অনুভূতি

অনুভূতি Please follow my ❝page❞ to get all trending news and videos. We will share here some funny and lovely moments to make you happy. Please stay with us.

🍵 জীবন হলো এক পেয়ালা চা,আর সম্পর্ক হলো চিনি… 💕যতটুকু দরকার ঠিক ততটুকুই হলেস্বাদ হয় অসাধারণ ✨
09/09/2025

🍵 জীবন হলো এক পেয়ালা চা,
আর সম্পর্ক হলো চিনি… 💕
যতটুকু দরকার ঠিক ততটুকুই হলে
স্বাদ হয় অসাধারণ ✨

শুরু থেকে জীবনের শেষ... টাকার  চাহিদা কখনোই কমে না
07/09/2025

শুরু থেকে জীবনের শেষ...
টাকার চাহিদা কখনোই কমে না

তুমি নিবিড় বন্ধনে আমার হাতটি ধরো❤️
05/09/2025

তুমি নিবিড় বন্ধনে আমার হাতটি ধরো❤️

গুনে ও রূপে ❤️
04/09/2025

গুনে ও রূপে ❤️

03/09/2025
সন্ধ্যার অনুভূতি কি অপরূপ ❤️এক দম শীতল...  তাই না??
03/09/2025

সন্ধ্যার অনুভূতি কি অপরূপ ❤️
এক দম শীতল... তাই না??

প্রত্যাশার চেয়েও বেশি কিছু সপ্ন দেখতে হবে তবেই প্রত্যাশা পূরণ হবে 😊
29/08/2025

প্রত্যাশার চেয়েও বেশি কিছু সপ্ন দেখতে হবে
তবেই প্রত্যাশা পূরণ হবে 😊

💔 শেষ চিঠি[দৃশ্য ১: প্রথম দেখা]কলেজের প্রথম দিন। ভিড়ের মধ্যে রাহাত নতুন ছাত্রদের রেজিস্ট্রেশন ফর্ম নিতে লাইনে দাঁড়িয়ে। হ...
12/08/2025

💔 শেষ চিঠি

[দৃশ্য ১: প্রথম দেখা]
কলেজের প্রথম দিন। ভিড়ের মধ্যে রাহাত নতুন ছাত্রদের রেজিস্ট্রেশন ফর্ম নিতে লাইনে দাঁড়িয়ে। হঠাৎ পাশের টেবিলে বসা মেয়ে মাথা তুলে তাকাল—নীলা।
তার চোখে ছিল শান্ত একটা হাসি। রাহাতের মনে হলো, এই হাসি হয়তো চিরকাল মনে থাকবে।

রাহাত: (হালকা হেসে) "তুমি কি এখানেই পড়বে?"
নীলা: "হ্যাঁ, তবে তুমি এত সিরিয়াস মুখ করে কেন দাঁড়িয়ে আছো?"
রাহাত: "তোমাকে দেখেই তো মাথা ঘুরে গেল।"

দু’জনের হাসিতে শুরু হলো বন্ধুত্ব।

অনেক দিন পর... 😊তারপর বলো,  কেমন আছো বন্ধুরা 🥰🥰
31/07/2025

অনেক দিন পর... 😊
তারপর বলো, কেমন আছো বন্ধুরা 🥰🥰

আমার এই পয়সাগুলোর কি হবে 🥲🥲যদি বঙ্গবন্ধুকে বাংলাদেশ থেকে ডিলিট করে দেয়া হয় 🙄🙄
09/08/2024

আমার এই পয়সাগুলোর কি হবে 🥲🥲
যদি বঙ্গবন্ধুকে বাংলাদেশ থেকে ডিলিট করে দেয়া হয় 🙄🙄

07/08/2024

আমি এমন একটা তুমি চাই
যে তুমিতে ❝ন্যায়❞ ছাড়া অন্য কিছু নাই।।।
#পরবর্তী_সরকার

এই নিউজ পড়ার পর আমার মাথা ব্যাথা করতেছে।➤ভারত নাকি আসেপাশের সব মুসলিম দেশের মাতৃভূমি 🙄নিচে পুরো সংবাদ বিস্তারিত তুলে ধরা...
06/08/2024

এই নিউজ পড়ার পর আমার মাথা ব্যাথা করতেছে।
➤ভারত নাকি আসেপাশের সব মুসলিম দেশের মাতৃভূমি 🙄

নিচে পুরো সংবাদ বিস্তারিত তুলে ধরা হলো।
❝বাংলাদেশে ছেড়ে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। ভারতের গাজিয়াবাদের হিন্ডন ঘাঁটিতে নামে তার বিমান। তার পরেই এক্স (সাবেক টুইটার)-এ বলিউড অভিনেত্রী তথা ক্ষমতাসীন বিজেপির পার্লামেন্ট সদস্য কঙ্গনা রানাউত জানালেন, হাসিনা এ দেশকে নিরাপদ মনে করেন জেনে তিনি সম্মানিত। তিনি দাবি করেছেন, আশপাশের সমস্ত ‘ইসলাম ধর্মাবলম্বী দেশের মাতৃভূমি’ হলো ভারত।

সোমবার এক্সে একটি পোস্টে কঙ্গনা লিখেছেন, ‘আমাদের চারপাশে যে ইসলাম ধর্মাবলম্বী দেশ রয়েছে, তাদের সকলের মাতৃভূমি ভারত। ভারতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে নিরাপদ মনে করছেন জেনে আমরা সম্মানিত। যারা ভারতে থাকেন এবং প্রশ্ন করেন, কেন হিন্দুরাষ্ট্র, কেন রামরাজ্য? এটাই হলো তার জবাব। মুসলিম দেশগুলোতে কেউ সুরক্ষিত নন, এমনকি, মুসলিমরাও নন। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ব্রিটেনে যা হচ্ছে, তা দুর্ভাগ্যজনক। আমরা ভাগ্যবান যে রামরাজ্যে রয়েছি। জয় শ্রী*ম।’

সোমবার সন্ধ্যায় ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে সাক্ষাৎ করেন হাসিনা। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। পরিস্থিতি বুঝে ডোভাল রিপোর্ট দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে।

অন্য দিকে, একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম এনডিটিভি দাবি করেছে, লন্ডনের উদ্দেশে রওনা দিতে পারেন হাসিনা। ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন তিনি। প্রথমে শোনা গিয়েছিল, সোমবার রাতেই তিনি লন্ডনের ফ্লাইট ধরতে পারেন। পরে জানা যায়, হাসিনার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে ব্রিটেন। যদিও সরকারি সূত্রে এর কোনো সমর্থন মেলেনি। তবে তেমন হলে হাসিনা আগামী কয়েক দিন দিল্লিতেই ‘সেফ হাউসে’ থাকতে পারেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা❞

Address

Gazipur
1704

Alerts

Be the first to know and let us send you an email when অনুভূতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অনুভূতি:

Share