সোহেল রানা শান্ত

সোহেল রানা শান্ত প্রিয় ভাইয়েরা আসসালামু আলাইকুম আসুন আমরা হাতে হাত মেলে একসাথে আগে যাই একজন আরেকজনকে সাপোর্ট করবো ইনশাল্লাহ সব সময় সবার জন্য ভালোবাসা থাকবে ��

29/09/2025
একটি মুক্ত দিয়ে কখনো মালা বানানো যায় না। অনেক গুলো মুক্ত দিয়ে একটি সুসজ্জিত মালা হয়।এক জোড়া চোখের স্বপ্ন নয় শত জোড...
29/09/2025

একটি মুক্ত দিয়ে কখনো মালা বানানো যায় না। অনেক গুলো মুক্ত দিয়ে একটি সুসজ্জিত মালা হয়।

এক জোড়া চোখের স্বপ্ন নয় শত জোড়া চোখের স্বপ্ন দিয়েই এক সাম্রাজ্য তৈরি হয়। 🥰🥰

29/09/2025

আপনি নিজে না আসলে কখনো বুঝতে পারবেন না এখানে মজাটা কি।

"When you first meet a person, you can’t really understand them. But after spending some time together, their true perso...
29/09/2025

"When you first meet a person, you can’t really understand them. But after spending some time together, their true personality becomes as clear as a mirror."

“মানুষকে প্রথম দেখলে তার ভেতরটা বোঝা যায় না। তবে যখন কিছুদিন চলাফেরা বা মেলামেশা হয়, তখন ধীরে ধীরে আয়নার মতো পরিষ্কার হয়ে যায় তার আসল ব্যক্তিত্ব।”

29/09/2025

সবথেকে কাছের মানুষগুলো বেশি মানসিক চাপ দেয় ওদের কাছ থেকে দূরে থাকা যাবে না তবে এড়িয়ে চলা যায়।

হাসি, রোদ আর ফুলের রঙ—সবই মিলে জীবনের সৌন্দর্য।  মন ভালো থাকলে চারপাশও রঙিন হয়ে ওঠে। প্রকৃতির রঙে মিশে আছে আমার আনন্দের...
28/09/2025

হাসি, রোদ আর ফুলের রঙ—সবই মিলে জীবনের সৌন্দর্য।
মন ভালো থাকলে চারপাশও রঙিন হয়ে ওঠে।
প্রকৃতির রঙে মিশে আছে আমার আনন্দের গল্প।
হাসি মুখে দাঁড়িয়ে আছি রঙিন মুহূর্তের পাশে।
ফুল ফোটার মতোই স্বপ্নগুলোও একদিন ফুটবে।

28/09/2025

কাউকে ছোট করে দেখবেন না দরকার হয় একটু জুম করে দেখবেন।

পথিকের গল্পআমি এক পথিক, শুধু পথ হেঁটে যাই,কোথায় সে শেষ ঠিকানা, আজও নাহি পাই।সূর্য ওঠে, সূর্য ডোবে, একই চক্র চলে,রোজ সকাল...
28/09/2025

পথিকের গল্প
আমি এক পথিক, শুধু পথ হেঁটে যাই,
কোথায় সে শেষ ঠিকানা, আজও নাহি পাই।
সূর্য ওঠে, সূর্য ডোবে, একই চক্র চলে,
রোজ সকালে স্বপ্ন আঁকি, সাঁঝের মায়াজালে।
​পিছনে ফেলে আসা সব ধূসর স্মৃতিগুলো,
মাঝে মাঝে কাঁদে মন, চোখ হয় জল-ছল।
তবুও থামিনি কভু, এ পথ আমার সাথী,
জানি, অজানা বাঁকেই লুকানো আগামীর বাতি।
​ক্লান্ত হলেও হাঁটি, বুকে নিয়ে সাহস,
আলো-আঁধারের খেলায় কাটে বারো মাস।
এটাই জীবন, এ-ই তো চলার মন্ত্রণা,
প্রতিটি পদক্ষেপে মুক্তির ঘোষণা।

28/09/2025

কোন কিছু যদি পাওয়ার আশা করার আগে চিন্তা এটা ধরে রাখতে পারবেন কিনা তারপর পাওয়ার চিন্তা করবেন।

প্রতিবিম্বের অথবা আলোর প্রতিসরণের কারণে আমাকে পিছনে মনে হলেও আমি কিন্তু মূলত সামনে দাঁড়িয়ে অনেকটা মুগ্ধ দৃষ্টিতে সুন্দ...
28/09/2025

প্রতিবিম্বের অথবা আলোর প্রতিসরণের কারণে আমাকে পিছনে মনে হলেও আমি কিন্তু মূলত সামনে দাঁড়িয়ে অনেকটা মুগ্ধ দৃষ্টিতে সুন্দরীদের ছবি তোলা দেখছিলাম।।। দুঃখিত,,,চরম সত্য কথা বলে ফেললাম।। 🙈🤭

☀️জীবনের প্রতিটি নতুন সকাল যেন হয় আশার আলোয় ভরা।কঠিন সময় আসবেই, তবে মন খারাপ করে নয়— ইনশাআল্লাহ বলে সাহস নিয়ে শুরু ...
28/09/2025

☀️জীবনের প্রতিটি নতুন সকাল যেন হয় আশার আলোয় ভরা।কঠিন সময় আসবেই, তবে মন খারাপ করে নয়— ইনশাআল্লাহ বলে সাহস নিয়ে শুরু করো প্রতিদিন।

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when সোহেল রানা শান্ত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share