Al AYAAT FOOD

Al AYAAT FOOD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al AYAAT FOOD, Gazipura.

প্রিয়,
স্যার /ম্যাডাম
আসসালামু আলাইকুম AL AYAAT FOOD এ আপনাদেরকে স্বাগতম।
শত ভাগ পিওর, AL AYAAT FOOD এর অর্গানিক সকল পণ্য সঠিকভাবে আপনার হাতে পেতে নিচের তথ্যগুলো দিয়ে সহযোগিতা করুন।
ধন্যবাদ।
প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করুন
01912156520(বিকাশ)
01994147847

আলহামদুলিল্লাহ
30/07/2025

আলহামদুলিল্লাহ

❣️❣️❣️বাটার❣️❣️❣️✔️নিয়ে আসলাম আপনাদের জন্য খুব উপকারি একটা প্রডাক্ট ✔️যেটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী✔️আসুন কিছু উপক...
30/07/2025

❣️❣️❣️বাটার❣️❣️❣️

✔️নিয়ে আসলাম আপনাদের জন্য খুব উপকারি একটা প্রডাক্ট

✔️যেটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী

✔️আসুন কিছু উপকারীতা জেনে নেই

🌿🌼 বাটার শুধু স্বাদেই নয়, স্বাস্থ্যের জন্যেও দারুন উপকারী! 🌼🌿

🧈 ঘরে তৈরি খাঁটি বাটার আপনার শরীরের জন্য হতে পারে দারুণ একটি আশীর্বাদ 💛

━━━━━━━━━━━━━━━━━━━

✨ ৫টি স্বাস্থ্য উপকারিতা ✨

━━━━━━━━━━━━━━━━━━━

🍽️ ১. হজমে সহায়তা করে

বাটারে থাকা বাটারিক অ্যাসিড অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়ে হজমশক্তি উন্নত করে।

🧠 ২. মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষা করে

ভিটামিন A ও ভালো চর্বি নিউরনের উন্নতিতে সাহায্য করে, বাড়ায় মনোযোগ ও স্মৃতিশক্তি।

🦴 ৩. হাড় মজবুত করে

বাটারের K2 হাড়ে ক্যালসিয়াম জমাতে সহায়তা করে, ফলে হাড় থাকে শক্ত ও স্বাস্থ্যবান।

👁️ ৪. চোখের দৃষ্টি ভালো রাখে

ভিটামিন A চোখের কর্নিয়া সুরক্ষায় সাহায্য করে এবং রাতকানার ঝুঁকি কমায়।

🛡️ ৫. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট শরীরকে রাখে সুস্থ, সতেজ এবং ভাইরাস থেকে সুরক্ষিত।

━━━━━━━━━━━━━━━━━━━

🥄 প্রাকৃতিক ও ঘরানার স্বাদের গুণে খাঁটি বাটার খান প্রতিদিন!

✅ ছোটদের জন্য নিরাপদ

✅ ডায়েটেও ব্যবহারযোগ্য

✅ সম্পূর্ণ কেমিকেলমুক্ত

📢 আপনার পরিবারের সুস্থতার জন্য প্রতিদিন খান এক চামচ বাটার!

30/07/2025

আসুন ঘি সম্পর্কে জানি....
"আমাদের 'ঘি' মানে! ঘি এর রাজধানী সিরাজগঞ্জের স্পেশাল গাওয়া ঘি! ঘি আমাদের রান্নাঘরের নিত্যদিনের সঙ্গী। আসুন জানি এই সুপারফুড সম্পর্কে...

ঘি এর রং গন্ধ ঘনত্ব নানা রূপ হয় এবং হতে পারে
অভিজ্ঞ কারিগরদের দক্ষতা ও আমাদের বাস্তব অভিজ্ঞতা অনুযায়ী- ঘি এর কোয়ালিটি অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, যেমনঃ

১। দুধের কোয়ালিটি (এটা নির্ভর করে, গরুর খাবার এর উপর, আবার গরুর খাবার নির্ভর করে সিজন, এলাকা ও ঐ এলাকার জলবায়ু ও নির্দিষ্ট সময়ের আবহাওয়ার উপর। একেক সিজনে একেক রকমের কাঁচা ঘাস বা স্থায়ী গো খাদ্যের উপর)
২। কারিগরের অভিজ্ঞতা
৩। ঘি জ্বালানো
৪। আবহাওয়া
৫। ফিল্টার/ছাকানো
৬। দুধ থেকে ক্রিম আলাদা করার সময় থেকে ক্রিম জ্বালানোর মধ্যে সময়ের ব্যাপ্তি
৭। ক্রিম জ্বালানোর পরে ঘি বসার টাইম ।
ঘি এর রং গন্ধ এর ঘনত্ব মূলত ঘি জ্বাল করা, পরিবেশ ও আবহাওয়া সহ উপরোক্ত বিষয় গুলোর উপর নির্ভর করে।

ঘি হলো পরিশোধিত মাখন। গরম ভাত কিংবা খিচুড়ি এর সাথে ঘি যেনো খাবারে এক আলাদা স্বাদের মাত্রা যোগ করে। আমাদের সমাজে প্রচলিত একটি কথা রয়েছে “পদ্মার ইলিশ এবং পাবনার ঘি, জামাইয়ের পাতে দিলে আর লাগে কি?" ঘি এর ব্যবহার টা কিন্তু সেই প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। বিরিয়ানি, সেমাই সহ বিভিন্ন ডেজার্ট আইটেম তৈরিতে বহুল ব্যবহৃত এই ঘি। এমনকি আমাদের রান্না ঘরে যে কয়েকটি সুপার ফুড আছে তার মধ্যে ঘি অন্যতম। সবচেয়ে মজার বিষয় হলো ঘি আমরা খাওয়ার পাশাপাশি রুপচর্চাতেও ব্যবহার করতে পারি।

গাওয়া ঘি কীভাবে তৈরি করা হয়?
ভালো মানের ঘি এর স্বাদ নির্ভর করে গরুর দুধ ও দক্ষ কারিগরের উপর। কারন যে ঘি তৈরিতে খাটি দুধ ও সঠিক জ্বাল না করলে এর প্রিমিয়াম স্বাদ আপনি পাবেন না। যা আমরা দীর্ঘ দিন যাবত দক্ষ কারিগর দ্বারা তৈরি করে আসছি সুনামের সাথে। খাটি ঘি তৈরির প্রথম এবং প্রধান কাজ হলো গরুর খাঁটি দুধ সংগ্রহ করা। গরুর খাটি দুধ সংগ্রহ করে এগুলো ছেঁকে ক্রিম সেপারেটর মেশিনের মাধ্যমে দুধ থেকে ক্রিম আলাদা করা হয়। এর পর ক্রিম জ্বালানির পাত্রে রেখে কঠিন উত্তাপে কড়া জ্বাল করা হয় ও ক্রিম গুলোকে অনবরত নেড়ে দেওয়া হয়। এভাবে জ্বাল দিতে দিতেই দানাদার ঘি তে রূপ নেয়। পর্যাপ্ত জ্বাল দেওয়ার পর ঘি গুলোকে নির্দিষ্ট সময়ের জন্য রেস্টে রাখা হয়, এতে করে ঘি এর স্বাদ আরও বৃদ্ধি পায়। ঘি জমে আবহাওয়ার উপর নির্ভর করে দানায় রুপান্তর হয়, সর্বশেষ ঘ

❝ঔষধ নয়, খাদ্য হোক আমাদের চিকিৎসা❞বর্তমানে আমাদের এবং আমাদের পরিবারের জন্য মাসিক বাজেটের একটি বড় অংশ চলে যাচ্ছে ঔষধের পে...
29/07/2025

❝ঔষধ নয়, খাদ্য হোক আমাদের চিকিৎসা❞
বর্তমানে আমাদের এবং আমাদের পরিবারের জন্য মাসিক বাজেটের একটি বড় অংশ চলে যাচ্ছে ঔষধের পেছনে।
শিশু থেকে শুরু করে বৃদ্ধ—প্রায় সবাই কমবেশি অসুস্থ। কেউ ডায়াবেটিসে ভুগছে, কেউ গ্যাস্ট্রিকে, কেউ আবার উচ্চ রক্তচাপে। অথচ এই রোগগুলোর অনেকটাই আমাদের নিজেদের তৈরি করা!
কারণ কী?
আমরা ধীরে ধীরে সরে যাচ্ছি নিরাপদ খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপন থেকে।
অভ্যস্ত হয়ে পড়ছি বিভিন্ন প্রসেসড ফুড, কেমিক্যালমিশ্রিত খাবার আর হাইব্রিড ফলমূল ও শাকসবজিতে।
বাহারি প্যাকেটজাত খাবারে রয়েছে ক্ষতিকর উপাদান—যা ধীরে ধীরে আমাদের শরীরকে দুর্বল করে দিচ্ছে।
এক সময় ৬০ বছরে গিয়েও মানুষ ছিলেন কর্মক্ষম। আর এখন?
৪০ না হতেই কোমরে ব্যথা, হাঁটুতে সমস্যা, ঘুমের সমস্যা, শরীরে অবসাদ।
এই পরিস্থিতি পরিবর্তন করতে চাইলে আমাদের ফিরতে হবে ভেজালমুক্ত, নিরাপদ, প্রাকৃতিক খাবারে।
ঘরে ফিরতে হবে দেশি চাল, ভাঙা মসলা, খাঁটি তেল, মৌসুমী ফলমূল, এবং নিরাপদ পানীয়জলে।

এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা ‘AFL FOOD LTD’ কাজ করছি আপনাদের জন্য—
গাওয়া খাঁটি ঘি, কোল্ড প্রেস সরিষার তেল, কোল্ড প্রেস নারিকেল তেল, মধু , সহ আরও অনেক প্রাকৃতিক ও নিরাপদ পণ্য নিয়ে।

আমাদের পণ্য অনলাইনে অর্ডার করতে পারেন, সারাদেশে হোম ডেলিভারি হবে ইনশাল্লাহ

অথবা সরাসরি কল করেন whatsapp করুন
01994147847

শক্তিশালী জাতি গড়ে উঠে নিরাপদ খাদ্যাভ্যাস ও সচেতনতার ভিতের উপর।
আসুন, এখনই সিদ্ধান্ত নিই—
আমরা শুধু খাদ্য খাই না, ভবিষ্যতও খাই।
তাই বেছে নেই প্রাকৃতিক খাদ্য, বাঁচাই আমাদের পরিবারকে। #বিশুদ্ধতা_বিশ্বাসে এ সালাম সরকার @

ইস্তেগফার পড়লে রিযিক  রিযিক বৃদ্ধি পায় : কুরআনে আল্লাহ তা'আলা সূরা নুহে বলেছেন📖 সূরা নূহ (৭১:১০-১২):“তোমরা তোমাদের রবের ...
28/07/2025

ইস্তেগফার পড়লে রিযিক রিযিক বৃদ্ধি পায় :

কুরআনে আল্লাহ তা'আলা সূরা নুহে বলেছেন
📖 সূরা নূহ (৭১:১০-১২):

“তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় তিনি অতীব ক্ষমাশীল।
তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন,
তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দিয়ে সাহায্য করবেন,
তোমাদের জন্য উদ্যান সৃষ্টি করবেন এবং প্রবাহিত নদী বানিয়ে দেবেন।”

🔍 এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে,
👉 ইস্তেগফার করলে রিজিক (বৃষ্টি, সম্পদ, সন্তান, শান্তি) সবই বাড়িয়ে দেন।

✨ অভ্যাস গড়ুন — প্রতিদিন অন্তত ১০০ বার বলুন:
"আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্বাইয়্যুম ওয়া আতূবু ইলাইহি"

🟢জেনে নিন সকালে চিয়াসীড খাওয়ার উপকারিতা

🌿 সকালে ১ গ্লাস চিয়াসীড খাওয়ার উপকারিতা 🌿

✅ পেট ভরা রাখে ও ওজন কমাতে সহায়ক
✅ হজম ও কোষ্ঠকাঠিন্য দূর করে
✅ রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে
✅ শরীর হাইড্রেটেড রাখে
✅ চুল ও ত্বকে গ্লো আনে
✅ হার্ট সুস্থ রাখে

🍯 ব্যবহার:
১ চা চামচ চিয়াসীড ১ গ্লাস পানিতে ৩০ মিনিট ভিজিয়ে খালি পেটে খান।
👉 মধু ও লেবু মিশিয়ে নিতে পারেন।

🍯 মধু জগতে সবচেয়ে সুস্বাদু মধু হচ্ছে সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু। স্বাদ, ঘ্রাণ এবং পুষ্টিগুণের জন্য সবচেয়ে সেরা এই মধ...
28/07/2025

🍯 মধু জগতে সবচেয়ে সুস্বাদু মধু হচ্ছে সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু। স্বাদ, ঘ্রাণ এবং পুষ্টিগুণের জন্য সবচেয়ে সেরা এই মধু।

👉🏻 ১০০% খাঁটি ও অর্গানিক
👉🏻 সম্পূর্ণ প্রাকৃতিক
👉🏻 পুষ্টিগুণে অতুলনীয়

🍯 সুন্দরবনের অর্গানিক মধুর উপকারিতা: 🌿
✅ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
✅ ঠান্ডা-কাশি সারায়
✅ হজমে সাহায্য করে
✅ ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে
✅ মস্তিষ্কে সজীবতা আনে, ক্লান্তি দূর করে
✅ শিশুদের জন্য নিরাপদ ও পুষ্টিকর
ঘুরে আসুন আমাদের পেইজ।
AFL FOOD LTD

07/11/2024
এক বন্ধু পুলিশে কর্মরত। কিছুক্ষণ আগে কল দিয়ে খুব কান্নাকাটি করে বলছে, আমাদের বুক ফেঁটে যাচ্ছে, কিন্তু কিছুই করতে পারছিনা...
18/07/2024

এক বন্ধু পুলিশে কর্মরত। কিছুক্ষণ আগে কল দিয়ে খুব কান্নাকাটি করে বলছে, আমাদের বুক ফেঁটে যাচ্ছে, কিন্তু কিছুই করতে পারছিনা। আমাদের হাত-পা'ও বাঁধা।

ও সবার প্রতি কিছু পরামর্শ দিয়েছে:

১) এখন পুলিশ সর্বোচ্চ টিয়ারশেল এবং শটগান ব্যবহার করবে। এর উপরে কিছুই করবেনা। এটাই তাদের নির্দেশনা। সুতরাং ভয় পাওয়ার কিছুই নাই। মাঠে বুক চিতিয়ে লড়াই করার অনুরোধ রেখেছেন।

২) টিয়ারশেল মারার পরে কখনোই মুখে পানি দেয়া যাবেনা বা ভিজা কিছু দিয়ে মুখ মোছা যাবেনা। এতে গ্যাসের তীব্রতা বাড়বে, মুখে জ্বালাপোড়া করবে। এক্ষেত্রে, লাইট জাতীয় কিছু রাখার পরামর্শ দিয়েছেন।

৩) শটগান সাধারণত রাবার বুলেটই। এটার ক্ষেত্রে ভারী কাপড় পরিধানের পরামর্শ দেয়া হয়েছে। মাথাতে পারলে হেলমেট জাতীয় কিছু ব্যবহার করতে বলা হয়েছে।

সর্বোপরি, ওর বারবারই কথা ছিলো। বন্ধু আমাদের বুক ফেঁটে যাচ্ছে কষ্টে। আমরা কিছুই করতে পারছিনা। তোরা তোদের সর্বোচ্চটুকু দিয়ে এই আন্দোলন চালিয়ে যা। ভয় পেয়ে মাঠ ছাড়িস না। ইনশাআল্লাহ নতুন সূর্য উদিত হবে।❤️

- ধন্যবাদ।
(এক পুলিশের আর্তনাদ)

17/07/2024

ছাত্রদের কোটা আন্দোলনকে কার্যকারী ভূমিকা ও যৌক্তিক দাবি আদায়ের লক্ষে ৬৪ জেলায়, অভিভাবক ভাই বোন ছাত্র-ছাত্রীদের কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন, বৈষম্যবাদী কোটা আন্দোলনের ছাত্ররা। বৃহস্পতিবার, ছাত্র হত্যার প্রতিবাদে।

17/07/2024

আজ বিকালে ঢাবির চত্বরে ভয়াবহ অবস্থা।

15/07/2024

গাজীপুরের কোনাবাড়ী থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গোপন অসামাজিক কার্যকলাপের ভিডিও ভাইরাল।

Address

Gazipura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al AYAAT FOOD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share