Cope with Sifat

Cope with Sifat glimpses of Sifat's relatively chaotic journey through this phase we call life, and an invitation to join him as he copes to it.

"রাইমদে" বলার মধ্যে যে ফিল কাজ করে,"রামদিয়া" বলায় তা করেনা দেখলাম। 🙌
22/03/2025

"রাইমদে" বলার মধ্যে যে ফিল কাজ করে,
"রামদিয়া" বলায় তা করেনা দেখলাম। 🙌

11/02/2025

আমার পরিচিতজনেরা জানেন যে আমি যাকে তাকে "ভাই" ডাকা যথেষ্ট অপছন্দ করি। এক্ষেত্রে আমার স্যার ডাকা পড়ে অনেককেই, বা নাম ধরে ডাকা পড়ে। এক্ষেত্রে সিনিয়র সম্মানীয় মানুষ হলে সাহেব টাহেব জুড়ে দেই এই আরকি। তো বলাই বাহুল্য এতে অনেক সময়েই অনেকে বিরক্ত হয়ে থাকে, জিনিসটাকে বেয়াদবির চোখেও দেখে থাকে। যাহোক যেজন্য এই আলাপ টানা। সম্প্রতি আমার নাম ধরে ডাকা প্রসঙ্গে আমাকে বেশ সম্মানিত একজন বুঝানোর স্বার্থে বলছিলেন, "দেখো যাকে তাকে তুমি নাম ধরে ডাকতে পারোনা। ড. সলিমুল্লাহ খানের সাথে তোমার সখ্যতা থাকলেও তুমি কি তাকে জনসম্মুখে 'সলিম, সলিম' বলে ডাকতে পারবে?"

আমি এই অদ্ভুত তুলনা শুনে আসলে থতমত খেয়ে তাৎক্ষণিকভাবে উত্তর দিতে পারিনি। প্রথমত আমার হিসেবে আন্তরিকতা থাকলে ড. সলিমুল্লাহ খান কে খান সাহেব বলে ডাকার কথা, সলিম ভাই বলার কথা না যে ভাই বাদ দিয়ে শুধু "সলিম" ডাকবো। দ্বিতীয়ত একজন বেশ বুদ্ধিমান মানুষ আমাকে এতটা গবেট ভেবে এই উদাহরণ টানবে এটাই আমাকে একটু দ্বিধায় ফেলে দিয়েছিল আরকি। আমি শুধু তাকে বললাম "আপনি চাইলে আমি আপনাকে 'মামা' বলে ডাকতে পারি। এটা বেশ আন্তরিক এবং বর্তমানকালে কাছের লোকজনকে সম্বোধন করার ক্ষেত্রে যথেষ্ট প্রচলিত।" এতে ভদ্রলোক আরো হতাশ হয়ে বললেন আমি যেন তাকে নাম ধরে ডাকলেও মামা না ডাকি। আমি তাকে আশ্বাস দিলাম, স্পেশালি তার ফ্যান ফলোয়ারদের সামনে, তাকে আমি স্যার বলেই সম্বোধন করবো।

যাহোক, এই হচ্ছে কন্টেক্সট। মূল আলাপ হলো- ফারুকির পেছনে ঘাড় গুজে "সহমত ভাই" স্টাইলে দাঁড়ানো দেখার পর থেকে ডাক্তার সাহেবকে "সলিম" বলে ডাকার ব্যাপারটা থিওরেটিকালি বেশ স্বাভাবিক লাগছে।

রঙ্গীন দুনিয়া 🌿
06/11/2024

রঙ্গীন দুনিয়া 🌿

স্বপ্ন বাড়ি যাবার পথে একজনে জিগাইলো "ছালা লয়া কেম্নে উঠলেন?"
31/10/2024

স্বপ্ন বাড়ি যাবার পথে একজনে জিগাইলো "ছালা লয়া কেম্নে উঠলেন?"

no piece of paper is gunna judge my worrrth ayeh! 💅
31/10/2024

no piece of paper is gunna judge my worrrth ayeh! 💅

30/10/2024

বাংলাদেশের নামও আগে প্রিফিক্সযুক্ত "পাকিস্তান" ছিল কিন্তু!

How I be looking at y'll when you splurge utter bs but I cannot really do or say what I really want to.
03/10/2024

How I be looking at y'll when you splurge utter bs but I cannot really do or say what I really want to.

28/09/2024

মিরপুর ১০ দাঁড়ানো ছিলাম, নীলক্ষেত আসবো বলে বাসের অপেক্ষা।
উপস্থিত বাইকার ভাইয়েরা বিসমিল্লাহ না বলেই যেম্নে ডাকাডাকি করতেসিল তা অচিন্তনীয়। পরে হতাশ হয়ে একজনকে বললাম যে ভাই আমি গরীব, বাসে যামু।
সে আমাকে কাউন্টার দিয়া বললো "কই যাইবেন? বাসের ভাড়াই দিয়েন।"
আমি বললাম যে নীলক্ষেত যাবো।
সে কইলো "এহহে! আমার বাসা মালিবাগ। মালিবাগ গেলে আপনারে এই ভাড়ায় নিয়া যাইতাম।"

এখন আমি বাসে করে মালিবাগ থেকে নীলক্ষেত যাচ্ছি।

20/09/2024

"শব্দটা মব জাস্টিস হবে না,
গণবর্বরতা হবে।"

19/09/2024

আগে শুধু ছাত্রলীগ, ছাত্রশিবির, বা ছাত্রদলকে ভয় পাইতে হইতো। এদের ভয়ে মুখ চেপে চলা লাগতো। এখন ছাত্র বলতেই ভয় পাইতে হবে।
শুধু পুলিশ, দুর্নীতিবাজ নেতা, বা ঘুষখোর সরকারি কর্মকর্তা হইলেই এমন ভয় তা না। মানুষের বাচ্চা হইলেই এদেরকে ভয় পেয়ে চলুন।

কারন সদ্য স্বাধীন(!) এই ভূখণ্ডের বিদ্রোহী ছাত্ররা মানুষের বাচ্চার কাতার থেকে বেশ কিছুদিন হলো সরে গেছে।

04/09/2024

নিজের দেশকে ভালোবেসেও জাতীয় সঙ্গীত গাইবার সময় গায়ের লোম না দাঁড়ানো,
আর ৮ বছর প্রেমের পর বিয়ে করে সেই বৌয়ের পাশে শুয়ে যন্ত্র না খাড়ানো,
দুইটার কোনোটাতেই সঙ্গীতের কথার বা বৌয়ের জোড়া ভ্রুর কসুর নাই। সমস্যা তোর; তা চেতনায় হোক বা চেতনাদণ্ডে।

Address

Gopalganj
8100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cope with Sifat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cope with Sifat:

Share