Prodip Roy

Prodip Roy Life is a thorny journey that has to be won with courage... on the road that everyone can walk on, the road is made by the people who call it their identity.

29/05/2025

নিজের জন্য নিজেকেই এগিয়ে আসতে হবে। চিন্তা করতে হবে, ভাবনার সাথে প্রয়গিক বাস্তবতার সন্নিবেসন ঘটাতে হবে।

24/05/2025
যখন নেই, তখন থাকো- তসলিমা নাসরিনযখন আমার সঙ্গে নেই তুমি,আমার সঙ্গে তুমি তখন সবচেয়ে বেশি থাকো।আমি হাঁটি, পাশাপাশি মনে হয় ...
24/05/2025

যখন নেই, তখন থাকো

- তসলিমা নাসরিন

যখন আমার সঙ্গে নেই তুমি,
আমার সঙ্গে তুমি তখন সবচেয়ে বেশি থাকো।
আমি হাঁটি, পাশাপাশি মনে হয় তুমিও হাঁটছো,
তোমাকে সঙ্গে নিয়ে বাজারে যাই,
যা যা খেতে পছন্দ করো, কিনি, তুমি নেই জেনেও কিনি।
রাঁধি যখন, দরজায় যেন হেলান দিয়ে দাঁড়িয়ে আছো,
মনে মনে কথা বলি।
খেতে বসি, ভাবি তুমিও বসেছো।
যা কিছুই দেখি, পাশে দাঁড়িয়ে তুমিও দেখছো,
শুনি, শুনছো।
তত্ত্বে তর্কে, গানে গপ্পে পাশে রাখি তোমাকে।
তুমি সারাদিন সঙ্গে থাকো,
যতক্ষণ জেগে থাকি, থাকো,
ঘুমোলে স্বপ্নের মধ্যে থাকো।
তুমি নেই, অথচ কি ভীষণভাবে তুমি আছো।

তুমি যখন সত্যিকার সঙ্গে থাকো, তখন কিন্তু এত বেশি সঙ্গে থাকো না।

যারা প্রত্যেক বস্তুরই দাম জানেন কিন্তু কোনও বস্তুরই প্রকৃত মূল্য জানেন না তারাই সমালোচক।
21/05/2025

যারা প্রত্যেক বস্তুরই দাম জানেন কিন্তু কোনও বস্তুরই প্রকৃত মূল্য জানেন না তারাই সমালোচক।

প্রীতি প্রেমের পূণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাড়ায় তখন আমাদেরি কুঁড়েঘরে
20/05/2025

প্রীতি প্রেমের পূণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে
স্বর্গ আসিয়া দাড়ায় তখন আমাদেরি কুঁড়েঘরে

স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে শুরু করছে- স্টার্লিংক রেসিডেন্স এবং...
20/05/2025

স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে।

শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে শুরু করছে- স্টার্লিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬০০০ টাকা, অপরটিতে ৪২০০। তবে সেটাপ যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে। এখানে কোন স্পীড ও ডাটা লিমিট নেই। ব্যক্তি ৩০০ এম্বিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।

পূর্ণিমা রাতের মেঘলা আকাশের ঐ চাঁদটা যেন, তোমার আমার অপেক্ষায় বসে আছে কিছু বলবে বলে।
19/05/2025

পূর্ণিমা রাতের মেঘলা আকাশের ঐ চাঁদটা যেন, তোমার আমার অপেক্ষায় বসে আছে কিছু বলবে বলে।

বাস্তবতা অনেক কল্পনা ছুঁড়ে দেয়।
18/05/2025

বাস্তবতা অনেক কল্পনা ছুঁড়ে দেয়।

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Prodip Roy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Prodip Roy:

Share

Category