ICT CLASS, Gopalganj

ICT CLASS, Gopalganj নতুন ভাবে চেনার প্রয়াস.....

12/08/2025

চেয়েছে যা,সবাই পেয়েছে তার উলটা।

09/08/2025

ইনিস্টিউট অফ এনার্জি,ঢাকা বিশ্ববিদ্যালয়||Institute of Energy, University of Dhaka

31/07/2025

দ্রোহের গান।। এ যেনো এক হীরক রাজার দেশে।।

15/06/2025

ঐতিহ্যবাহী এবং সুন্দর একটা গ্রাম আমার মান্দারবাড়িয়া, যেখানে প্রতি বছর ঈদুল আযহার পর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজন কেবল আনন্দের নয়, এটি তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার একটি দারুণ উদ্যোগ।

যখন চারপাশে শিক্ষার হার কম ছিলো, তখন মান্দারবাড়িয়া ছিলো এবং এখনও আছে এক শিক্ষিত সমাজের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে।
স্পেশালি Rajib Farhan ভাই এবং আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ সুন্দর অনুষ্ঠানের জন্য।।

যদিও আমাকে না জানিয়েই অনুষ্ঠানের একটি ভিডিও পাঠিয়েছে জুনিয়র zaheer raihan

28/05/2025

মাছেরা বৈদ্যুতিক আলোতে খেলা করতেছে,ওরাও কি অবাক হয়?

18/04/2025

শুভ জন্মদিন অর্ক এর Hasan ARK ভাই,তুমি না গাইলে কত কথা ভেতরে চেপে মরতে হতো।

কিছু বিদায় শব্দহীন হয়, কিছু সম্পর্কের শেষ হয় ব্যাখ্যাহীন। সবচেয়ে বেদনাদায়ক বিদায়গুলো সেইগুলোই, যা কখনো বলা হয় না,...
10/04/2025

কিছু বিদায় শব্দহীন হয়, কিছু সম্পর্কের শেষ হয় ব্যাখ্যাহীন। সবচেয়ে বেদনাদায়ক বিদায়গুলো সেইগুলোই, যা কখনো বলা হয় না, ব্যাখ্যা করা হয় না, শুধু নীরবতার গভীরে হারিয়ে যায়।

হঠাৎ করে নেমে আসা নিস্তব্ধতা, না বলা কথা, উত্তরহীন প্রশ্নগুলো—সবকিছুই রাতের অন্ধকারে আরও তীব্র হয়ে বাজে।

তবুও তো ছিলো...
স্টুডিওটাইপ প্রেম, ছন্নছারা দুঃখ , আর অর্ধেক চায়ে সুখ জমানোর গল্প..
কিছু না হলেও তবু কিছু একটা ছিলো।
"আমার প্রিয়তম শোক"

একটা গোটা প্রজন্ম শুধু পেতে শিখলো, জো'র করলো, কারো সবটুকু শুষে নিয়ে বেঁ-চে থাকলো।অথচ যারা বিন্দুমাত্র পেলোনা, যারা ত্যাগ...
08/04/2025

একটা গোটা প্রজন্ম শুধু পেতে শিখলো, জো'র করলো, কারো সবটুকু শুষে নিয়ে বেঁ-চে থাকলো।

অথচ যারা বিন্দুমাত্র পেলোনা, যারা ত্যাগ করলো, সমর্পণ শিখলো, কারও মুখ মনে পড়লে আড়ালেই চোখ মুছলো,দীর্ঘশ্বাস ফেললো,তাদের মতো করে বুকে জমিয়ে রাখতে পারলো কজন!

21/02/2025

সকল ভাষার প্রতি মাতৃভাষা দিবসের শুভেচ্ছা
স্থানঃ গোপালগঞ্জ বিঙ্গান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ক্রেডিটঃআলোক ভেলা

''আমাকে খোঁজো না তুমি বহুদিন-কতদিন আমিও  খুঁজি নাকো তোমায়;এক নক্ষত্রের নিচে তবু – একই আলো পৃথিবীর পারে,আমরা দুজনে আছি; প...
17/02/2025

''আমাকে খোঁজো না তুমি বহুদিন-
কতদিন আমিও খুঁজি নাকো তোমায়;

এক নক্ষত্রের নিচে তবু –
একই আলো পৃথিবীর পারে,আমরা দুজনে আছি; পৃথিবীর পুরোনো পথের রেখা হয়ে যায় ক্ষয়,
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।🥹

- তুমি বলেছিলে
আমার মতোন আর নাই কেউ,
সৃষ্টির সিন্ধুর বুকে আমি এক ঢেউ,আজিকার
আমার পায়ের শব্দ শোনো;
সব হারানো পুরানো কয়েকটি লাইন!

সত্যিই তাই। তোমার মতো আর নেই কেউ। তুমি একা আলাদা। ঐ আলাদাটাই তোমার নিজস্বতা, তোমার 'মুদ্রাদোষে' তুমি আলাদা। তোমাকে জীবনানন্দীয় স্টাইলে চেনা যায় যা আর কারো নেই। যে শব্দ কেউ শোনে না তা তুমি শোনো, যে গাছের কথা কেউ বলে না তার দিকে তোমার দৃষ্টি পড়ে, যে পতঙ্গকে কেউ দেখে না তাকে তুমি কবিতায় আনো, যে অনুভূতির স্বর (বেতের ফলের মতো) কেউ খোঁজে না, তুমি তাকে তুলে আনো। এসবই তো তোমার মুদ্রাদোষ। তোমার মুদ্রাদোষে তুমি জীবনানন্দ।।

আমার একাকিত্বে তুমি জীবনান্দ,আমার হারানো ভালবাসায় তুমি জীবনান্দ,আমার হৃদয় গলিত কান্নায় তুমি জীবনান্দ,আমার রাগ,ক্ষোভ অভিমানে তুমি জীবনান্দ।

১৭ ফেব্রুয়ারি ১৮৯৯ তারিখের কাছে ঋণী শত, সহস্রবার। হে দিবস, তুমি উপহার দিয়েছ জীবনানন্দকে।

~ শুভ জন্মদিন বিষাদ এর কবি, রূপসী বাংলার কবি প্রিয় জীবনান্দ ~

শুভ জন্মতিথি প্রিয় কবি- জীবনানন্দ দাশ।

শেষ সময়ে একাকীত্ব অসহায়ত্ব আর্থিক অসচ্ছলতা সব মিলিয়ে কি ভয়াবহ সময় উনার কেটেছে এখন মরণোত্তর পদক নিয়ে উনি কি করবে?বি...
12/02/2025

শেষ সময়ে একাকীত্ব অসহায়ত্ব আর্থিক অসচ্ছলতা সব মিলিয়ে কি ভয়াবহ সময় উনার কেটেছে এখন মরণোত্তর পদক নিয়ে উনি কি করবে?
বিদ্রোহী কবি ঠিকই বলেছেন ,
জীবনে যারে কভু দাওনি মালা, মরণে কেন তারে দিতে এলে ফুল? আখিপানে যার কভু চাওনি ফিরে, কেন তারি লাগি আখি অশ্রু ব্যাকুল?

সবাই ই তো তাকে ভূলে গেছে,পরিবার,ভালবাসা সবাই,কি এক একাকিত্বের সংগ্রাম সুধুমাত্র বেঈমানি মিশ্রিত রক্তে গড়া নারীর জন্য।।

"যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
কেন মনে রাখ তা'রে।
ভুলে যাও মোরে, ভুলে যাও একেবারে।।

একুশে পদক 2025
হেলাল হাফিজ (মরণোত্তর)
ভাষা ও সাহিত্য

Address

Gopalganj

Telephone

01303530997

Website

Alerts

Be the first to know and let us send you an email when ICT CLASS, Gopalganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ICT CLASS, Gopalganj:

Share