12/01/2025
দুঃখ আছে বলেই সুখ গুলো এতো আনন্দময় হয়......
আমরা বেশীর ভাগ সময় ভালো থাকি, সুখে থাকি কিংবা অতটা খেয়াল করিনা কিভাবে কেটে যাচ্ছে - তার মানে নিশ্চিতভাবে দুঃখে বা কষ্টে থাকি না, কম বা বেশী ভালো থাকি।
কিন্তু অল্প একটু দুঃখ বা কষ্ট পেলেই তা আমরা অনেক বড় করে দেখি। মনে হয় এই বুঝি সব শেষ হয়ে গেলো !
রাগ কষ্ট দুঃখ অভিমান এগুলো থাকবেই জীবনে কিন্তু কতদিন পুষে রাখবেন এটা আপনার সিদ্ধান্ত !
আজকের দিনটা আর কোনদিনই ফিরে আসবে না... কখনই না ! তবে না পাওয়ার জন্য আজকের দিনটিই শেষ দিন নয়...
রাতের অন্ধকার শেষে যেমন সকাল হয়, দুঃখ-কষ্ট ও খারাপ সময়ও সব সময় থাকে না, আসে অল্প সময়ের জন্য।
অনেক সময় অন্যের সাথে তুলনা করতে গিয়ে অকারণে নিজের কষ্ট বাড়িয়ে ফেলেন, যার যা আছে তাই নিয়ে ভালো থাকার চেষ্টা করা উচিৎ। আমরা যেন সব সময় একটু নীচের দিকে তাকাই, যে কত হাজারো মানুষ আমাদের চেয়ে কত খারাপ অবস্থায় আছে, কষ্টে আছে দুঃখে আছে!
যে বিছানায় মন খারাপ করে বা হতাশ হয়ে শুয়ে আছেন, একবার ভাবেন ঐ বিছানাটা যদি হাসপাতালের বিছানা হতো, আপনি ব্যথায় কষ্টে ছটফট করছেন এবং শুধু একটু সুস্থ হবার জন্য বার বার আকুতি করছেন... অথচ আপনি সুস্থ আছেন এর চেয়ে মন ভালো করার মতো আর কিছু আছে !
মনে রাখবেন আপনার এমন কিছু গুন, যোগ্যতা ও দক্ষতা আছে যা অন্যের নেই। আপনি একজন ভালো মানুষ - এটাই দিন শেষে অনেক বড় যোগ্যতা।
শুধু স্বপ্ন দেখলে হবে না, সাহস করে শুরু করে দিতে হবে। যেখানে আটকে যাবেন, সেটা সমাধান না হওয়া পর্যন্ত লেগে থাকুন। দেখবেন একটা পর একটা জানালা খুলতে শুরু করেছে।
কাজ করে যেতে হবে সমস্ত ভালোবাসা দিয়ে, ছাড়তে হবে শেষ দেখে। আপাত ফলাফল যদি নাও আসে শেখা হয়ে যাবে অনেক কিছু।
নিজেকে অ্যাপ্রিসিয়েট করতে শেখা দরকার। মাঝে মাঝে নিজের কোন ভাল কাজকে নিজেই হাততালি দিন - আনেক আনন্দ লাগবে। প্রতিটি শেখা একটু একটু করে এগিয়ে দিবে আপনাকে প্রতিদিন, যেখানে তাড়াহুড়ার কোন সুযোগ নেই।
জীবনে ভাল থাকার জন্য অনেক কিছুর প্রয়োজন নেই, দরকার একটুখানি। এই একটুখানিতে হাসিমুখে জড়িয়ে থাকার নাম জীবন।
- ইকবাল বাহার
#উদ্যোক্তা
#নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন