27/08/2025
সম্পর্কের শুরুর আগমুহূর্ত কি অসাধারণ হয় তাইনা? কত মনযোগ নিয়ে কথার সংখ্যা বাড়াতে থাকে দুজন মানুষ। তারচেয়েও বেশি সুন্দর হয় সম্পর্কের শুরুর মুহূর্ত গুলো। মনে হয় এই একটা মানুষ, যাকে আমার সবটুকু বলে দিতে মন চায়।
-
-
মানুষ গুলো কি অদ্ভুত। কাছে আসার জন্য কত বাহানা কত অনুরোধ, তারপর যখন কাছে আসার অনুমতি পায় তাদের আগ্রহ কমে যায়। একটা সময়ের পর দূরে যাওয়ার জন্য ছটফট করতে থাকে। কি ভয়ংকর ব্যাপার। সত্যিই এই দুনিয়াতে মানুষের চেয়ে ভয়ংকর কিছু নেই।
বই - শেষ অধ্যায়
লেখক - Ashraf Ahmed Taqdeer
কন্ঠে - Jannatul happynur
゚viralシviralシfypシ゚viralシalシ