27/07/2025
তার ফ্রেন্ড বিগত ৮-৯ মাস ধরে আমাকে ইনবক্সে মেসেজ দিতেছে আমি কোনো রিপ্লাই না করাতে তার বন্ধুটি আজ হঠাত আমাকে একটা অপরিচিত নাম্বার থেকে কল করে যখন বলে... আমি তার সাথে কথা বলতে চাই , ওর কাছে একটু ফোনটা দাও!!
ঠিক এই সিচুয়েশনে কি উত্তর দিব বুঝে পাচ্ছিলাম না ,😔 সর্ট করে উত্তর ছিল--------- সে নাই!! এতে সে হয়তো নেতিবাচক/ইতিবাচকতার দিক থেকে কিছু একটা অনুমান করে নিবে।
#এই দুনিয়া বড্ড স্বার্থপর! #এখানে কাউকেই সর্বোপরি সুখ দেয় না!