29/07/2025
❝ঔষধ নয়, খাদ্য হোক আমাদের চিকিৎসা❞
বর্তমানে আমাদের এবং আমাদের পরিবারের জন্য মাসিক বাজেটের একটি বড় অংশ চলে যাচ্ছে ঔষধের পেছনে।
শিশু থেকে শুরু করে বৃদ্ধ—প্রায় সবাই কমবেশি অসুস্থ। কেউ ডায়াবেটিসে ভুগছে, কেউ গ্যাস্ট্রিকে, কেউ আবার উচ্চ রক্তচাপে। অথচ এই রোগগুলোর অনেকটাই আমাদের নিজেদের তৈরি করা!
কারণ কী?
আমরা ধীরে ধীরে সরে যাচ্ছি নিরাপদ খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপন থেকে।
অভ্যস্ত হয়ে পড়ছি বিভিন্ন প্রসেসড ফুড, কেমিক্যালমিশ্রিত খাবার আর হাইব্রিড ফলমূল ও শাকসবজিতে।
বাহারি প্যাকেটজাত খাবারে রয়েছে ক্ষতিকর উপাদান—যা ধীরে ধীরে আমাদের শরীরকে দুর্বল করে দিচ্ছে।
এক সময় ৬০ বছরে গিয়েও মানুষ ছিলেন কর্মক্ষম। আর এখন?
৪০ না হতেই কোমরে ব্যথা, হাঁটুতে সমস্যা, ঘুমের সমস্যা, শরীরে অবসাদ।
এই পরিস্থিতি পরিবর্তন করতে চাইলে আমাদের ফিরতে হবে ভেজালমুক্ত, নিরাপদ, প্রাকৃতিক খাবারে।
ঘরে ফিরতে হবে দেশি চাল, ভাঙা মসলা, খাঁটি তেল, মৌসুমী ফলমূল, এবং নিরাপদ পানীয়জলে।
এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা ‘AFL FOOD LTD’ কাজ করছি আপনাদের জন্য—
গাওয়া খাঁটি ঘি, কোল্ড প্রেস সরিষার তেল, কোল্ড প্রেস নারিকেল তেল, মধু , সহ আরও অনেক প্রাকৃতিক ও নিরাপদ পণ্য নিয়ে।
আমাদের পণ্য অনলাইনে অর্ডার করতে পারেন, সারাদেশে হোম ডেলিভারি হবে ইনশাল্লাহ
অথবা সরাসরি কল করেন whatsapp করুন
01994147847
শক্তিশালী জাতি গড়ে উঠে নিরাপদ খাদ্যাভ্যাস ও সচেতনতার ভিতের উপর।
আসুন, এখনই সিদ্ধান্ত নিই—
আমরা শুধু খাদ্য খাই না, ভবিষ্যতও খাই।
তাই বেছে নেই প্রাকৃতিক খাদ্য, বাঁচাই আমাদের পরিবারকে। #বিশুদ্ধতা_বিশ্বাসে এ সালাম সরকার @