোধ রইল) দুই সিয়ানের  লড়াই কে জিতল লাস্ট পর্যন্ত দেখুন 👈 এক নোয়াখালীর লোক ভুলবশত অন্য এ...
26/10/2025

(রাতের বিনোদন মজা আছে পড়ার অনুরোধ রইল)
দুই সিয়ানের লড়াই কে জিতল লাস্ট পর্যন্ত দেখুন 👈

এক নোয়াখালীর লোক ভুলবশত অন্য এক নাম্বারে ১০০০টাকা রিচার্জ করে ফেলল , যখন সে নিজের ভূল বুঝতে পারল তখন সে ওই নম্বরে অনেকবার ফোন করল...

কিন্তু ওই নম্বরের লোকটা ছিল বরিশালের, (বেশ চতুর) - মাগনা রিচার্জ পেয়ে সে তো মহা খুশী . . তাই সে অন্য কারু বোকামী বুঝতে পেরে অচেনা নম্বরের ফোন আর ধরলনা।
নোয়াখাইল্লা ফোনের পর ফোন দিতেসে কিন্তু হ্যাতে ধরেনা।

তখন নোয়াখাইল্লা বরিশাইল্লারে মেসেজ দিল :
"লস্কর-ই-তৈয়বায় বাংলাদেশ শাখায় আপনাকে স্বাগতম !
এখন থেকে আপনি আমাদের ৪২০ নং সদস্য।

আপনি আমাদের রিচার্জ স্বীকার করে আজ থেকে নব্য তালেবানের সদস্য হয়ে গেছেন ! আল্লাহ আপনার শহীদী মৃত্যু কবুল করুন।

জনাব, সতর্ক থাকবেন -
দেশের ডিবি এজেন্টরা এবং বিদেশ থেকেও আমাদের উপর কড়া নজর রাখছে, আপনার ফোন খুব সাবধানে ব্যবহার করবেন, কোন অচেনা নম্বরের কারো সাথে কথা বলবেন না।
তবে আমার নম্বরটি সেভ করুন -
অতি শীঘ্রই পরবর্তী নির্দেশনা আসতেসে।.....
"নারায়ে তাকবীর . . .আল্লাহু আকবার"

ঘাবড়ে গিয়ে বরিশাইল্লাডা সাথে সাথে নোয়াখাইল্লারে ফোন করে বলল :

"মোরে সদস্য বানাইতে আমনেরে কইছে কেডা? মোরে বেকুব পাইছ? মুইকি তোমার ধারে টেহা চাইছি, না মোর চোইদ্দ গুষ্টিতে কেউ তোমাগোর সদস্য আছে ! "

নোয়াখাইল্লা তখন বলল -
"জনাব, ইসলামে জবরদস্তি বলে কিচ্ছু নাই। আপনি যেহেতু না'রাজ তাহলে আমাদের রিচার্জ এর টাকা টা ফিরিয়ে দিন, সদস্যপদ অটোমেটিক বাতিল হয়ে যাবে !

(বরিশাইল্লা একটু চুপ করে থেকে তারপর বলল আপনার ফোন নাম্বারে ৪ ডিজিটাল একটা মেসেজ গেছে ওইটা কত আমাকে বলেন আমি টাকা ফেরত দিচ্ছি)
নোয়াখাইল্লা আচ্ছা এই যে এইটা ১২৩৪ 🤭

[কল শেষ হবার ৫ মিনিটের মধ্যে নোয়াখাইল্লার মোবাইলে রিচার্জ ফেরত আসল . . .]

নোয়াখাইল্লা এবার আবার ম্যাসেজ পাঠালো
"ও মনু, বেকুব কি মুই না তুমি ?
আমি কিন্তু নোয়াখাইল্লা😀😀😀😆😆😆

বরিশাইল্লা একটা হাসি দিল 😁
হাসি দিয়ে বলে এ ব্যাডা মুইও বরিশাইল্লা তুই যে ৪ ডিজিটের নাম্বার পাঠাইছো ওটা তো বিকাশ নাম্বার মুই হ্যাক করছি যে হা হা 👈🤣🤣🤸‍♀️🕺🕺

ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত কোন বউ বলে নাই স্বামীকে তোমার একটা 🤏🤏সেলফি পাঠাও তোমাকে দেখতে ইচ্ছে করে। 😥 কথা ঠিক কিনা মিথ্যা ...
26/10/2025

ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত কোন বউ বলে নাই স্বামীকে তোমার একটা 🤏🤏সেলফি পাঠাও তোমাকে দেখতে ইচ্ছে করে। 😥
কথা ঠিক কিনা মিথ্যা বলবেন না কেউ বলে যাবেন 🤏 সবাই। 🥰🤭🫦👈👈
Fatema Islam 👈 🕺🤸‍♀️🙅‍♂️🫁🕵️‍♀️🏃‍♂️

26/10/2025

আমাদের উচিত এরকম এতিম বাচ্চাদের পাশে দাঁড়ানোর তা না হলে তারা নষ্ট হয়ে যাবে। 😥

আমি কার জন্য পথ চেয়ে রবোআমার কি দায় পরেছে.....😔
26/10/2025

আমি কার জন্য পথ চেয়ে রবো
আমার কি দায় পরেছে.....😔

প্রতিটি মানুষের 'ডুয়েল পারশোনালিটি' থাকা উচিত -সেটি 'সামনে সাধু পেছনে ভন্ডামি' টাইপ নয়।বরং "ভালো মানুষ'দের জন্য অসম্ভব ব...
25/10/2025

প্রতিটি মানুষের 'ডুয়েল পারশোনালিটি' থাকা উচিত -
সেটি 'সামনে সাধু পেছনে ভন্ডামি' টাইপ নয়।
বরং "ভালো মানুষ'দের জন্য অসম্ভব বিনয়ী' হওয়া,
আর বদমাইশ'দের জন্য 'বজ্র কঠিন কঠোর মনোভাব.... ✍️

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when সোহেল রানা শান্ত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share