মফিজুল ইসলাম

মফিজুল ইসলাম আসসালামু আলাইকুম,এই পেজে আপনাকে স্বাগতম

24/07/2023

৯৯ ভাগ ক্ষেত্রে 'রাগের মাথায়' একটা মিথ্যা শব্দ।

রিক্সাওয়ালাকে, বাড়ির কাজের লোককে, বৌকে/ প্রেমিকাকে, সন্তানকে ঠাস করে একটা চড় মেরে দিয়ে যারা বলেন 'রাগের মাথায়' মারছি, তারা কি রাগের মাথায় কখনো আপনার আম্মাকে/আব্বাকে, অফিসের বসকে, স্কুল কলেজ ভার্সিটির শিক্ষককে, দারোগা পুলিশকে দুই একটা চড় থাপ্পর মেরেছেন?

রাগের মাথায় কেউ কিছু করে না। যা করে তা করার রুচি তাদের রক্তে খেলা করে। তারা মানসিক ভাবে জানে/মানে যে বৌকে মারার অধিকার তার আছে৷ সে একটা দিলে তার বৌ ঘুরে তাকে আরেকটা দিবে না।

এইখানে স্যরি বলা একটা ফাত্রামি।

আপনার বোধগম্যতার পরীক্ষা করি।এ ছবিতে কি বুঝতে পেরেছেন,বলেনতো?
24/07/2023

আপনার বোধগম্যতার পরীক্ষা করি।
এ ছবিতে কি বুঝতে পেরেছেন,
বলেনতো?

11/07/2023

সুন্দর মুখের আড়ালে তার কদর্য রূপটা যেদিন তুমি ধরে ফেলতে পারবে,সেদিন থেকেই তুমি তার কাছে হয়ে উঠবে ঘনিষ্ঠ শত্রু।

04/07/2023

"আইকন অফ দ্য সিস" নামে বিশ্বের বৃহত্তম জাহাজটি 2024 সালের জানুয়ারিতে যাত্রা শুরু করতে চলেছে৷ রয়্যাল ক্যারিবিয়ান ইন্টা...
04/07/2023

"আইকন অফ দ্য সিস" নামে বিশ্বের বৃহত্তম জাহাজটি 2024 সালের জানুয়ারিতে যাত্রা শুরু করতে চলেছে৷ রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল নামক একটি জাহাজ তৈরি সংস্থার দ্বারা ফিনল্যান্ডে নির্মিত জাহাজটিতে 5610 জন যাত্রী এবং 2350 জন ক্রু সদস্য থাকবে৷ সমুদ্রের আইকনটি টাইটানিকের চেয়ে পাঁচ গুন বড় এবং এর ওজন 250,800 টন। যেখানে টাইটানিকের ওজন 50,210 টন। হাজার হাজার মানুষ এর প্রথম যাত্রীদের মধ্যে থাকার জন্য টিকিট বুক করেছে।
সূত্র:-সংবাদ সংস্থা

04/07/2023

"কাজ করে যাও ফলের আশা করো না"

এমন ধারণায় আমি অন্তত বিশ্বাস করি না। আমি যাকে ভালোবাসব,তার থেকেও ভালোবাসা নেব। যাকে বিশ্বাস করব তার থেকে বিশ্বস্ততা আশা করব,যাকে সহযোগিতা করব তার থেকে কৃতজ্ঞতা বোধের প্রত্যাশা করব। আমি উদার নই। উদারতা দেখালে মানুষ ওটাকে দুর্বলতা ভাবে। ভালোবাসলে অবহেলা করবে, বিশ্বাস করলে ঠকিয়ে যাবে, সরলতার সুযোগ নিয়ে কেউ প্রতারণা করবে, আমি এমন সম্পর্ক থেকে দূরে থাকি। উদারতার মত মহৎ গুণ দেখিয়ে নিজেকে বিলিয়ে দিয়ে ভগবান হওয়ার ইচ্ছে আমার নেই। আমি সাধারণ মানুষ। আমার চাওয়া পাওয়া আছে,রাগ অভিমান আছে। কারো খারাপ করব না, কিন্তু যার ভালো করব,তার থেকে ভালো ব্যবহারটুকু আশা করবই। জীবন দিয়ে বুঝেছি,অপাত্রে দান করলে সে দানের কোনো সম্মান থাকে না।

Address

Gopalganj
Gopalganj

Alerts

Be the first to know and let us send you an email when মফিজুল ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মফিজুল ইসলাম:

Share

Category