মহান আল্লাহ বলেন,তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও।অথচ আমরা ছলে বলে কৌশলে শুধু মিথ্যা মিথ্যা মিথ্যা।অথচ মহানবী (সাঃ)বলেছেন যারা ইয়ার্কি করে একটি মিথ্যা কথা বলবে না তাদের জন্য বিনা হিসাবেই জান্নাত।আসুন শায়খের সংক্ষিপ্ত আলোচনা থেকে কিছু জানার চেষ্টা করি অসম্ভব সুন্দর এবং চমৎকার একটি আলোচনা,মহান আল্লাহর সকলকে আলোচনাটি শোনার এবং আমল করার তৌফিক দান করুক আমিন
হতাশা,অভাব,বেকারত্ব বর্তমানে এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে মানুষ একটুতেই ভেঙে পড়ছে।এগুলো আল্লাহর পরীক্ষা,যখন আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে ভালো কিছু দিবেন তখন চারিদিক দিয়ে আপনাকে আরও বেশি পরীক্ষার মধ্যে ফেলবেন।তাই হতাশ হবেন না বক্তব্যটি শুনুন কিছু কিছু জানার ও শেখার চেষ্টা করুন।মহান আল্লাহ রাব্বুল আলামীন সকলকে হেফাজত করুক আমিন।
জাদু বর্তমানে একটি কমন বিষয়।যা আপনার আশেপাশে কোন না কোন বাড়িতে বা কোন নির্দিষ্ট কেন্দ্রে এর কার্য পরিচালনা করা হচ্ছে।আমরা অনেকেই কালো জাদু বিশ্বাস করে না কিন্তু বাস্তবে তা রয়েছে।এবং এটা অতিভব ভয়ংকর একটি বিষয় যা থেকে আমাদের সকলকে সতর্ক থাকা উচিত।এসব জাদু থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু আমল রয়েছে আসুন সেসব আমল কি কি জানার চেষ্টা করি।
বর্তমান সময়টা এমন একটা সময়,কেন জানি মনে হয় এ সময় আল্লাহর কাছে কোন দোয়া করলে,সে দোয়াটা সহজে কবুল হয় না,তাই সময়োপযোগী কিছু নামাজের ভিতরের গোপন দোয়া রয়েছে।যে সকল দোয়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামীনের কাছে কিছু চাইলে আল্লাহ রাব্বুল আলামীন তার ফেরত দেন না।কবুল করে নেন।সালাতের ভেতরের সেই গোপন দোয়া গুলো আসুন শায়খের সংক্ষিপ্ত আলোচনা থেকে জানার চেষ্টা করি।মহান আল্লাহ সকলকে মানার এবংআমল করার তৌফিক দান করো না আমিন
ক্ষমতা বা বাহাদুরি একটা নিত্যদিনের বাজে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।কারণে অকারণে আমরা ক্ষমতা বা বাহাদুরি দেখিয়ে থাকি,এতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে যান।ক্ষমতা বা বাহাদুরিতো একমাত্র আমার রবেরই সাজে।তাই কারণে অকারনে ক্ষমতা দেখিয়েন না।অযথা দুর্বলের উপরে জুলুম করেন না।আসন শায়খ এর সংক্ষিপ্ত আলোচনা থেকে কিছু জানার কিছু শেখার চেষ্টা করি।মহান আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেদায়েত দান করুন আমিন।
বর্তমান সময়ে বিপদে পড়া এবং কাউকে বিপদে ফেলা যেন একটা নরমাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।তেমনি মহান আল্লাহপাক রাব্বুল আলামিন ও তার থেকে বাঁচার কিছু দোয়া কোরআন মাজীদে দিয়ে দিয়েছেন।শুধু আমরা যদি একটু কষ্ট করে তা আমল করি।সকল বিপদ থেকে রক্ষা পাব ইনশাআল্লাহ।মহান আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন
@Highlights
#reels islamic
অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও।যা আমাদের সকল মুসলমানদের জানা উচিত।শিশু যখন গর্ভে আসে তখন থেকে শুরু করে আকিকা পর্যন্ত কি কি করণীয়।তাছাড়া আমরা অনেকেই জানিনা আকিকার সময় কি কি করণীয় এবং সঠিকভাবে আকিকার করার পদ্ধতি।তাই আসুন শায়েখের সংক্ষিপ্ত আলোচনা থেকে তা জানার চেষ্টা করি এবং অনুধাবন করি।মহান আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তা মানার এবং সঠিক সময় আকিকা করার তৌফিক দান করুন আমিন
এই রমজান মাসটা কিভাবে ইবাদত করে পার করবেন। কোন কোন ইবাদত গুলিতে আল্লাহপাক বেশি খুশি হন।আসুন শায়খের সংক্ষিপ্ত আলোচনা থেকে কিছু শেখার চেষ্টা করি।মহান আল্লাহর সকলকে রমজান মাসটা পরিপূর্ণভাবে ইবাদতের মাধ্যমে পার করার তৌফিক দান করুন আমিন
মুসলমানের জন্য রমজান মাস কতটা গুরুত্বপূর্ণ।আসুন শায়খের সংক্ষিপ্ত বয়ান থেকে কিছু শেখার চেষ্টা করি।মহান আল্লাহর সকলকে রমজান মাস পরিপূর্ণভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন আমিন
আসছে রমজান মাস।রমজান মাসকে সামনে রেখে আমাদের কত চিন্তা ভাবনা।কিন্তু এই রমজান মাসে কিছু জাল আমল রয়েছে। যা থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। বাড়িয়ে কিছু করতে গিয়ে সঠিক আমল থেকে দূরে না থেকে যাই আমরা।আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক।আসুন কি কি সেই জাল আমল শায়খের সংক্ষিপ্ত আলোচনা থেকে জানার চেষ্টা করি
#reel2024 #reel #islamicreels