04/10/2023
উনি ক্লাস নিচ্ছেন শিক্ষার্থীদের। একটা নম্বর থেকে বার বার কল আসায় উনি রিসিভ করতেই বলে উঠল, আমি নোবেল কমিটির মুখপাত্র। পরক্ষণে উনি বলেন, আমি ব্যস্ত, ক্লাস নিচ্ছি।
নোবেল কমিটির মুখপাত্র বললেন, বেশি সময় নিব না, আপনাকে অভিনন্দন জানাতে কল করেছি। আপনি পদার্থবিজ্ঞানে চলতি নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। অনেক অভিনন্দন আপনাকে।
এতটুকু বলেই উনি ফোন রেখে যথারীতি পুরো ক্লাস নিয়েছেন। ততক্ষণে পুরো ভার্সিটিতে তাঁর নোবেল জয়ের খবর ছড়িয়ে পড়ে। তাঁর কলিগস, শিক্ষার্থীরা ক্লাসরুমের বাইরে জড়ো হয়ে তাঁর জন্য অপেক্ষা করে। উনি ক্লাস শেষ করে রুম থেকে বের হতেই সবাই হাত তালি দিয়ে অভ্যর্থনা জানায় তাকে।
কতটা ডেডিকেটেড শিক্ষক উনি, বিশ্বের শ্রেষ্ঠ পুরস্কারে খবর পেয়েও আনন্দ উচ্ছ্বাস চেপে রেখে শিক্ষার্থীদের পুরো ক্লাস শেষ করে তাঁর দায়িত্ব ও কর্তব্য আগে পালন করেছেন। কী সুন্দর দৃশ্য! 💚
Courtesy: Farid Uddin Rony