27/10/2025
আমার সবচেয়ে পছন্দের মানুষটা আমাকে আঘাত করলেও আমি তাকে বলতে পারিনা কেন করলে এমনটা? আমার ভেতর পু-ড়ে যায়, আমি ক্ষ-ত বি-ক্ষত হই তবুও ভাবি থাক কিছু না বলি যদি কষ্ট পায়! কষ্ট পাবে ভেবে আমি এমন মানুষকেও ক্ষমা করে দিয়েছে যারা হয়ত ক্ষমা পাওয়ার যোগ্যতাই রাখে না!
আমি প্রতিশোধ নেই না, আমি ক্ষমা করে দেই। আমি অভিশাপ দেই না, আকাশের দিকে চেয়ে রই। আমি অভিযোগ করি না, আমি গুরুত্ব কমিয়ে দূরুত্ব বাড়িয়ে
দেই।
আমার অভিমান আমার ভালোবাসার মতোই তীব্র। আমার সম্মান আমার ভালোবাসার চেয়েও বড়। ঘৃণা করা, তর্কে জেতা, প্রতিশোধ নেওয়া এগুলোর চেয়ে আমার কাছে নিরবতাটাই শ্রেয়!
তবে এটা আমার দূর্বলতা নয়, আমি শান্তি প্রিয় মানুষ তাই চুপ থাকি। নিভৃতে সরে আসি। তারা ভালো থাকুক। যাকে অধিকারে রাখি না, তাকে ভালোবাসাতেও রাখি না, ঘৃণাতেও না, তারা আমার কেউ না, কিচ্ছু না!
c