GSTU Radio

GSTU Radio Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from GSTU Radio, Radio Station, Gopalganj.

GSTU Radio একটি অলাভজনক, অরাজনৈতিক এবং শিক্ষামূলক প্ল্যাটফর্ম, যা শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে কাজ করে। এই রেডিওর মাধ্যমে শিক্ষার্থীরা সাংস্কৃতিক চর্চা, সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির সুযোগ পাবে।

‎🎙️GSTU Radio Presents Weekly Article: Illusion—আমরা কি সত্যকে ভুল দেখছি?🌀‎‎আপনি কি কখনও ভেবে দেখেছেন, যা দেখছেন, অনুভব ...
12/12/2025

‎🎙️GSTU Radio Presents Weekly Article: Illusion—আমরা কি সত্যকে ভুল দেখছি?🌀

‎আপনি কি কখনও ভেবে দেখেছেন, যা দেখছেন, অনুভব করছেন বা বিশ্বাস করছেন, সেসবের কতটুকু সত্যি এবং কতটুকু ভ্রম? বাস্তবতা অনেক সময় আমাদের মন যেমন ভাবে তেমনভাবেই রূপ নেয়। ঠিক সেখান থেকেই জন্ম হয় Illusion এর।

‎Illusion শব্দটিতে ব্যবহৃত হয়েছে মাত্র ৯ টি letters। তবে ৯ টি হলেও এর গভীরতা বিশাল, মানে বাস্তব জীবনে। কি অদ্ভুত লাগছে? কিভাবে এই শব্দটির আদিপত্য এতো হতে পারে, ভাবছেন? ভাবতে থাকুন। ভাবুন যে,এর গভীরতা এতো বিশাল কিভাবে? কিভাবে বাস্তব জীবনে মিশে আছে? ভাবুন যে, আপনি কি কখনো তার উপলব্ধি করেছেন? না-কি করেননি? এই ভাবতে ভাবতে আপনার মাঝে আরেকটি ভ্রমের সৃষ্টি হবে মানে Illusion এর জন্ম হবে। কি, অন্যরকম লাগছে? আপনি যার সন্ধানে ছুটছেন, যার সত্যতা এবং প্রভাব উদঘাটন করতে চাচ্ছেন, কিন্তু অন্যদিকে তারই আবিষ্কার করে ফেলেছেন। তার মানে হলো, illusion..... illusion এর মাঝে আবার illusion ক্রমান্বয়ে চলছে তো চলছে, এভাবেই তো এর গভীরতা বিশাল হয়েছে।

‎⏳Time Illusion
‎আমাদের মাঝে যদি illusion থেকে থাকে তার মধ্যে অন্যতম illusion হচ্ছে time illusion। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো বিষয়টাকে নিয়ে আসা হয়েছে এই Time এর মাঝে। আমাদের জীবনে Time এর প্রয়োজনই কেন? কখনো কি ভেবেছেন? Time ছাড়া কি আমরা জন্ম থেকে মৃত্যু পুরো বিষয়টাকে অতিবাহিত করতে পারতাম না? রাত আর দিন তো প্রতিদিন একই নিয়মে হচ্ছে, সূর্য সেই একই স্থান থেকে উদিত হচ্ছে, সেই একই জায়গায় অস্ত যাচ্ছে তার নিয়মে। একই ঘটনা ঘটছে প্রতিনিয়ত, কিন্তু আমরা পুরো ঘটনাকে দেখছি অন্যভাবে। আমরা সূর্য উদিত হওয়া আর অস্ত যাওয়ার মাঝে যোগ করে দিয়েছি Time। তবে একটু ভেবে দেখলে দেখা যাবে, পৃথিবীতে সূর্য কখনো উদিত হয় না বা অস্ত যায় না। বরং পৃথিবী সূর্যের চারপাশে পরিভ্রমণ করে একপাশ থেকে আরেকপাশে চলে যায়। পৃথিবীর যেই পাশটুকু সূর্যের দিকে থাকে, ততটুকু আলোকিত হয়, তার বাকিটুকু অন্ধকার এভাবেই ক্রমান্বয়ে চলতে থাকে আলো ও অন্ধকারের খেলা। তবে বলুন এই সকল ঘটনায় Time এর কি ভূমিকা রয়েছে? Time কখনো ধরা যায় না, ছোঁয়াও যায় না এ শুধু আমাদের মস্তিষ্কের illusion ছাড়া আর কিছুই না।

‎কিছু বাস্তব ঘটনার উপস্থাপনের মাধ্যমে এই Time illusion ব্যাপারটা আরেকটু পরিষ্কার করা যাক।

‎সালটি ছিল ১৫৮২। ওই বছরের ক্যালেন্ডারের পাতা ওল্টাতে ওল্টাতে চোখে পরবে এক অদ্ভুত ব্যাপার। অদ্ভুত ব্যাপার বলার কারণ হলো, ১৫৮২ সালে অক্টোবর মাস থেকে গায়েব হয়ে যায় ১০ দিন। ও-ই সময়ের ক্যালেন্ডারে চোখ বুলালে দেখতে পাবেন ৪ তারিখের পর ১৫ তারিখ। যা,Time এর মতে এক রাত অতিক্রম করার মধ্যে দিয়ে সেই সময়ের মানুষের জীবন থেকে ১০ দিন অতিবাহিত হয়ে গিয়েছে। কিন্তু ব্যাপারটা এমন কেন ভাবতে হলো সেই সময়ের মানুষদের? কেন ভাবতে হলো তারা ১০ দিন অতিক্রম করে ফেলেছে? কারণ তাদের মধ্যে তৈরি হয়েছিল Time এর Illusion, যা তাদেরকে ভাবতে বাধ্য করেছিল যে,তারা এক রাতের মধ্যে দিয়ে ১০ দিন অতিক্রম করে এসেছে।

‎তেমনিভাবে ১৭৫২ সালে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। ১৭৫২ সালের সেপ্টেম্বর মাসের ২ তারিখের এর পর ১৪ তারিখের অবস্থান। মাঝখানে অতিবাহিত হয়ে গিয়েছিল ১২ টি দিন, যা তখনকার মানুষদের জন্য ছিল এক বিস্ময়কর ঘটনা।

‎এমনভাবে যদি ভবিষ্যতে নিয়ে যাওয়া সম্ভব হয় Time দ্বারা, তাহলে অতীতে ফিরে যাওয়া কি সম্ভব না? সম্ভব হবে কি Time দ্বারা বর্তমানকে আটকে দেয়া? তবে এই পুরো ঘটনাটিকে যদি অন্যভাবে ভাবা যায়, তাহলে দেখা যাবে সম্পূর্ণ বিষয়টি Time illusion ছাড়া আর কিছুই না। যা আমাদের মস্তিষ্ক তার মতো করে গড়ে তোলে এবং পরবর্তীতে ভাবতে ও বিশ্বাস করতে শেখায়।

‎🤔Illusion নিয়ে আপনারা কী ভাবছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত।

‎🎙️জানুন, শিখুন, মজা নিন শুধু GSTU Radio-তে।

‎✍️
‎নাম :ফাতেমা জাহান কেয়া
‎বিভাগ :লোকপ্রশাসন
‎শিক্ষাবর্ষ: ২০২৪-২০২৫

ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫⚽কোয়ার্টার ফাইনাল–৪গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যা...
08/12/2025

ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫
⚽কোয়ার্টার ফাইনাল–৪

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বনাম
গণ বিশ্ববিদ্যালয়

📍 ভেন্যু: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা
🗓️ ৮ ডিসেম্বর ২০২৫, সোমবার
⏰ সময়: বেলা ২টা

🎉 GSTU Radio-এর পক্ষ থেকে আমাদের বিশ্ববিদ্যালয় দলকে রইল আন্তরিক শুভেচ্ছা ও অনন্ত সমর্থন!
মাঠে জয়ের জন্য খেলোয়াড়দের প্রতি রইল অফুরন্ত শুভ কামনা💙⚽🤍

05/12/2025

এক সফল গোবিপ্রবিয়ানের গল্প নিয়ে আসছে, GSTU Radio.
“BCS প্রস্তুতির পথনকশা: অনুপ্রেরণা, কৌশল ও সফলতার বাস্তব অভিজ্ঞতা”

� New to streaming or looking to level up? Check out StreamYard and get $10 discount! �

🎙 GSTU Radio Presents: BCS Journey of GSTUian.📚 BCS প্রস্তুতি ও অনুপ্রেরণার এক বিশেষ আয়োজনGSTU Radio আয়োজন করতে যাচ্ছে B...
04/12/2025

🎙 GSTU Radio Presents: BCS Journey of GSTUian.

📚 BCS প্রস্তুতি ও অনুপ্রেরণার এক বিশেষ আয়োজন

GSTU Radio আয়োজন করতে যাচ্ছে BCS Journey নিয়ে একটি অনুপ্রেরণামূলক সেশন, যেখানে থাকছেন আমাদের গর্বিত GSTUian—
✨ Milon Roy
Education Cadre (45th BCS), Mathematics

🗓️ তারিখ: ৫ ডিসেম্বর ২০২৫
⏰ সময়: রাত ৯.০০টা
📍 লাইভ: GSTU Radio (Facebook Live)

এই বিশেষ সেশনে BCS নিয়ে স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য থাকছে—
🔸 প্রশ্নোত্তর পর্ব
🔸 প্রস্তুতির পথচলা
🔸 চ্যালেঞ্জ ও সফলতার গল্প
🔸 ক্যাডার বাছাই, পড়াশোনার কৌশলসহ আরও গুরুত্বপূর্ণ আলোচনা

BCS সম্পর্কে সকল প্রশ্ন, দুশ্চিন্তা ও আকাঙ্ক্ষার উত্তর দেওয়া হবে এই অনুষ্ঠানে।

💫 সকলের আমন্ত্রিত এই অনুপ্রেরণামূলক সেশনে যুক্ত হওয়ার জন্য।
Radio
Journey

A leader in the Club, a topper in the classroom! ✨🎓Heartiest Congratulations to Sanjida Mim!President of GSTU Radio and ...
02/12/2025

A leader in the Club, a topper in the classroom! ✨🎓

Heartiest Congratulations to Sanjida Mim!
President of GSTU Radio and a shining star of the Law Department — achieving GPA 3.95 in the 7th semester and securing 1st position is a mark of true excellence.

Your achievement is a matter of pride for both GSTU Radio and the Law Department.
Your hard work, brilliance, and leadership set a new standard for inspiration. Keep rising and keep inspiring. Your inspiring journey continue to motivate everyone around you.

চাকরির খাঁচা না ব্যবসার ডানা-কোন পথে যাচ্ছে বাংলাদেশের তরুণেরা?"স্বপ্ন দেখতে ভয় করো না, তবে বাস্তবতার মাটিতে পা রেখো” -হ...
02/12/2025

চাকরির খাঁচা না ব্যবসার ডানা-কোন পথে যাচ্ছে বাংলাদেশের তরুণেরা?

"স্বপ্ন দেখতে ভয় করো না, তবে বাস্তবতার মাটিতে পা রেখো” -হুমায়ুন আহমেদ

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত ও ভাবনার বিষয়গুলোর একটি হচ্ছে —

তরুণরা কী চাকরির পেছনে ছুটবে, নাকি নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে?

বিশ্ববিদ্যালয়ের গেট পেরিয়ে যেই মুহূর্তে একজন শিক্ষার্থী বেরিয়ে আসেন, তখনই এই প্রশ্নটা ধেয়ে আসে —
"চাকরি করবো? নাকি নিজের কিছু শুরু করবো?"

তাহলে চলুন কিছু বিষয় জেনে আসা যাক,একজন গ্রাজুয়েট প্রতিনিয়ত যেগুলো সম্মুখীন হয়ঃ

বাংলাদেশে চাকরি পাওয়ার স্বপ্ন এখনো অধিকাংশ পরিবারের প্রধান আকাঙ্ক্ষা।
বিশেষ করে সরকারি চাকরি যেন একটি ‘সোনার হরিণ’।
“বিসিএস দিবি তো?” — এই প্রশ্নটা যেন যে কোনো তরুণের পরিচিত শব্দ।
কিন্তু বাস্তবতা হলো, প্রতিবছর লক্ষ লক্ষ প্রার্থী পরীক্ষায় বসে, পাস করে হাতে গোনা কয়েক হাজার।
অন্যদিকে, প্রাইভেট সেক্টরেও মেধাবীদের জায়গা সীমিত, বেতন কাঠামোও অনেক সময় যথাযথ নয়।

বর্তমানে অনেক তরুণ নতুনভাবে ভাবছে — নিজের একটা স্টার্টআপ, অনলাইন বিজনেস, বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ার কথা।
ফেসবুক বা ইউটিউব খুললেই দেখা যায় — “১০ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করুন”,উদ্যোক্তা হোন” — এই ধরণের প্রচুর কন্টেন্ট।
কিন্তু ব্যবসা মানেই কি সহজ?
না, বরং ব্যবসার শুরুতেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো — মূলধন,পরিবার/সমাজের সমর্থন,সঠিক দিকনির্দেশনার অভাব,ব্যবসায়িক শিক্ষা না থাকা।
এক জরিপে দেখা গেছে, বাংলাদেশের ১৮-৩৫ বছর বয়সী ৬৫% তরুণ মনে করে তারা চাকরি পাবে না, তাই নিজের কিছু করতে চায়।
কিন্তু তাদের ৮০% এরই কোন সুনির্দিষ্ট পরিকল্পনা নেই।অর্থাৎ, তারা চাইছে, কিন্তু জানে না কীভাবে সম্ভব।
তরুণদের একটা বড় অংশ মনে করে—
"চাকরি মানে নিরাপত্তা, কিন্তু স্বাধীনতা নেই।"
"ব্যবসা মানে স্বাধীনতা, কিন্তু অনিশ্চয়তা বেশি।"
এই দ্বন্দ্ব থেকেই তৈরি হয় দোদুল্যমানতা। অনেকেই মাঝপথে দুটোর কোনোটাই ধরে রাখতে পারে না।

প্রখ্যাত শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল একবার বলেছিলেন,

“আমরা যদি তরুণদের স্বপ্ন দেখতে না দিই, তারা কেবল চাকরির জন্য বাঁচবে। কিন্তু যে দেশ গড়তে চায়, তাকে স্বপ্নবাজ মানুষ হতে হবে।”

সফল উদ্যোক্তা সাবিরুল ইসলাম (বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ) বলেছেন:

“তুমি যদি নিজের স্বপ্ন নিয়ে কাজ না করো, তবে কেউ একজন তোমাকে তার স্বপ্ন পূরণের জন্য নিয়োগ করবে।”

আমাদের প্রয়োজন দুই পথের সমন্বয়।
তরুণদের জন্য দরকার:
ব্যবসার শিক্ষা ও প্রশিক্ষণ (এন্টারপ্রেনারশিপ কোর্স),চাকরির পাশাপাশি ছোট উদ্যোগ শুরুর সুযোগ,ব্যর্থতাকে ভয় না পেয়ে শেখার মানসিকতা,
সরকারি ও বেসরকারি সহায়তা, স্টার্টআপ ইনকিউবেশন।

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে তার ৭ কোটিরও বেশি তরুণ জনগোষ্ঠীর উপর।
চাকরি হোক বা ব্যবসা, প্রয়োজন মেধার সঠিক দিকনির্দেশনা ও আত্মবিশ্বাস।

মূলত, চাকরি এবং ব্যবসা - দুটি পথই গুরুত্বপূর্ণ।বর্তমান সময়ে উপার্জনের মাধ্যম একটি হলে সংসার চালানোটা দুর্বিষহ হয়ে পড়েছে। কেননা জিনিসপত্রের দাম এত বেশি যে প্রত্যহিক/ দৈনন্দিন খরচ চালানো কঠিন। তাই যদি কেউ ব্যবসা করে তাহলে একটা ব্যবসার উপর ফোকাস না দিয়ে একসাথে কয়েকটা সেক্টরে ব্যবসা করা উচিত। আর যদি কেউ চাকরি করে তাহলে চাকরির পাশাপাশি একটি ব্যবসা পরিচালনা করা ভালো তাহলে নিজের উপার্জন বৃদ্ধির পাশাপাশি কয়েকজনের কর্মসংস্থান তৈরি করতেও সক্ষম হওয়া যায়।

সর্বাধিক বিবেচনা পূর্বক, সবচেয়ে বড় বিষয় হচ্ছে- তরুণদের সিদ্ধান্ত নেবার অধিকার দেওয়া, সাহস জোগানো, আর উপযুক্ত প্রস্তুতি নেওয়ার সুযোগ দেওয়া।
তাহলেই বাংলাদেশ পাবে আত্মবিশ্বাসী, কর্মমুখর, স্বপ্নবাজ একটি প্রজন্ম -যারা কেবল চাকরি খুঁজবে না, চাকরি দেবে।

আমি নিজেও একজন তরুণ শিক্ষার্থী হিসেবে এই দ্বিধার মাঝে দিয়ে যাচ্ছি। কখনো মনে হয়, চাকরি করাই নিরাপদ, আবার কখনো ইচ্ছা করে- না, নিজের একটা কিছু করবো।
এই প্রশ্নটা শুধু আমার নয়, হাজারো তরুণ-তরুণীর -
“আমি কী আমার স্বপ্নের পেছনে দৌড়াবো, নাকি সমাজের চোখে নিরাপদ একটা চাকরি খুঁজবো?”
আমার বিশ্বাস, আমরা চাইলে এই দুই পথকে এক করেই এগোতে পারি। দরকার শুধু সঠিক চিন্তা, সাহস আর কিছুটা সহায়তা।
আমরা যদি নিজের স্বপ্নের প্রতি সৎ থাকি, তাহলে একদিন সেই স্বপ্নই আমাদের বাস্তবতা হয়ে উঠবে।

Written by-
Joti Adhikary
Accounting & Information Systems Dept.
Session:2021-22

🎉🎂 Happy Birthday, Sumaya Jannat!🎂🎉 Today, we come together to celebrate a truly special person! Your incredible talent ...
01/12/2025

🎉🎂 Happy Birthday, Sumaya Jannat!🎂🎉

Today, we come together to celebrate a truly special person! Your incredible talent and dedication as the Director of Graphics have made our club shine bright. 🌟 Your creativity knows no bounds, and you inspire us all to think outside the box.

On this special day, we appreciate all the hard work you put in and the energy you bring to our team. Here’s to many more years of success, joy, and unforgettable memories! 🥳✨

Enjoy every moment of your special day! 🎈💖

🎉 অভিনন্দন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফুটবল দল 🎉গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফুটবল দল আঞ...
26/11/2025

🎉 অভিনন্দন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফুটবল দল 🎉

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফুটবল দল আঞ্চলিক পর্বে সফলভাবে খুলনা বিশ্ববিদ্যালয় ও কুয়েটকে পরাজিত করে ঢাকায় অনুষ্ঠিতব্য মূল পর্বে যোগ্যতা অর্জন করেছে, যা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অঙ্গনের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

জিএসটিউ রেডিওর পক্ষ থেকে দলকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা । দলের অধ্যবসায়, শৃঙ্খলাবোধ এবং দলগত একাত্মতা এই সাফল্যের মূল ভিত্তি।

আসন্ন মূল পর্বে GSTU Football Team-এর সর্বোচ্চ সাফল্য কামনা করছি।

📢 ভূমিকম্প সচেতনতা: সতর্ক থাকুন, নিরাপদ থাকুনভূমিকম্পের ঝুঁকি কমাতে পূর্বপ্রস্তুতি ও সঠিক করণীয় সম্পর্কে সচেতন হওয়া অত...
23/11/2025

📢 ভূমিকম্প সচেতনতা: সতর্ক থাকুন, নিরাপদ থাকুন

ভূমিকম্পের ঝুঁকি কমাতে পূর্বপ্রস্তুতি ও সঠিক করণীয় সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। একটি ক্ষুদ্র সচেতনতাই বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি থেকে রক্ষা করতে পারে।

ভূমিকম্পের সময় করণীয় ও বর্জনীয় সম্পর্কে জানুন, পরিবার ও আশপাশের মানুষকে জানাতে উৎসাহিত করুন।
সচেতনতা ও প্রস্তুতিই নিরাপত্তার প্রধান চাবিকাঠি।

#ভূমিকম্প_সচেতনতা #নিরাপদথাকুন #দুর্যোগপ্রস্তুতি

We’re on the lookout for passionate, creative, and energetic minds to join our growing family! 💙Whether you love speakin...
04/11/2025

We’re on the lookout for passionate, creative, and energetic minds to join our growing family! 💙

Whether you love speaking, writing, hosting, organizing, or simply spreading positive vibes — GSTU Radio is the perfect platform to express your talent and discover your true potential. 🌟

Through our class promotions, we’re meeting amazing students who dream of being heard, making an impact, and creating something meaningful together. 📸✨

So, if you’ve ever wanted to hold the mic, share ideas, and connect with thousands — this is your moment to shine! 💫

👉 Come join us and be part of the sound that represents GSTU!

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScO9_HFEpFaFDXoKDSe24lvzU6edqBPH8GAVAWrUlZv896HBw/viewform?usp=header

🎙️✨ আজ GSTU Radio পরিবারের সদস্যরা মেম্বার রিক্রুটমেন্টে গিয়েছিল — নতুন মুখ, নতুন স্বপ্ন আর অসীম উদ্দীপনায় ভরা এক দিন! 💫...
02/11/2025

🎙️✨ আজ GSTU Radio পরিবারের সদস্যরা মেম্বার রিক্রুটমেন্টে গিয়েছিল — নতুন মুখ, নতুন স্বপ্ন আর অসীম উদ্দীপনায় ভরা এক দিন! 💫

তুমি কি ভাবছো তোমার কণ্ঠও শোনা যাক? 🎧
তবে আর দেরি কেন! 👉 যোগ দাও GSTU Radio-তে, যেখানে প্রতিটি কণ্ঠ পায় নতুন পরিচয়, আর প্রতিটি ভাবনা পায় মাইক্রোফোনের স্পর্শ! 🎤🔥

💛📻

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScO9_HFEpFaFDXoKDSe24lvzU6edqBPH8GAVAWrUlZv896HBw/viewform?usp=header

Address

Gopalganj
8100

Telephone

+8801742681549

Website

Alerts

Be the first to know and let us send you an email when GSTU Radio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GSTU Radio:

Share

Category