
06/08/2025
যাকে তুমি শুধুই তোমার আপন মনে করো,সে তোমাকে তা মনে করে কি না, তুমি নিশ্চিত হয়ে নিও, তুমি যার কাছে মন খারাপের কথা বলতে চাও,নিশ্চিত হয়ে নিয়ো,সে মনোযোগ দিয়ে শুনবে কি না, সবটা শুনে সে পাশে থাকবে কি না, সে তোমাকে বুঝবে কি না, তুমি নিশ্চিত হয়ে নিয়ো!
যার কাছে ভেঙে যেতে চাও,ঝরাতে চাও বৃষ্টি, নিশ্চিত হয়ে নিয়ো, সে উঠে দাড়াতে হাত বাড়িয়ে দিবে কি না,
সে কি আদৌও সঙ্গ দিবে কি না? তুমি নিশ্চিত হয়ে নিয়ো!
শোনো,সবার কাছে মন খারাপের কথা বলতে নেই সবাইকে বোঝাতে নেই, তুমি ভালো নেই!
মানুষ সুখ আর জৌলুস এর সঙ্গী হতে চায়। 😁😁
゚