আব্দুল্লাহ আল মামুন বাবলা

আব্দুল্লাহ আল মামুন বাবলা I'll win, Not immediate but definitely InShaAllah.
(29)

জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই..!!যেখানে বাঁধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে..!!
10/02/2025

জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই..!!
যেখানে বাঁধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে..!!

31/10/2024

কবিতাঃ তোমার আমায় নিয়ে আরেকবার ভাবা উচিৎ
লেখাঃ Tasrif Khan
কণ্ঠঃ Abdulla Al Mamun Badhon

তোমার, আমায় নিয়ে আরেকবার ভাবা উচিৎ,
যেভাবে আমায় নিয়ে ভেবেছে সমুদ্র-
ঐ চাঁদের টানে দূরে সরে গিয়েও আবার আমার কাছে ঠিকই ফিরে এসেছে, ঢেউয়ের ঝাপটায় আলিঙ্গন করেছে আমায়।

তুমি বৃষ্টির মতো হলেও চলবে।
একেবারে না পাওয়ার চেয়ে মাঝে মাঝে আসলে-
বৃষ্টি শুধু আমার শরীর ছুয়ে থেমে যায় না, আমার মনটাকেও ছুঁতে পরে।

না হয় তুমি মেঘ হয়ে যেও,
ক্লান্ত শান্ত শরীর নিয়ে, দূর থেকে তোমায় এক পলক দেখেও শান্তি খুঁজে নেবো। তারপর? তারপর, ঐ তো চলেই যাবে! যাবার আগে দু’মুঠো শান্তি তো চাইতেই পারি, না কি?

যাবার আগে তোমার আমায় নিয়ে আরেকবার ভাবা উচিত। সুর্যের মতো আর একবার হলেও আমায় আলিঙ্গন করে যেও -
শেষ আলিঙ্গনে প্রয়োজনে আমি পুড়তে রাজি, তবে অতৃপ্ত আফসোস নিয়ে কচুরিপানার মতো ভাসতে রাজি নই।।

১১ সেপ্টেম্বর ২০২৪
তাসরিফ খান।

#এলোমেলোশব্দমিছিল

31/10/2024

অনেক আগে মধুমতীর পাড়ে চাঁদ দেখতে দেখতে গাওয়া গান। একেবারে র ভিডিও আপলোড করলাম।
#পাগল
#লালন

31/10/2024

একখান সরকারি চাকরি অভাবে তুমি ছেড়ে গেলা, তোমার অভাবে সুখ ছেড়ে গেলো, আমার বড়ো ভয় লাগে, কোনদিন জানি সুখের অভাবে জীবন আমারে ছেড়ে চলে যায়। অভাবী মানুষের সাথে কেউ থাকতে চায় না, কেউ না..!!

23/10/2024

#কবিতাঃ তোমার চোখ এত লাল কেন
– #নির্মলেন্দু_গুণ
আবৃত্তিঃ Abdulla Al Mamun Badhon
#কবিতা
#এলোমেলোশব্দমিছিল

সকাল🙂
18/10/2024

সকাল🙂

মধুমতীর বুকে একদিন.... ৫ আগস্ট ২০২১
17/10/2024

মধুমতীর বুকে একদিন....
৫ আগস্ট ২০২১

২০১২ সালের নভেম্বর মাসের ছবি। পদ্মা পার হওয়ার সময় লঞ্চের ছাদে। কি সুন্দর ছিলো সেই জীবন। আসলে ছাত্রজীবন জীবনের সর্বশ্রেষ্...
16/10/2024

২০১২ সালের নভেম্বর মাসের ছবি। পদ্মা পার হওয়ার সময় লঞ্চের ছাদে। কি সুন্দর ছিলো সেই জীবন। আসলে ছাত্রজীবন জীবনের সর্বশ্রেষ্ঠ সময়।
ছবি তুলেছিলো বন্ধু #জসীম Sentu

16/10/2024

প্রথমবার চেষ্টা করলাম। উৎসাহ পেলে আরো করবো ইনশাআল্লাহ।

কবিতাঃ #আকাশ_হলে_প্রেম_টেকেনা
লেখাঃ তানভীর ফুয়াদ রুমি
আবৃত্তিঃ Badhon
#এলোমেলোশব্দমিছিল

জীবন হলো স্বপ্ন, কিন্তু বাস্তবতায় তাকে পূর্ণ করতে হয় ।— ভিক্টর হুগো
16/10/2024

জীবন হলো স্বপ্ন, কিন্তু বাস্তবতায় তাকে পূর্ণ করতে হয় ।
— ভিক্টর হুগো

আমি জিততে পারি এবং আমি হারতে পারি, কিন্তু আমি কখনই পরাজিত হব না। -এমিট স্মিথ
15/10/2024

আমি জিততে পারি এবং আমি হারতে পারি, কিন্তু আমি কখনই পরাজিত হব না।

-এমিট স্মিথ

Address

Gopalganj
8131

Telephone

+8801612293011

Website

Alerts

Be the first to know and let us send you an email when আব্দুল্লাহ আল মামুন বাবলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আব্দুল্লাহ আল মামুন বাবলা:

Share