
13/06/2025
এই যে রাত বিরাত হাঁসফাঁস লাগে,আপনার কথা বেশ করে মনে পড়ে।মন পোড়ে।ছাইয়ের হয়ে যায় পাহাড়।আমি জাহাজ মিস করা নাবিকের মতো পাড়ে চাহিয়া করি আপনার অপেক্ষা।অথচ মন যেন যুদ্ধ ময়দানে ফেলা মিসাইল এর আঘাত করা এক দেহের অংশ।
আমার টলমলাইয়ে চোখের পানি পরে।শব্দ জানা মানুষটাও আমি নিশ্চুপ,বোকা,বোবা।আপনি অথচ জানেন না আমার কতখানি শব্দ নতুন শিখতে হবে।আপনায় যে শিখাতে হবে।
এমন একটা মানুষের জন্য বুকের বা পাশ খালি পরে আছে।যারে চিনি না,জানি না,দেখিও নাই।অথচ ভাবি সে আসবে। সবটুকু মন জুড়ে রইবে বলবে শুধু 'ভালবাসি'।
এর জবাবে কেবল বলবো -
আমায় ভুইলা যাইয়েন না।
আমায় ভুইলা যাইয়েন না এমন করে যেমন কইরা মানুষ স্মৃতি হারাইলে প্রিয়জনরে ভুলে।যেমন মানুষ আধুনিক যন্ত্র পেয়ে জন্ম দাগ মুছে ফেলে।যেমন কইরা সম্পর্ক ছিন্ন করে যেন যুদ্ধের ময়দানে সে তার শত্রু।
দোহাই লাগে ভুইলা যাইয়েন না।
- নাবা।