
11/12/2024
আমি অভিশাপ দিচ্ছি না, তবে আমি খুব করে চাই! আমার সাথে অন্যায় করা মানুষদের, উপরওয়ালা নিজ হাতে শাস্তি দিক! আজ না হোক, তবে আজ থেকে ১০ বছর পর, বা ১০ যুগ পরে হলেও তারা তাদের কর্মফল ভোগ করুক! তারা উপলদ্ধি করুক, উপরওয়ালা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না! তারা এটাও উপলদ্ধি করুক, অন্য কে ঠকালে, নিজেকেও ঠকতে হয়!!💔