Muhammad Selim

Muhammad Selim Nothing to say at this moment �

07/07/2025

তুমি যাওনি কিছু বলে,
আজো পাল্টে ফেলিনি মন🌸

তোমাকে নিয়ে এই দোকানে দাঁড়িয়ে এক কাপ চা খেতে চাই. 🖤😊
06/07/2025

তোমাকে নিয়ে এই দোকানে দাঁড়িয়ে এক কাপ চা খেতে চাই. 🖤😊

"নফসের যুদ্ধ" নফসকে শৃঙ্খলিত করা  পাহাড় তুলনা দায়,  ক্ষণিকের ইচ্ছার আগুনে  জীবন যায় ছাই।  মনের গহীনে লুকিয়ে থাকে  লালসার...
25/06/2025

"নফসের যুদ্ধ"

নফসকে শৃঙ্খলিত করা
পাহাড় তুলনা দায়,
ক্ষণিকের ইচ্ছার আগুনে
জীবন যায় ছাই।

মনের গহীনে লুকিয়ে থাকে
লালসার অগ্নিশিখা,
বুদ্ধি দিয়ে নিয়ন্ত্রণ করলেও
ফিসফিসায় ফাঁকা কথিকা।

স্বার্থের মায়াজালে
আত্মা হয় বন্দী,
আর ঈমানের আলোয়
চলে অবিরাম দ্বন্দ্ব।

যে জিতলো নিজেকে,
সেই তো সত্যিকার শক্তিমান,
নফসের গোলামি থেকে মুক্তিই
জীবনের সবচেয়ে বড় সম্মান।

মনের বিশদে এক আকাশ খুঁজি,  যেখানে কেউ আমার না বলা কথাগুলো বুঝি।  নিভৃতে রাখা শত ব্যথা, শত অনুভব,  সেই একমাত্র সাথীই জানে...
19/06/2025

মনের বিশদে এক আকাশ খুঁজি,
যেখানে কেউ আমার না বলা কথাগুলো বুঝি।
নিভৃতে রাখা শত ব্যথা, শত অনুভব,
সেই একমাত্র সাথীই জানে তার গভীর অর্থ।

তুমি হয়তো চোখের সামনে নও,
তবুও মনে হও যেন প্রতিটি নিঃশ্বাসে থাকো।
একাকিত্বে যখন নেমে আসে নীরব আঁধার,
তুমি ঠিক তখনই হয়ে ওঠো আমার আলো-ভরা গাঁথা।

তুমি না চাইতেই বুঝে যাও—
ভালোবাসা, অভিমান, নিরব কান্না কিভাবে বয়ে যাই।
তুমি সেই অনন্তের সাথী,
যাকে হারালে আমি নিজেকেই হারাই।

17/06/2025

তোমারে দেখিবার মনে চায় 😔🌸🫶

ডায়ালাসিস করার সময় লাল নল থেকে শরীর থেকে রক্ত বের করা হয়, তারপর যন্ত্র দিয়ে পাশ করে আবার নীল নল দিয়ে শরীরে ঢুকানো হয়।একট...
11/06/2025

ডায়ালাসিস করার সময় লাল নল থেকে শরীর থেকে রক্ত বের করা হয়, তারপর যন্ত্র দিয়ে পাশ করে আবার নীল নল দিয়ে শরীরে ঢুকানো হয়।

একটি ডায়লাইসিস প্রত্রিুয়া প্রায় ৪ ঘন্টা স্থায়ী হয়, এবং রোগীদের সপ্তাহে ২ থেকে ৩ বার এই প্রক্রিয়া পুনরাবৃত্তি করতে হয়।

যাদের কিডনি সুস্থ তাদের একই কাজ প্রতিদিন ৩৬ বার অটোমেটিকভাবে হয়ে যায়, কোন ব্যথা ছাড়াই এবং সম্পূর্ণ শিথিলতার সাথে।

আপনি জানেন না আল্লাহ আমাদের উপর যখন তখন কত নেয়ামত বর্ষণ করছেন। তাই আল্লাহর অস্তিত্ব ভুলে যাওয়া উচিত নয় ।

11/06/2025

এইতো,মাত্র ২৬ বছর আগেও একটি ঘড়ি এতো দামী ছিল যে, রীতিমতো লোহার বাক্সো বানিয়ে তার নিরাপত্তা দিতে হতো।অথচ এখন এই লোহা ভাঙা...
11/06/2025

এইতো,
মাত্র ২৬ বছর আগেও একটি ঘড়ি এতো দামী ছিল যে, রীতিমতো লোহার বাক্সো বানিয়ে তার নিরাপত্তা দিতে হতো।
অথচ এখন এই লোহা ভাঙারির দোকানে কেজি দরে বিক্রি করলে ও এখন এমন দুই,তিনটি ঘড়ি কেনা যাবে।

শিক্ষা : যুগের সাথে তাল মিলিয়ে নিজেকেও পরিবর্তন করতে হয়। মিথ্যা বংশ গৌরব আর আদি মনমানসিকতা আমাদের কালের স্রোতে বিলীন করতে পারে🌸

আইসিসি রেনকিং থেকে সাকিব আল হাসানের নামটা নিচের দিকে যাওয়ায় একজন বাংলাদেশি হিসেবে কারো উল্লাস করা মানায় না। কারন আমরা এখ...
13/06/2024

আইসিসি রেনকিং থেকে সাকিব আল হাসানের নামটা নিচের দিকে যাওয়ায় একজন বাংলাদেশি হিসেবে কারো উল্লাস করা মানায় না।

কারন আমরা এখনো তার মতো এমন একজনকে খুঁজে পাইনি যে কি’না কোনো একটা সিংগেল সেক্টরে লাল সবুজের পতাকাকে সেরা তিনের মধ্যে তুলে ধরতে পারে, সবার উপরে বাদ ই দিলাম।

তার প্রতি অনেকের ক্ষোভ থাকতে পারে, ভালোবাসা না থাকতে পারে, তবে তার অবনতিতে খুশি হওয়ার কারন নেই। কারন ‘তার অবনতি মানেই বাংলাদেশের অবনতি..
কালেক্টেড

তুমি নাকি একজন কোক ভক্ত? কোক নয়, খাচ্ছ ভায়ের র*ক্ত।
10/06/2024

তুমি নাকি একজন কোক ভক্ত?
কোক নয়, খাচ্ছ ভায়ের র*ক্ত।

08/06/2024

অন্তরের গহীনে লুকিয়ে থাকা সকল বেদনার গল্প রব জানেন। 🖤🌸

Address

Gopalganj

Telephone

+8801538370892

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Selim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhammad Selim:

Share