
31/08/2025
রিপন মিয়া - পেশায় একজন কাঠমিস্ত্রি, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হলো, তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও সফল কন্টেন্ট ক্রিয়েটর। 💗এত বড় মাপের একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়েও তার মুখে একটাই কথা- “কাজ করতে ভালো লাগে।”
ভাবুন তো, মানুষ কতটা সহজ-সরল আর সাদা মনের হলে বারবার এমন কথা বলা সম্ভব! যেখানে অনেকেই সাফল্যের পর কাজ ভুলে যায়, সেখানে রিপন মিয়া নিজের শিকড়কেই আঁকড়ে ধরে রেখেছেন।সত্যিই, তিনি প্রমাণ করেছেন, মাটির কাছাকাছি থাকলেই আসল সম্মান আসে, ভালোবাসা জেতা যায় একদম সহজ সরল জীবন যাপন করে।
লেখক :- Himel Naki? 🤍
রিপন মিয়া শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটর নন, তিনি এক অনুপ্রেরণা।
এটাই বাস্তব, আই লাভ ইউ