24/07/2023
৯৯ ভাগ ক্ষেত্রে 'রাগের মাথায়' একটা মিথ্যা শব্দ।
রিক্সাওয়ালাকে, বাড়ির কাজের লোককে, বৌকে/ প্রেমিকাকে, সন্তানকে ঠাস করে একটা চড় মেরে দিয়ে যারা বলেন 'রাগের মাথায়' মারছি, তারা কি রাগের মাথায় কখনো আপনার আম্মাকে/আব্বাকে, অফিসের বসকে, স্কুল কলেজ ভার্সিটির শিক্ষককে, দারোগা পুলিশকে দুই একটা চড় থাপ্পর মেরেছেন?
রাগের মাথায় কেউ কিছু করে না। যা করে তা করার রুচি তাদের রক্তে খেলা করে। তারা মানসিক ভাবে জানে/মানে যে বৌকে মারার অধিকার তার আছে৷ সে একটা দিলে তার বৌ ঘুরে তাকে আরেকটা দিবে না।
এইখানে স্যরি বলা একটা ফাত্রামি।