27/06/2025
আলহামদুলিল্লাহ! আজ শুরু হলো হিজরি নতুন বছর, পবিত্র মোহররম মাসের প্রথম দিন। মোহররম মাস হলো ইসলামের অন্যতম সম্মানিত ও বরকতময় মাস। এই মাস আমাদেরকে ত্যাগ, ধৈর্য ও সত্যের পথে অবিচল থাকার শিক্ষা দেয়।
👉 নবী করিম (সঃ) বলেছেন:
"মোহররম হচ্ছে আল্লাহর মাস। এ মাসে রোজা রাখা খুবই ফজিলতপূর্ণ।"
(মুসলিম শরীফ)
আমরা সবাই যেন এই পবিত্র মাসে বেশি বেশি ইবাদত করি, রোজা রাখি, তওবা করি এবং নিজেদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করি।
🤲 আল্লাহ যেন এই নতুন বছর আমাদের জীবনে বরকত, রহমত এবং ক্ষমা দান করেন।
🖤আমিন।🖤