Irin Parvin Lata Page Life & Love

Irin Parvin Lata Page Life & Love All kinds of videos I have to laugh here are all kinds of laughter of my essential life if you are up
(36)

Shout out to my newest followers! Excited to have you onboard! Tarun Biswas Awpl, Ratna Ratna Khatun, Md Abdul Kader Kha...
26/09/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Tarun Biswas Awpl, Ratna Ratna Khatun, Md Abdul Kader Khan, ডা.জাহাঙ্গীর আলম, সাদিকুল পেইন্টার, Hasan Kazi, Sohel Rana, Monwar Hossain, চলোনা দুজনে হারিয়ে যাই, কাইম বাবু, Md. Moynul Islam, HM Bashir, HM Johirul

আমি চাই প্রতিটা মানুষ যেন তার কর্মের ফল এই জনমেই ভোগ করে। আমি চাই চোখ থেকে ঝরে পড়া প্রতিটা জলের হিসাব যেন এই জনমেই হয়। প...
26/09/2025

আমি চাই প্রতিটা মানুষ যেন তার কর্মের ফল এই জনমেই ভোগ করে। আমি চাই চোখ থেকে ঝরে পড়া প্রতিটা জলের হিসাব যেন এই জনমেই হয়। প্রতিটা দুর্ব্যবহার, প্রতিটা ইচ্ছাকৃত ক্ষতি, প্রতিটা বিশ্বাসঘাতকতার হিসাব যেন এই জনমেই হয়। আমি চাই যে যাকে যতটা অসহায় করে দেয় সে যেন তার থেকে সহস্র গুণ অসহায় হয়ে পড়ে এই জনমেই। যে যার সাথে যতটা অন্যায় করে তার সাথে যেন অন্যায় হয় আরও সহস্রগুণ বেশি। যারা ঠোঁটের হাসি কেড়ে নেয়, রাতের ঘুম কেড়ে নেয়, বিষন্নতার রোগ দিয়ে যায় তাদের যেন বিসর্জন যায় সমস্ত শান্তি, সমস্ত নিশ্চিন্তি এবং যা কিছু ভালো। যাদের কে নিয়ে ছিনিমিনি খেলে সারা জীবনের মতো ভালোবাসার প্রতি বিশ্বাস মুছে দিয়ে যারা অন্য ঠিকানায় ভালো থাকতে শুরু করে, তারা যেন কোনও একদিন সমস্ত ভালোবাসার ঠিকানা থেকে বিতাড়িত হয়। আমি চাই যারা অন্যের বেঁচে থাকার কারণ ছিনিয়ে নিয়ে দিব্যি হেসে বাঁচছে জীবন, তাদের যেন একটা সময়ের পর বেঁচে থাকার থেকে যন্ত্রণাদায়ক আর কিছু না মনে হয়।

অনুতাপের আগুনকে যেন কেউ ফাঁকি না দিতে পারে। প্রায়শ্চিত্যের দাবানলে যেন প্রত্যেককে পুড়তে হয়।

16/08/2025

একটা মানুষ কতটা খারাপ হলে ঠিক আছে দুইটা বিয়ে করতে পারে এক নাম্বার কথা,
দুই নাম্বার কথা হলো যে সে বিয়ে করছে ভালো কথা কিন্তু দুইটা বউকে সমান সমান অধিকার দিবে,
সে অধিকার দিবে তো দূরের কথা বরং দ্বিতীয় বউকে সে বিভিন্ন রকমের Blem করে,
বাজে বাজে কথা বলে মিথ্যা অপবাদ দিয়ে তার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলছে,
এবং সে বিদেশে থাকে সে কিছু দিন আগে বিদেশ থেকে দেশে আসছে,
আমার কি করা উচিত আমাকে তার সাথে দেখা করা উচিত,
তাকে কি কিছু বলা উচিত,
সবাই কমেন্ট করে জানাবেন,

Shout out to my newest followers! Excited to have you onboard! Monir Hossain, Delawar Dishary, Sikdar Babu, Rony Mahamud...
16/08/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Monir Hossain, Delawar Dishary, Sikdar Babu, Rony Mahamud, Laizu Labone, MD Hazrat Ali, Mdnaim Hossain, Raju Babu, Rupa Khatun

I've just reached 100 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one...
16/08/2025

I've just reached 100 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

আমার ⁠জীবনের সবচেয়ে বড় দুর্বলতা কী জানেন?আদর, যত্ন, গুরুত্ব, সম্মান, ভালোবাসা। মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার লোভই আ...
01/08/2025

আমার ⁠জীবনের সবচেয়ে বড় দুর্বলতা কী জানেন?
আদর, যত্ন, গুরুত্ব, সম্মান, ভালোবাসা।
মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার লোভই আমার সব চেয়ে বেশি হয়েছে।
কত ভুল দরজায় কড়া নেড়েছি,
কত ভুল মানুষের কাছে মাথা নত করেছি,
একটু খানি ভালোবাসা পাওয়ার লোভে।
আমাকে সব চেয়ে বেশি আঘাত দেওয়া মানুষ গুলোর সব কিছু ভুলে গেছি তাদের একটু যত্ন পেয়ে,
গুরুত্ব পেয়ে।
জীবনে এই ভালোবাসা ব্যাপারটাই আমার সব চেয়ে বড় দুর্বলতা।
আর এই দুর্বল জায়গায় আমি সব চেয়ে বেশি আঘাত পেয়েছি।

01/08/2025

মানুষকে হারানোর ভয়ে আমরা উপেক্ষা সহ্য করি, অপেক্ষা সহ্য করি,
অপমান সহ্য করি,
অপবাদ সহ্য করি,
শেষমেশ একদিন নিজেকেই হারিয়ে ফেলি,
হারিয়ে ফেলি নিজের ভেতরে থাকা হাসিখুশি সত্তাকে.!
ভুলে যাই আমার মাঝেও একটা উচ্ছ্বল প্রাণ আছে, আমিও আগাগোড়া একটা আস্ত মানুষ.!

এই ভুল বোঝার ফল অনেক সময় ভয়াবহ হতে পারে। সম্পর্ক ভেঙে যায়, বন্ধুত্ব ন*ষ্ট হয়, একজন মানুষের আত্মবিশ্বাস ভেঙে পড়ে। অথচ একট...
30/07/2025

এই ভুল বোঝার ফল অনেক সময় ভয়াবহ হতে পারে। সম্পর্ক ভেঙে যায়,
বন্ধুত্ব ন*ষ্ট হয়,
একজন মানুষের আত্মবিশ্বাস ভেঙে পড়ে।
অথচ একটু সহানুভূতি, একটু সময়, আর একটু বোঝার চেষ্টা করলে হয়তো,
সেই মানুষটিকে আমরা ভালোভাবে বুঝতে পারতাম।
তাই জীবনযাত্রার এই জটিল পথে চলতে গিয়ে আমাদের উচিত,
কাউকে বিচার করার আগে তার জীবনসংগ্রাম, মানসিক অবস্থা ও চলমান পরিস্থিতি বোঝার চেষ্টা করা।
একজন মানুষ কেন এমন আচরণ করছে,
সেটার পেছনে লুকিয়ে থাকা ক'ষ্ট, চাপ বা অভিজ্ঞতা জানলে হয়তো তার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিও বদলে যাবে।
সবশেষে বলতেই হয় এই পৃথিবীতে প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে সংগ্রাম করছে।
তাই ভুল বোঝার আগে একবার ভাবো,
আমি যদি তার জায়গায় থাকতাম?
তাহলেই তৈরি হবে সহানুভূতি,
বোঝাপড়া এবং একটি মানবিক সমাজ।
কারো আচরণ দেখে নয়,
বরং তার অবস্থান বুঝে সিদ্ধান্ত নাও।
কারণ আমরা সবাই মানুষ,
কিন্তু আমরা সবাই একরকম পরিস্থিতিতে নেই।

মানুষের জীবনে ভুল বোঝাবুঝি একটি সাধারণ কিন্তু গভীর সমস্যা। অনেক সময় আমরা মানুষকে শুধু তাদের আচরণ দেখেই বিচার করি, কিন্তু...
30/07/2025

মানুষের জীবনে ভুল বোঝাবুঝি একটি সাধারণ কিন্তু গভীর সমস্যা।
অনেক সময় আমরা মানুষকে শুধু তাদের আচরণ দেখেই বিচার করি,
কিন্তু বুঝে উঠি না সে আচরণের পেছনে কী লুকিয়ে আছে।
মানুষ যখন কঠিন সময় পার করে,
তখন তার ব্যবহারে রুক্ষতা, উদাসীনতা বা অস্বাভাবিকতা দেখা দিতে পারে।
তাই কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা
জানা একান্ত প্রয়োজন।
প্রতিটি মানুষের জীবনে একেক রকম সংগ্রাম চলে। কেউ হয়তো চাকরি হারিয়ে দুশ্চিন্তায় আছে,
কেউ সংসারের চাপে ভেঙে পড়েছে,
কেউ বা ভালোবাসার মানুষের অবহেলায় একাকী
হয়ে পড়েছে।
তার এই ভেতরের যু*দ্ধটা বাইরে থেকে আমরা কখনোই বুঝতে পারি না।
অথচ সামান্য কিছু আচরণ দেখেই আমরা তার চরিত্র, মনোভাব ও উদ্দেশ্য সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে ফেলি।

30/07/2025

অনেকে ব্যর্থতার সাথে আপোষ করে নেয়,
ভেঙে পড়ে, মনে করে জীবন শেষ।
কিন্তু যারা ব্যর্থতার অন্ধকারেও আশার আলো দেখতে পারে, তারাই ভবিষ্যতের পথপ্রদর্শক হয়ে ওঠে।
যেমন আলবার্ট আইনস্টাইন,
থমাস এডিসন কিংবা আমাদের সময়ের অনেক উদ্যোক্তা।
তারা সবাই ব্যর্থ হয়েছিলেন,
কিন্তু হার মানেননি।

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Irin Parvin Lata Page Life & Love posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category