Gossip goal

Gossip goal যারা যারা post করতে চান তারা inbox করুন।

ধন্যবাদ সবাইকে💝🌸

20/11/2025

তুমি তারে প্রেম দাও, বিরহ অনল দাও – উপেক্ষা দিওনা।

20/11/2025

আমি মাঝেমধ্যে রাতে খাইতে না চাইলে আমার আম্মু শুরুতে কিচ্ছু বলে না। কিন্তু নিজের খাওয়া শেষে অল্প একটু ভাত মাখিয়ে এনে আমাকে ডাকে, "মানি আয়, খেয়ে যা।"
আমি অনেকক্ষণ হাসি, মাঝেমধ্যে বকিও। ভাত দেখে বলি, এতো ভাত তো খাবো না আম্মু। আম্মু বলে যতটুকু পারিস খা।

তারপর এমন করে কথায় ভুলিয়ে, গল্পে মজিয়ে সব ভাত কেমনে যেন খাইয়ে দেয়। শেষে বলে, এতো ভাত কে খেলো?

এই মানুষটাকে ছাড়া আমি বাঁচবো কিভাবে! ❤️

- jyoti

20/11/2025

আপনার I'dর CCTV camera গুলো ঠিকঠাক কাজ করছে কিনা বুঝার একমাত্র উপায় হলো story দেওয়া🙂

05/10/2025

নিজেকে এক শব্দে বর্ণনা করুন...

31/08/2025

আমি যদি আমার হইতাম,
তাহলে কি আমাকে একটু বোঝার জন্য;
কারো চোখে অধীর আগ্রহে চেয়ে থাকতাম?

আমি যে বেঁচে আছি,
আমার উপস্থিতি এখনো এই পৃথিবীতে বিদ্যমান—
তা কি কেউ একজন ভুলে গেছে?
তার কি মনে হয় আমি কোথাও নেই,
যেমন ছিলাম না জন্মের আগে?

পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মুহূর্ত বোধহয় মৃ'ত্যু,
কেউ জানবে না আমি কী অনুভব করছি।
সবাই শুধু আমার বাইরের ছটফটানি দেখবে,
হয়তো কেউ কেউ কাঁদবে দু-চার দিন।

কেউ কি হঠাৎ আমার কথা মনে হলে,
কবরের পাশে গিয়ে—
আমার জন্য দো'আ করবে?
আমি যে কারো একটু দো'আর জন্য অপেক্ষা করবো,
অপেক্ষা করবো কারো একটু চোখের জলের জন্য।

আমার এতো সব অপেক্ষা যদি কেউ উপেক্ষা করে,
আমার অনুপস্থিতি যদি কোনো একজনের মনে-
শূন্যতা তৈরি না করে।
তখনও কি আবারও আফসোস করে বলবো—
ইশ, আমি যদি আমার হইতাম।

28/08/2025

নিজের শরীরকে প্রয়োজনের বেশি সাজাবেন না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে রুহকে সাজান, কারণ তাকে আল্লাহর সামনে জবাব দিতে হবে।'🖤

28/08/2025

যে মালিক সারাক্ষণ নিঃশ্বাস চালু রেখেছেন, সেই মালিকের উপর শুকরিয়া আদায় করি।

- আলহামদুলিল্লাহ্! ❤️🤲

28/08/2025

কেউ কারো যোগ্য হয়না। কিছু মানুষ থাকে, যারা পাগলের মতো ভালোবাসে!

কিন্ত যোগ্য আর অযোগ্যের হিসাবে তারা পরাজিত হয়। কিন্তু যারা তাদেরকে অযোগ্য বলে দূরে স-রিয়ে দেয়, তারাই দিনশেষে হে-রে যায়।

কারণ তারা হা'রায় একটা ভালোবাসার মানুষ! যে কি না তার জন্য সব করতে রাজি ছিলো।'🖤

28/08/2025

আমি ছাড়া অন্য কোথাও তোমার আনন্দ হলে, আমার দুঃখ লাগে।
আমি বেশ স্বার্থপর মানুষ! আমি চাই তুমি আমার কাছেই সুখে থাকো। অন্যকারো কাছে না, আমি চাই তুমি আমাকে নিয়ে সুখে থাকো! তোমার সব আনন্দ আমাকে ঘিরেই হোক, তুমি আমার-ই থাকো! শুধুই আমার!'❤️

27/05/2025

Hlw guys🙂🫣

14/03/2025

বিস্তারিতঃ আগে এটা ১৩ মিনিটের থ্রিলার ছিল যা ইউটিউবে রিলিজ হয়েছিল কিন্তু এখন পুরা ৭৪ মিনিট ইসলাম বি-রোধী মুভি "ইনোসেনস অফ মুসলিম" রিলিজ হইছে ইউটিউবে। বিশ্বের প্রায় ২ বিলায়ন মুসলিম এটার বিরু-দ্ধে প্রতিবাদ করছেন এবং প্রায় ১০০ মুসলিম নিহত হয়েছেন।

এলার্টঃ আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা এটা খুব গুরুত্বপূর্ণ খবর। আলেম ওলামারা বিশ্বের সব মুসলিমদের অনুরোধ করেছেন।যেন আজ কে আগামী ৩ দিন *Google & YouTube* ব্যবহার না করি। কারণ গুগল ঘোষনা দিয়েছে তারা এই মুভি ব্লক করবে না, যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে অপ-মান করে নি-র্মিত হয়েছে। যদি আমরা ৩ দিন গুগল ব্যবহার না করি, তাহলে- ওদের ক্ষ-তি হবে প্রায় ২১০ মিলিয়ন ডলার। কারণ বিশ্বব্যাপি প্রায় ১ বিলিয়ন মুসলিম গুগল ব্যবহার করে। যদি আপনি নিজেকে মুসলিম এবং রাসূল (সাঃ) এর উম্মত মনে করেন, তাহলে আপনিও এই প্রতিবাদের অংশ হতে পারেন হাতে মাত্র ২ মিনিট সময় নিন আর ম্যাসেজটি শেয়ার করেন।

আল্লাহ যখন আমাদের প্রশ্ন করবেন তোমরা কি করেছিলে যখন আমার বন্ধুকে অপ-মান করেছিল, তখন হয়তো আমরা উত্তর দিতে পারবো যে, *আমরাও এর প্রতিবাদ করেছি।

কাজী নজরুল বলেন, "রাসূলের অপ-মানে যদি কাঁদে না তোর মন, উম্মত নয় তুই রসূলের দুশ-মন। খবরটি # copy বা # share করে ছড়িয়ে দিন প্লিজ। আমার গুগল বা ইউটিউব ব্যবহারের কোন প্রয়োজন হয় । কিন্তু আমি ৩ দিন ডুকব না। আপনাদেরও অনুরোধ করব শুধু ৩ দিন না, ছবিটি ব্লক না করা পর্যন্ত এসব ব্যবহার বন্ধ রাখুন। দেখিয়ে দিন বিশ্বে মুস-লিমদের ঐক্য! ভ-ন্ড, অ'ত্যা-চারী-দের পরাজিত করুন। প্লিজ (copy) করে সবাই কে জানিয়েদেন।

20/12/2024

এখন জীবনে নতুন মানুষ আনতে ভিষণ ভয় পাই!
নাহ্ দোষটা খানিকটা আমারই,
আসলে প্রবলেম টা হলো আমি এখনো অতটা cool হতে পারিনি নিজেকে এটা বুঝাতে পারবো যে, আজকে একজন গেলে যাক না কাল নতুন কেউ চলে আসবে।
দুদিন করো সাথে খুব কথা হলে, তাকে খানিকটা নিজের ভাবতে শুরু করি
ভেবে ফেলি আমরা এখন খুব কাছের বন্ধু।
আর তারপর শুরু হয় তাকে হারানোর ভয় পাওয়া।
আমি জানি আমি খুব বোকা,
আজকাল এতো কে ভাবে?
কিন্তু এইযে, আজ কালকের খুব মডার্ন জেনারেশন টার সাথে খুব একটা তাল মিলিয়ে চলতে পারি না,

আমি জানি আমি old-school সবাই আমাকে নিয়ে একটু হাসাহাসি ও করে ,কারণ তাদের কাছে তো আমি ব্যাকডেটেড কিন্তু এই মিথ্যে মডার্ন হতে গিয়ে নিজের আমি টাকে তো আর হারিয়ে ফেলতে পারি না ।
আর আমি সেটা চাই ও না।
আমি যেমন, আমি তাতেই খুশি।
তাই আজকাল সবার থেকে একটু দূরে দূরেই থাকি।

এখন আমি এইরকমই থাকি!!!!!🌻
" writer Rifatul Islam Siam

Address

Gazipura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gossip goal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share