পাটগাতী মুন্সী পাড়া

পাটগাতী মুন্সী পাড়া Patgati society

শুভ সকাল
08/08/2025

শুভ সকাল

07/08/2025

মন ছুয়ে যাওয়া মুহূর্ত।

Send a message to learn more

একবার পড়ুন আপনার চিন্তা ভাবনা পরিবর্তন হবে ইনশাআল্লাহ।
30/07/2025

একবার পড়ুন আপনার চিন্তা ভাবনা পরিবর্তন হবে ইনশাআল্লাহ।

জীবনের শেষ পর্যায়ে গিয়ে আপনি হয়ত ভাববেন...

এক হাত জমির জন্য নিজের আত্মীয়র সঙ্গে যে ঝগড়া করেছিলেন, সেটা ছিল এক বড় ভুল।

মিথ্যে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে কারও সঙ্গে প্রেমের অভিনয় করেছিলেন—সেটা ছিল নির্মমতা, ছিল অন্যায়।

ক্ষমতার দাপট দেখিয়ে দুর্বল প্রতিবেশীকে হয়রানি করেছিলেন—সেই সময় সেটাকে আপনি শক্তি ভেবেছিলেন, কিন্তু এখন বুঝবেন সেটা ছিল দুর্বলতা।

দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়েছিলেন—ভাবতেন এটাই সফলতা। অথচ আজ তা বোঝার চেয়েও ভারী মনে হবে।

উপরে উঠতে গিয়ে বন্ধুর সঙ্গে যে প্রতারণা করেছিলেন, তা আজ আপনার হৃদয়ে গিয়ে কাঁটার মতো বিঁধবে।

দিনের পর দিন মানুষকে অকারণে কষ্ট দিয়েছেন—হয়তো নিজের অহংকারে, হয়তো সাময়িক স্বার্থে।

জীবনের শেষ প্রান্তে এসে আপনি বুঝবেন...

কিছু কিছু জায়গায় যদি একটু ছাড় দিতেন, জীবনটা অনেক শান্তিময় হতে পারত।

অনেক টাকা রোজগার না করলেও জীবনটা খুব একটা ক্ষতিগ্রস্ত হতো না, এই সত্যটা ততদিনে খুব ভালোভাবে অনুভব করবেন।

আপনি টের পাবেন, টাকা দিয়ে সুখ কেনা যায় না। আর অন্যকে কষ্ট দিয়ে নিজের ভালো থাকা সম্ভব নয়।

সবচেয়ে বড় ব্যর্থতা তখন আপনার মনে হবে—

আপনি মানুষের দোয়া আর আশীর্বাদ অর্জন করতে পারেননি।

লোকের শ্রদ্ধা ও ভালোবাসা না পাওয়ার যন্ত্রণাটাই তখন হয়ে উঠবে আপনার জীবনের সবচেয়ে গভীর আফসোস।

আপনি কেবল চাইবেন—একটা কষ্টহীন স্বাভাবিক মৃত্যু।

মৃত্যুশয্যায় শ্বাসকষ্টে যখন ধুঁকতে থাকবেন, তখনই ভাববেন—মানুষের অভিশাপ কুড়িয়ে এনে যে জীবন কাটালেন, সেটাই ছিল আপনার সবচেয়ে বড় ভুল।

তবে এটা ভেবে মন খারাপের কোন সুযোগ নেই, এখনও সময় আছে। আপনি চাইলেই পারেন এইসব ভুল থেকে বেরিয়ে এসে এক নতুন জীবন শুরু করতে। ভালোবাসা, সহানুভূতি, ক্ষমাশীলতা আর সততার পথে হাঁটুন। মানুষকে ভালোবাসুন, সম্মান করুন। কারণ জীবনের শেষ প্রান্তে এসে শান্তি পেতে হলে, আজ থেকেই ভালো মানুষ হওয়ার সিদ্ধান্ত নিতে হবে। জীবনকে গড়ার জন্য কখনও দেরি হয় না।
# সর্বোপরি একটা কথা এতো অহংকার, দূর্নীতি, মানুষকে ঠকিয়ে সম্পদ অর্জন, এতো এতো সম্পদ কার জন্য রেখে যাবেন। কবরে কিন্তু আপনাকে একাই যেতে হবে। কেউ থাকবে না সে ভয়ংকর দিনে।

🙏🙏যদি পারেন মৃত্যুর আগে আপনাকে কোথায় মাটি দেওয়া হবে সেই জায়গাটা ঠিক করে রাখবেন। সময় পেলে সকাল-বিকাল আপনাকে যেখানে কবর দেওয়া হবে সেই জায়গাটা দেখতে যাবেন। আর কল্পনা করুন এই মাটির নীচে এইখানে আমার শেষ অশ্রয়স্থল। 😢

"গুগল স্টোরেজ খালি করার ফুল গাইড (Step by Step)"১. Google Storage চেক করুন:**  ভিজিট করুন  https:/ /one.google .com/stor...
30/07/2025

"গুগল স্টোরেজ খালি করার ফুল গাইড (Step by Step)"

১. Google Storage চেক করুন:
** ভিজিট করুন https:/ /one.google .com/storage
এখানে আপনি দেখতে পাবেন কোন অংশে (Gmail, Drive, Photos) কত MB/GB জায়গা নিচ্ছে।
২. Gmail থেকে জায়গা খালি করা:
বড় সাইজের ইমেইল খুঁজে বের করুন:
Gmail সার্চ বারে লিখুন:
has :attachment larger:10M

Delete করুন:
১. একসাথে সিলেক্ট করে “ Trash”-এ দিন
২. তারপর Trash ফোল্ডারে গিয়ে “Empty Trash” করুন
স্প্যাম ও প্রমোশন মুছুন:
Spam ফোল্ডার: "Spam → Delete all spam messages now"
Promotions ট্যাব: সিলেক্ট করে → Delete
৩. Google Drive থেকে জায়গা খালি করা:
বড় ফাইল খুঁজুন:
Google Drive-এ ভিজিট করুন https:// drive. google .com /drive/quota
এখানে বড় ফাইলগুলো উপরে দেখাবে। অপ্রয়োজনীয় ফাইলগুলো: Delete → Trash → “Empty Trash”
৪. Google Photos থেকে জায়গা খালি করা:
Unwanted ফটো/ভিডিও Delete করুন:
Google Photos-এ ভিজিট করুন https:// photos. google. com
স্ক্রিনশট, ব্লার্ড ফটো, ডুপ্লিকেট ভিডিও মুছুন
Albums → Recently Deleted → Empty Trash
Storage saver চালু করুন:
Photos Settings → Backup → Storage saver (high quality) অপশন চালু করুন (Original Quality না)
৫. Google One থেকে Clean-up টুল ব্যবহার করুন:
ভিজিট করুন https:// one. google. com/ storage /management
এখানে আপনি দেখতে পাবেন:
Large Files/Deleted Emails/Spam & Trash/Unused Attachments
→ এক ক্লিকে Delete করতে পারবেন।
৬. Google Chat, Meet এর রেকর্ডিং মুছুন (যদি থাকে):
Google Drive-এ গিয়ে type:video বা chat লিখে সার্চ করুন → Delete করুন

প্রতি মাসে ১বার এসব ক্লিনআপ করলে আপনার 15GB ফ্রি স্টোরেজ অনেক দিন ব্যবহার করতে পারবেন।

ঘরে বসেই বিভিন্ন দেশের ভিসা চেক করুন:১। তানজানিয়া www.tanzania.go.tz২। কাতার www.moi.gov.qa/site/english৩। কুয়েত www.m...
27/02/2025

ঘরে বসেই বিভিন্ন দেশের ভিসা চেক করুন:
১। তানজানিয়া www.tanzania.go.tz
২। কাতার www.moi.gov.qa/site/english
৩। কুয়েত www.moi.gov.kw
৪। পাকিস্তান www.moitt.gov.pk/
৫। সৌদি আরব www.moi.gov.sa/
৬। দুবাই/আরব আমিরাত www.moi.gov.ae
৭। মিশর www.moiegypt.gov.eg/english/
৮। বাংলাদেশ www.moi.gov.bd
৯। সাইপ্রাস http://moi.gov.cy/
১০। নেপাল http://www.moic.gov.np/
১১। আলবেনিয়া http://www.moi.gov.al/
১২। জামবিয়া http://www.moi.gov.gm/
১৩। জর্দান http://www.moi.gov.jo/
১৪। ইন্ডিয়া http://labour.nic.in/
১৫। কেনিয়া www.labour.go.ke/
১৬। ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
১৭। সিংগাপুর: www.mom.gov.sg/
সিঙ্গাপুরের ভিসা চেক করতে: http://singapore.embassyhomepage.com/
১৮। গ্রীস www.mddsz.gov.si/en
১৯। শ্রীলংকা: www.labourdept.gov.lk/
২০। দক্ষিণ আফ্রিকা www.labour.gov.za/
২১। ইরান: www.irimlsa.ir/en
২২। গানা www.ghana.gov.gh/
২৩। থাইল্যান্ড: www.mfa.go.th
২৪। বাহরাইন: www.mol.gov.bh
২৫। ভূটান www.molhr.gov.bt/
২৬। কলমবিয়া www.labour.gov.bc.ca/esb/ www.gov.bc.ca/citz
২৭। কানাডা: www.labour.gov.on.ca/english/
২৮। বারবাডোস www.labour.gov.bb/
২৯। কোরিয়া: www.moel.go.kr/english
৩০। জাপান www.mhlw.go.jp/english/
৩১। সাইপ্রাস www.mfa.gov.cy/
৩২। ভিয়েতনাম english.molisa.gov.vn/
৩৩। নিউজিল্যান্ড www.dol.govt.nz/
৩৪। নামিবিয়া www.mol.gov.na/
৩৫। মালদ্বীপ mhrys.gov.mv/
৩৬। মায়ানমার www.mol.gov.mm/
৩৭। লেবানন www.labor.gov.lb/
৩৮। পোল্যান্ড www.mpips.gov.pl/en
৩৯। ইংল্যান্ড www.ukba.homeoffice.gov.uk
৪০। বুলগেরিয়া www.mlsp.government.bg/en
৪১। আমেরিকা www.dvlottery.state.gov/ESC www.dol.gov/
৪২। স্পেন: www.mtin.es/en
৪৩। ইউক্রেইন www.mlsp.gov.ua/
৪৪। উগান্ডা www.mglsd.go.ug/
৪৫। পেলেস্তাইন www.mol.gov.ps/
৪৬। ব্রুনাই: www.labour.gov.bn/
৪৭। ইয়ামেন: www.dol.gov/
৪৮। নেদারল্যান্ড: english.szw.nl/
৪৯। জামবিয়া: www.mlss.gov.zm
৫০। অষ্ট্রেলিয়া: www.workplace.gov.au/
৫১। জিমবাবুয়ে www.dol.gov/
৫২। ফিলিফাইন: www.dole.gov.ph/
৫৩। মালয়েশিয়া: www.mohr.gov.my
৫৪। রাশিয়া: www.labour.gov.on.ca/
৫৫। ভারতীয় ভিসা আবেদন: www.indianvisaonline.gov.in/visa/
http://indianvisaonline.gov.in/visa/indianVisaReg.jsp
৫৬।UAE ভিসা চেক: http://united-arab-emirates.visahq.com/
৫৭।কানাডা : www.cic.gc.ca/english/index.asp
৫৮।ওমান : www.rop.gov.om/english/onlineservices-visastatus.asp
৫৯। ওমানের ভিসা : www.rop.gov.om/
৬০। Entry Permit চেক করার জন্য www.moi.gov.ae/
৬১। বাহরাইন www.markosweb.com/www/mol.gov.sa/
৬২। সৌদি আরব: www.saudiembassy.net/
৬৩। হাঙ্গেরী: www.huembwas.org/

The United Republic of Tanzania, Government Portal | Jamhuri ya Muungano wa Tanzania, Tovuti kuu ya Serikali

Address

Tungipara
Tungipara
8121

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801983823234

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাটগাতী মুন্সী পাড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পাটগাতী মুন্সী পাড়া:

Share

Category