Uttam Bairagi

Uttam Bairagi "ফুটবল, ক্রিকেট, বাস্তবতার গল্প আর চলমান ঘটনাবলি —সব একসাথে আমার চোখে। আমি উত্তম, এ পেজে আমার চিন্তা, আমার কন্ঠে। জানতে বুঝতে চোখ রাখুন এই পেজে" ধন্যবাদ।

🔥 অবশেষে জয় ছিনিয়ে নিল মায়ামি! পুমাসকে ৩-১ গোলে হারিয়ে নকআউটে দুর্দান্ত প্রত্যাবর্তন 💪⚽ম্যাচের শুরুটা হয়েছিল ধাক্কা দিয়ে...
07/08/2025

🔥 অবশেষে জয় ছিনিয়ে নিল মায়ামি! পুমাসকে ৩-১ গোলে হারিয়ে নকআউটে দুর্দান্ত প্রত্যাবর্তন 💪⚽

ম্যাচের শুরুটা হয়েছিল ধাক্কা দিয়ে। প্রথমার্ধেই গোল খেয়ে পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। মেসিহীন দলটি যেন কিছুটা এলোমেলো মনে হচ্ছিল। তবে সেটাই কি শেষ? মোটেও না!

⏱️ হাফ টাইমের আগে ডি বক্সের ঠিক বাইরে থেকে দারুণ এক আক্রমণ গড়ে তোলেন সুয়ারেজ ও ডি পল। সুযোগ হাতছাড়া না করে গোলের মাধ্যমে ম্যাচে সমতা ফেরান রদ্রিগো ডি পল। গোলের পর ডি পলের উদযাপনে উচ্ছ্বাসে ফেটে পড়েন গেলারিতে বসে থাকা লিওনেল মেসি। তার প্রতিক্রিয়াই বলে দিচ্ছিল, দল কতটা চায় এই জয়।

⚽ দ্বিতীয়ার্ধে মাঠে নামে অন্য এক মায়ামি। দলীয় আক্রমণ থেকে পেনাল্টি আদায় করে নেয় সুয়ারেজ, আর নিজেই তা থেকে করেন নিখুঁত ফিনিশিং। এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তরুণ আরাল্যান্ড—চমৎকার এক গোল করে মায়ামিকে দেন সুরক্ষিত লিড।

🔥 শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে দেখা যায় মেসি, সুয়ারেজ, ডি পলসহ পুরো দলের আবেগঘন উদযাপন।
একসময় পিছিয়ে থাকা দল শেষ পর্যন্ত ৩-১ গোলের দাপুটে জয় তুলে নেয় মেক্সিকান ক্লাব পুমাসের বিপক্ষে

ম্যাচের স্কোরলাইন:

পুমাস ১-৩ ইন্টার মায়ামি

⚽ ডি পল

⚽ সুয়ারেজ (পেনাল্টি)

⚽ আরাল্যান্ড

এই জয়ে লিগস কাপের নকআউট পর্ব নিশ্চিত করলো ইন্টার মায়ামি।
মেসি না থাকলেও, তার উপস্থিতি ও অনুপ্রেরণাই যেন দলকে জয়ের পথে এগিয়ে দিলো। 💗🖤

🔵 অফিশিয়াল ঘোষণা: লেস্টার সিটির নতুন অধিনায়ক এখন হামজা চৌধুরী! 🇧🇩🇬🇧ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব লেস্টার সিটি ২০২৫-২৬ ম...
06/08/2025

🔵 অফিশিয়াল ঘোষণা: লেস্টার সিটির নতুন অধিনায়ক এখন হামজা চৌধুরী! 🇧🇩🇬🇧

ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব লেস্টার সিটি ২০২৫-২৬ মৌসুমের জন্য অধিনায়ক হিসেবে নির্বাচন করেছে বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীকে — যা বিশ্ব ফুটবলে বাংলাদেশিদের জন্য এক গর্বের ইতিহাস রচনা করেছে।

নিজ ক্লাবের একাডেমি থেকেই উঠে আসা হামজা, মাঠে নিজের দৃঢ় নেতৃত্ব, পেশাদার মনোভাব ও সাহসিকতার জন্য পরিচিত। দীর্ঘদিন ধরে দলের হয়ে লড়াই করে এই গুরুত্বপূর্ণ ভূমিকায় নিজেকে প্রস্তুত করেছেন তিনি।

🗣️ ক্লাব জানিয়েছে:
“হামজা আমাদের দলের মূল্যবোধ ধারণ করে। তার অভিজ্ঞতা এবং তরুণদের অনুপ্রাণিত করার ক্ষমতা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার সাথে দারুণভাবে মিলে গেছে।”

এই অর্জন শুধু লেস্টার সিটির নয় — বরং এটি গোটা বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এক ঐতিহাসিক ও গর্বের মুহূর্ত।

"SEXY মানে কি?"বাসে বসে আছি সামনের সিটে প্রেমিক-প্রেমিকা বসে আছে। ছেলে ওর গার্লফ্রেন্ড কে বারবার বলছে "বাবু তোমাকে আজ অন...
06/08/2025

"SEXY মানে কি?"

বাসে বসে আছি সামনের সিটে প্রেমিক-প্রেমিকা বসে আছে। ছেলে ওর গার্লফ্রেন্ড কে বারবার বলছে "বাবু তোমাকে আজ অনেক সে&%ক্সি লাগছে...হঠাৎ এত সে&%ক্সি লাগতেসে কেনো..কি হলো হঠাৎ"। এইসব লুতুপুতু টাইপের তেল লাগানো কথা অনবরত বলছেই। এমনভাবে বলতেসে যেনো ক্যাটরিনা কাইফকে পটাই ফেলসে।
এইসব কথা শুনে আমার পাশে বসা আংকেল আমাকে জিজ্ঞাস করলো
"এই যে বাবা ঐ ছেলে যে বারবার পাশের মেয়েটাকে সে&%ক্সি লাগছে বলতেসে..এই সে&%ক্সি মানে কি..?
আমিতো পড়লাম মহাবিপদে। আসল অর্থ বললে আংকেল যদি খারাপ ভাবে আমাকে?
আর আমিতো ভালো ছেলে তাই বললাম আংকেল "সে&%ক্সি" মানে অসুস্থ।
একটুপর এক মহিলা বাসে মাথা ঘুরিয়ে পড়ে যায়।সেই আংকেল সাথেসাথে চিল্লাইয়া বলতেসে
"এত বেশি সে&%ক্সি হইলে বাসে উঠার কি দরকার..বাসায় থাকলেই চলতো?
ওনাকে বাসে ওঠার সময়ই দেখলাম সে&%ক্সি লাগতেসে অনেক। এইসব সেক্সি মেয়েগুলা এভাবে বের হবে আর রাস্তাঘাটে গুরুতরর সেক্সি হয়ে মানুষকেও ঝামেলায় ফেলবে...

Alvarez 🔥🔥
05/08/2025

Alvarez 🔥🔥

অফিসিয়াল: লিওনেল মেসির ইনজুরি আপডেট ✅পরীক্ষায় মেসির ডান পায়ের পেশীতে সামান্য আঘাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তার ফ...
05/08/2025

অফিসিয়াল: লিওনেল মেসির ইনজুরি আপডেট ✅

পরীক্ষায় মেসির ডান পায়ের পেশীতে সামান্য আঘাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তার ফিরে আসা ক্লিনিকাল অগ্রগতি এবং চিকিত্সার প্রতিক্রিয়ার উপর নির্ভর করবে।

মেসি কবে ফিরবেন তার কোনো নির্দিষ্ট তারিখ নেই। পুরোপুরি ফিট বোধ করলেই মাঠে ফিরবেন মেসি

দুর্দান্ত পারফর্ম করেছেন আমাদের হামজাখেলেছেন: ৭৫এসিস্ট: ১মোট শটঃ ০১সঠিক পাসঃ ৪৯/৫৬বলে টাচ : 74সঠিক ক্রস: 1/1ডুয়েলস জিতে...
05/08/2025

দুর্দান্ত পারফর্ম করেছেন আমাদের হামজা

খেলেছেন: ৭৫
এসিস্ট: ১
মোট শটঃ ০১
সঠিক পাসঃ ৪৯/৫৬
বলে টাচ : 74
সঠিক ক্রস: 1/1
ডুয়েলস জিতেছে: ৩/৫
ফটমব রেটিং: 7.7

এছাড়াও হামজা চৌধুরী ম্যাচে সবচেয়ে বেশি পাস (৪৯)দিয়েছেন।

🚨ম্যাক এলিস্টার, নাম্বার টেন 🔥🔥নতুন সিজেনে লিভারপুলের নাম্বার টেন জার্সিতে ম্যাক অ্যালিস্টার!!
05/08/2025

🚨ম্যাক এলিস্টার, নাম্বার টেন 🔥🔥
নতুন সিজেনে লিভারপুলের নাম্বার টেন জার্সিতে ম্যাক অ্যালিস্টার!!

ফেসবুক ইউটিউবের মনিটাইজেশন থেকে প্রাপ্ত অর্থ ঘরোয়া ক্রিকেটে বিনিয়োগ করা হবে! 🏏বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছে...
05/08/2025

ফেসবুক ইউটিউবের মনিটাইজেশন থেকে প্রাপ্ত অর্থ ঘরোয়া ক্রিকেটে বিনিয়োগ করা হবে! 🏏
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন—
"মিডিয়ার মনিটাইজেশন থেকে যে আয় হবে, তার একটি অংশ সরাসরি ঘরোয়া ক্রিকেটে দেওয়া হবে।" 💰

🔹 বুলবুলের বিশ্বাস,
ঘরোয়া ক্রিকেট যত শক্তিশালী হবে, জাতীয় দল ততই হবে পরিণত ও ধা'রালো। তাই দেশের ক্রিকেটের উন্নয়নের মূল চাবিকাঠি হিসেবেই দেখা হচ্ছে ঘরোয়া ক্রিকেটকে।

বর্তমানে কে সেরা.. আজেন্টিনার রোমেরো.. ☠️🇦🇷 (নাকি)**💫 পর্তুগালের মেন্ডিস.. ☠️🇵🇹দেখি কে জিতে.. 💣☠️
05/08/2025

বর্তমানে কে সেরা..
আজেন্টিনার রোমেরো.. ☠️🇦🇷 (নাকি)**💫
পর্তুগালের মেন্ডিস.. ☠️🇵🇹
দেখি কে জিতে.. 💣☠️

নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ভালো মানের উইকেটে খেলতে চায় বাংলাদেশ। এমনকি সুযোগ থাকলে ৩০০ রানের উইক...
05/08/2025

নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ভালো মানের উইকেটে খেলতে চায় বাংলাদেশ। এমনকি সুযোগ থাকলে ৩০০ রানের উইকেটেও খেলতে চায় লিটন দাসের বাংলাদেশ। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে গড়পড়তা উইকেটে খেলে এশিয়া কাপের প্রস্তুতি ব্যহত হয়েছে এমন অভিযোগ উঠেছিলো ক্রিকেট পাড়ায়। তবে এবার নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের আগে নড়েচড়ে বসেছে বিসিবি। এমনকি তিন ম্যাচের এই সিরিজ ঢাকায় না খেলে বরং অন্যত্র খেলার পরিকল্পনা করছে ক্রিকেট বোর্ড।

রবিবার সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানান নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ সিলেটে খেলা যায় কিনা সে ব্যাপারে চেষ্টা করছে ক্রিকেট বোর্ড। এমন উইকেটে বাংলাদেশ খেলতে চায় যেখানে প্রচুর রান করার সুযোগ থাকবে। আর সেই দিক বিবেচনায় সিলেটকেই এগিয়ে রাখছেন ফাহিম।

অলরাউন্ডার লিস্ট থেকে সাকিবের নাম কেটে দিয়েছে আইসিসি..🚨দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে না খেলায় সাকিবের নাম অলরাউন্ডার র‌্যা...
05/08/2025

অলরাউন্ডার লিস্ট থেকে সাকিবের নাম কেটে দিয়েছে আইসিসি..🚨

দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে না খেলায় সাকিবের নাম অলরাউন্ডার র‌্যাঙ্কিং থেকে বাদ দিলো আইসিসি। তবে, আবারো কখনো জাতীয় দলের হয়ে মাঠে নামলে তার আগের পয়েন্টস ফিরিয়ে দিয়ে অলরাউন্ডার লিস্টে যুক্ত করে দেওয়া হবে আইসিসি।

|

ব্রাজিলিয়ান সিরি’আতে জুভেনটেডেকে ৩-১ গোলে হারিয়েছে নেইমারের সান্তোস
05/08/2025

ব্রাজিলিয়ান সিরি’আতে জুভেনটেডেকে ৩-১ গোলে হারিয়েছে নেইমারের সান্তোস

Address

Bhangarhat
Gopalganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uttam Bairagi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uttam Bairagi:

Share

Category