Tipu ঘোরো,খাও,ইনজয় ❤️
(1)

19/07/2025

📍ব্রেকিং নিউজ
সমগ্র গোপালগঞ্জ জেলায় আগামীকাল সকাল ৬ ঘটিকা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি থাকবে।

উক্ত ধারা অনুযায়ী উল্লিখিত সময় ও স্থানে যেকোনো ধরণের সভা, মিছিল বা জনসমাবেশ নিষিদ্ধ থাকবে।

উল্লেখ্য, পরীক্ষার্থীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সরকারি অফিসসমূহ এবং জরুরি পরিষেবাসমূহ ১৪৪ ধারার আওতামুক্ত থাকবে।

আদেশক্রমে
জেলা ম্যাজিস্ট্রেট
গোপালগঞ্জ

19/07/2025

গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে আজ রাত আটটা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

আজকের গোপালগঞ্জ।
19/07/2025

আজকের গোপালগঞ্জ।

গোপালগঞ্জে আজ কারফিউ শিথিল রয়েছে।
19/07/2025

গোপালগঞ্জে আজ কারফিউ শিথিল রয়েছে।

গোপালগঞ্জ সদরের ভোজোরগাতি এলাকায় সড়ক দু*র্ঘ*টনা : নি*হ*ত -১ চাকার নিচে পিষ্ট হওয়ার কারণে নিহত ব্যক্তির চেহারা চিহ্নিত ...
19/07/2025

গোপালগঞ্জ সদরের ভোজোরগাতি এলাকায় সড়ক দু*র্ঘ*টনা : নি*হ*ত -১
চাকার নিচে পিষ্ট হওয়ার কারণে নিহত ব্যক্তির চেহারা চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পোস্টটি শেয়ার করুন।
লাশটি গোপালগঞ্জ সদর হাসপাতালে ফায়ার সার্ভিসের কর্মী এবং সদর থানার পুলিশের সহায়তায় পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
©

গোপালগঞ্জে কারফিউয়ের মেয়াদ বাড়লো।চলবে শনিবার সকাল ৬টা পর্যন্ত।
18/07/2025

গোপালগঞ্জে কারফিউয়ের মেয়াদ বাড়লো।চলবে শনিবার সকাল ৬টা পর্যন্ত।

😞😞"আমার ছেলেকে ওরা গুলি করে মারল। আমার সোনার ছেলের কত স্বপ্ন ছিল, ওরা তা পূর্ণ করতে দিল না। বিয়ে করবে বলে কত আশা করে বাড়...
18/07/2025

😞😞
"আমার ছেলেকে ওরা গুলি করে মারল। আমার সোনার ছেলের কত স্বপ্ন ছিল, ওরা তা পূর্ণ করতে দিল না। বিয়ে করবে বলে কত আশা করে বাড়িঘর তুলল। কিন্তু বিয়ে করে বউকে আর আনা হলো না।
কত মেয়ে দেখেছি আমার বাবাকে ধুমধাম করে বিয়ে দিব বলে। সেই আশা আর আমার পূরণ হলো না। ও তো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। ওর কি দোষ ছিল যে ওকে গুলি করে মারতে হবে। আমার ছেলেরে যারা গুলি করে মেরেছে, সে যেন হাজার গুলি খেয়ে মরে। মরার আগে যেন এটা দেখে যেতে পারি। তাহলে আমার আত্মা শান্তি পাবে।"
------ছেলে হারিয়ে কাঁদতে কাঁদতে এসব কথা বলে বিলাপ করছিলেন গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত দীপ্ত সাহার মা বিভা রানি সাহা।।
©নিলয় চক্রবর্তী।
১৮ই জুলাই ২০২৫ ইং।।

গতকাল যে ভাইয়ের জন্য রক্ত চেয়ে পোস্ট করা হলো,তিনি মা'রা গেছেন।
18/07/2025

গতকাল যে ভাইয়ের জন্য রক্ত চেয়ে পোস্ট করা হলো,তিনি মা'রা গেছেন।

17/07/2025

গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল।চলবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত।

📍গতকাল সংঘর্ষের পর বৃহস্পতিবার সকালের থমথমে গোপালগঞ্জ।
17/07/2025

📍গতকাল সংঘর্ষের পর বৃহস্পতিবার সকালের থমথমে গোপালগঞ্জ।

17/07/2025

গোপালগঞ্জ জেলায় অনাকাঙ্ক্ষিত ঘটনায় গুলিবিদ্ধ সাধারণ ভ্যান চালকের অবস্থা খুবই গুরুতর।
✪ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ ব্যাগ B+ রক্তের অপেক্ষায় রয়েছে তার চিকিৎসা কার্যক্রম।
কেউ কি আছেন?
01762588860

16/07/2025

Address

Gopalganj

Alerts

Be the first to know and let us send you an email when Tipu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tipu:

Share