nafs story

nafs story � হৃদয়ে ইসলাম, গল্পে ইতিহাস �
� নফস জাগ্রত হোক, ইতিহাসে ফিরুক ঈমানের আলো।

যু*দ্ধবিরতির পর গা/জার এক ব্যক্তি তাঁর বাসায় ফিরে আসেন এবং দেখতে পান, হা[মা]সের কোনো এক যো*দ্ধা তাঁর জন্য ৫০ শেকেলের নোট...
11/10/2025

যু*দ্ধবিরতির পর গা/জার এক ব্যক্তি তাঁর বাসায় ফিরে আসেন এবং দেখতে পান, হা[মা]সের কোনো এক যো*দ্ধা তাঁর জন্য ৫০ শেকেলের নোট এবং একটি চিরকুট লিখে রেখে গেছেন। তিনি মূলত সেই বাড়িটি থেকে একজোড়া স্যান্ডেল ব্যবহার করেছিলেন।

চিরকুটে লিখা ছিল:

“এটা হচ্ছে স্যান্ডেলের দাম, আমরা ক্ষমা চাচ্ছি” (স্যান্ডেল ব্যবহারের জন্য)
Follow: nafs story




Gaza City

যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, সৎকাজ করে এবং বলে, আমি তো আত্মসমর্পণকারী। তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে...
11/10/2025

যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, সৎকাজ করে এবং বলে, আমি তো আত্মসমর্পণকারী। তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে?

— সূরা হা-মীম সাজদাহ, আয়াত: ৩৩





10/10/2025

আমরা বাঙালি আমরা জিনিস পরিষ্কার করার জন্য নোংরা কাপড় খুঁজি।
এটাই বাস্তব 😆

09/10/2025

আজকে বৃহস্পতিবার?

আজকের রাতটা কিসের রাত জানেন। আজকের রাতটা পবিত্র জুম্মার রাত। সেই পবিত্র জুম্মার রাতের উছিলায় আজ বৃহস্পতিবার একধারে পড়ুন। (আর রাফিয়্যু) (ইয়া রাফিয়্যু)। অচিরেই মহান আল্লাহ তায়ালা আপনাকে উচ্চ মর্যাদা এবং রিজিক দান করবেন.!

আমিন 🤍🌸

07/10/2025

এক ভরি স্বর্ণের দাম দুই লাখ টাকা! ১টা ওমরাহর খরচ দেড় লাখ!

স্ত্রীকে স্বর্ণ না দিয়ে ওমরাহ উপহার দিন।

07/10/2025

ইমাম নববী (রহ.) বলেন-
কোনো কাজের ক্ষেত্রে ইনশাআল্লাহ বলা আল্লাহর আদেশ পালন এবং অহংকার দূর করার মাধ্যম।

🔺কি সন্তানের অত্যাধিক দুষ্টামির কারণে অনেক রাগ আসছে? কিছু কথা না বলে পারছেন না, সমস্ত শরীর রাগে জ্বলজ্বল করছে। কিছু কথা ...
06/10/2025

🔺কি সন্তানের অত্যাধিক দুষ্টামির কারণে অনেক রাগ আসছে? কিছু কথা না বলে পারছেন না, সমস্ত শরীর রাগে জ্বলজ্বল করছে। কিছু কথা অন্তত না শোনালে শরীর ঠান্ডা হবে না!!!

বলুন, কথা বলতে তো আর কেউ বারণ করছে না।

• কিন্তু কথাগুলো গালি হতে হবে কেন? কেন, কথাগুলো হতে হবে অভিশাপ?

রাগের মাথায় দো'আ কেন আসে না?

🔻 কারণ এই মুহূর্তে আপনি আপনার সন্তানের ভালো চান না! শুধু চান আপনার রাগ প্রশমিত করতে।

প্লিজ, সন্তানের জ্বালায় যখন অতিষ্ঠ হয়ে যাবেন, যখন প্রচন্ড রাগ আসবে তখন সন্তানকে কথা শোনাতে গিয়ে গালি বা অভিশাপ না দিয়ে, তাকে বলুন...

🌼 আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তোমাকে হেদায়েত দিন। তোমাকে বড় করে দিন। ইসলামিক স্কলার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী বড় হয়ে যা বানানোর স্বপ্ন দেখেন তা বলেই বকা'টা দিন। দেখবেন, এই অসময়ের কথাগুলো একদিন কাজে লেগে যাবে। অন্তত সন্তান গালি আর অভিশাপ থেকে তো বাঁচবে ইনশা' আল্লাহ।

~ জাহিদ হাসান

প্যারেন্টিং টিপস



নর্থ সাউথের কুরআন অবমাননাকারী অপূর্ব পালের পাসপোর্ট থাকলে রাষ্ট্রীয় ভাবে জব্দ করতে হবে।তারপর কিসের জন্য ভিডিও রেকর্ড করে...
05/10/2025

নর্থ সাউথের কুরআন অবমাননাকারী অপূর্ব পালের পাসপোর্ট থাকলে রাষ্ট্রীয় ভাবে জব্দ করতে হবে।

তারপর কিসের জন্য ভিডিও রেকর্ড করে কুরআনে অহেতুক পা দিয়ে অবমাননা করেছে তা বের করা লাগবে। সকল ষড়যন্ত্রের পরেও বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক উদ্দেশ্য সফল না হওয়াতেই এসব করতে কারো ফান্ড নিয়েছে কীনা খতিয়ে দেখা লাগবে।

এরপর, তাঁকে আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি প্রদান করতেই হবে।

nafs story




03/10/2025

পুরুষ ততক্ষণ সুখি মানুষ, যতক্ষণ সে ঘুমিয়ে থাকে!

দু'আ তখনই দু'আ হয় এবং মুনাজাত তখনই হয় মুনাজাত, যখন দিলে থাকে চাহাত ও তড়প এবং চাহিদা ও তলব। ক্ষুধার্ত কীভাবে খাবার চায়! প...
01/10/2025

দু'আ তখনই দু'আ হয় এবং মুনাজাত তখনই হয় মুনাজাত, যখন দিলে থাকে চাহাত ও তড়প এবং চাহিদা ও তলব। ক্ষুধার্ত কীভাবে খাবার চায়! পিপাসার্ত কীভাবে পানি চায়! সেভাবে যদি চাইতে পারেন তাহলেই সেটা হবে দু'আ-মুনাজাত!

[সূত্র : তালিবানে ইলমের রাহে মানযিল, ৫০]





30/09/2025

ফ্যামিলি সমস্যা,
জীবনের অর্ধেক হাসি খুশি কেড়ে নেয়!

তুমি নিজেকে মৃ*ত্যুর পর কেমন অবস্থায় দেখতে চাও– একাকী কবরের আঁধারে! নেক আমলের আলোয় উজ্জ্বল, নাকি গুনাহের অন্ধকারে শ্বাসর...
29/09/2025

তুমি নিজেকে মৃ*ত্যুর পর কেমন অবস্থায় দেখতে চাও– একাকী কবরের আঁধারে! নেক আমলের আলোয় উজ্জ্বল, নাকি গুনাহের অন্ধকারে শ্বাসরুদ্ধ? চাও কি– ফেরেশতারা আসুক জান্নাতের সুসংবাদ নিয়ে, নাকি কঠিন শাস্তির ভ*য়ংকর বার্তা নিয়ে?
তোমার আজকের প্রতিটি কাজ নির্ধারণ করবে তোমার সেই অবস্থা। তুমি যদি চাও মৃ*ত্যুর পর প্রশান্তি– তবে আজই গুনাহ থেকে ফিরে এসো, তওবা করো এবং আমলনামাকে সুন্দর করো। কারণ মৃ*ত্যু হঠাৎ এসে পড়বে– এরপর তুমি থাকবে তোমার করা কাজের সঙ্গে।

লেখা : মাহমুদুল হাছান



Address

Gazipur, Dhaka
Gazipur
1700

Website

Alerts

Be the first to know and let us send you an email when nafs story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share