12/12/2025
🎙️GSTU Radio Presents Weekly Article: Illusion—আমরা কি সত্যকে ভুল দেখছি?🌀
আপনি কি কখনও ভেবে দেখেছেন, যা দেখছেন, অনুভব করছেন বা বিশ্বাস করছেন, সেসবের কতটুকু সত্যি এবং কতটুকু ভ্রম? বাস্তবতা অনেক সময় আমাদের মন যেমন ভাবে তেমনভাবেই রূপ নেয়। ঠিক সেখান থেকেই জন্ম হয় Illusion এর।
Illusion শব্দটিতে ব্যবহৃত হয়েছে মাত্র ৯ টি letters। তবে ৯ টি হলেও এর গভীরতা বিশাল, মানে বাস্তব জীবনে। কি অদ্ভুত লাগছে? কিভাবে এই শব্দটির আদিপত্য এতো হতে পারে, ভাবছেন? ভাবতে থাকুন। ভাবুন যে,এর গভীরতা এতো বিশাল কিভাবে? কিভাবে বাস্তব জীবনে মিশে আছে? ভাবুন যে, আপনি কি কখনো তার উপলব্ধি করেছেন? না-কি করেননি? এই ভাবতে ভাবতে আপনার মাঝে আরেকটি ভ্রমের সৃষ্টি হবে মানে Illusion এর জন্ম হবে। কি, অন্যরকম লাগছে? আপনি যার সন্ধানে ছুটছেন, যার সত্যতা এবং প্রভাব উদঘাটন করতে চাচ্ছেন, কিন্তু অন্যদিকে তারই আবিষ্কার করে ফেলেছেন। তার মানে হলো, illusion..... illusion এর মাঝে আবার illusion ক্রমান্বয়ে চলছে তো চলছে, এভাবেই তো এর গভীরতা বিশাল হয়েছে।
⏳Time Illusion
আমাদের মাঝে যদি illusion থেকে থাকে তার মধ্যে অন্যতম illusion হচ্ছে time illusion। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো বিষয়টাকে নিয়ে আসা হয়েছে এই Time এর মাঝে। আমাদের জীবনে Time এর প্রয়োজনই কেন? কখনো কি ভেবেছেন? Time ছাড়া কি আমরা জন্ম থেকে মৃত্যু পুরো বিষয়টাকে অতিবাহিত করতে পারতাম না? রাত আর দিন তো প্রতিদিন একই নিয়মে হচ্ছে, সূর্য সেই একই স্থান থেকে উদিত হচ্ছে, সেই একই জায়গায় অস্ত যাচ্ছে তার নিয়মে। একই ঘটনা ঘটছে প্রতিনিয়ত, কিন্তু আমরা পুরো ঘটনাকে দেখছি অন্যভাবে। আমরা সূর্য উদিত হওয়া আর অস্ত যাওয়ার মাঝে যোগ করে দিয়েছি Time। তবে একটু ভেবে দেখলে দেখা যাবে, পৃথিবীতে সূর্য কখনো উদিত হয় না বা অস্ত যায় না। বরং পৃথিবী সূর্যের চারপাশে পরিভ্রমণ করে একপাশ থেকে আরেকপাশে চলে যায়। পৃথিবীর যেই পাশটুকু সূর্যের দিকে থাকে, ততটুকু আলোকিত হয়, তার বাকিটুকু অন্ধকার এভাবেই ক্রমান্বয়ে চলতে থাকে আলো ও অন্ধকারের খেলা। তবে বলুন এই সকল ঘটনায় Time এর কি ভূমিকা রয়েছে? Time কখনো ধরা যায় না, ছোঁয়াও যায় না এ শুধু আমাদের মস্তিষ্কের illusion ছাড়া আর কিছুই না।
কিছু বাস্তব ঘটনার উপস্থাপনের মাধ্যমে এই Time illusion ব্যাপারটা আরেকটু পরিষ্কার করা যাক।
সালটি ছিল ১৫৮২। ওই বছরের ক্যালেন্ডারের পাতা ওল্টাতে ওল্টাতে চোখে পরবে এক অদ্ভুত ব্যাপার। অদ্ভুত ব্যাপার বলার কারণ হলো, ১৫৮২ সালে অক্টোবর মাস থেকে গায়েব হয়ে যায় ১০ দিন। ও-ই সময়ের ক্যালেন্ডারে চোখ বুলালে দেখতে পাবেন ৪ তারিখের পর ১৫ তারিখ। যা,Time এর মতে এক রাত অতিক্রম করার মধ্যে দিয়ে সেই সময়ের মানুষের জীবন থেকে ১০ দিন অতিবাহিত হয়ে গিয়েছে। কিন্তু ব্যাপারটা এমন কেন ভাবতে হলো সেই সময়ের মানুষদের? কেন ভাবতে হলো তারা ১০ দিন অতিক্রম করে ফেলেছে? কারণ তাদের মধ্যে তৈরি হয়েছিল Time এর Illusion, যা তাদেরকে ভাবতে বাধ্য করেছিল যে,তারা এক রাতের মধ্যে দিয়ে ১০ দিন অতিক্রম করে এসেছে।
তেমনিভাবে ১৭৫২ সালে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। ১৭৫২ সালের সেপ্টেম্বর মাসের ২ তারিখের এর পর ১৪ তারিখের অবস্থান। মাঝখানে অতিবাহিত হয়ে গিয়েছিল ১২ টি দিন, যা তখনকার মানুষদের জন্য ছিল এক বিস্ময়কর ঘটনা।
এমনভাবে যদি ভবিষ্যতে নিয়ে যাওয়া সম্ভব হয় Time দ্বারা, তাহলে অতীতে ফিরে যাওয়া কি সম্ভব না? সম্ভব হবে কি Time দ্বারা বর্তমানকে আটকে দেয়া? তবে এই পুরো ঘটনাটিকে যদি অন্যভাবে ভাবা যায়, তাহলে দেখা যাবে সম্পূর্ণ বিষয়টি Time illusion ছাড়া আর কিছুই না। যা আমাদের মস্তিষ্ক তার মতো করে গড়ে তোলে এবং পরবর্তীতে ভাবতে ও বিশ্বাস করতে শেখায়।
🤔Illusion নিয়ে আপনারা কী ভাবছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত।
🎙️জানুন, শিখুন, মজা নিন শুধু GSTU Radio-তে।
✍️
নাম :ফাতেমা জাহান কেয়া
বিভাগ :লোকপ্রশাসন
শিক্ষাবর্ষ: ২০২৪-২০২৫