আমাদের ক্যাম্পাস

আমাদের ক্যাম্পাস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আমাদের ক্যাম্পাস, Digital creator, Gopalganj.

লাউ আজাদ আর কদু আজাদ
25/10/2024

লাউ আজাদ আর কদু আজাদ

31/07/2024

চলমান পরিস্থিতি নিয়ে ড. সলিমুল্লাহ খানের স্পষ্ট বার্তা।

অশক্ত মেরুদণ্ড নিয়ে বেঁচে থাকা শি-অক্ষকদের আত্মার মাগফেরাত কামনা করছি।
31/07/2024

অশক্ত মেরুদণ্ড নিয়ে বেঁচে থাকা শি-অক্ষকদের আত্মার মাগফেরাত কামনা করছি।

25/07/2024

একটা বিল্ডিং-এর মূল্য
তোমার ছেলের জীবনের চেয়ে অনেক বেশি।
একটা ওভারব্রিজের দাম
তোমার হাজার ছেলের লাশ দিয়েও কি চুকাতে পারবে?
একটা মেট্রোস্টেশন কি গর্ভে ধরতে পারবে তুমি?
কী আছে তোমার অপত্য স্নেহে?
গাড়িগুলো বাসগুলো যে পুড়ে গেল
তোমার ছেলেদের রক্তমাংসে তো আর
চলবে না এদের ইঞ্জিন!
মেট্রো কি আর তোমার ছেলেদের
দু:সাহসের বিদ্যুতে ছুটবে?
বা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল কি
তোমার জানাজার কান্নায় আদায় হবে?
কী করে জন্ম দিলে এমন সন্তান?
ভয় পায় না দিতে জান!
যেদিন তোমার পেটে ধরতে পারবে
আস্ত একটা মেট্রোরেল,
যেদিন তোমাদের কোলে দোলাতে পারবে
একটা গোটা দেশের ডেটা সেন্টার
যেদিন তোমার স্তন থেকে দুধ না
ঝরবে বিটিভির বাম্পার ফলনের সংবাদ
যেদিন তোমরা মানুষের বাচ্চা না,
জন্ম দিবে বাস-ট্রাক, ওভারব্রীজ
সেদিন বুঝতে পারবে,
একটা বিল্ডিংয়ের মূল্য
তোমার রক্ত-মাংসের সন্তানের চেয়ে
আসলেই অনেক বেশি।
তখন চুমু খেয়ো ঐ ইট সিমেন্টের শরীরে
গাড়িগুলোকে পাশে শুইয়ে দিও হাত বুলিয়ে
পদ্মাসেতুটাকে পাঠিও ভার্সিটিতে,
পাবলিকে নাহয় প্রাইভেটে
আর রাতে ঘরে ফেরার অপেক্ষা করো
প্রিয় ওভারব্রীজ-টার, স্টেশন-টার।
মুখে ভাত তুলে খাইয়ে দিও বিটিভি-টাকে।
'বাবা' বলে ডেকো শখের মেট্রোরেল-টাকে।
আর ভুলে যেও, সব ভুলে যেও।
রক্ত মাংসের কোনো ছেলে ছিল তোমার
পেটে ছিল পিঠে ছিল কোলে ছিল
ভুলে যেও, তুচ্ছ নগণ্য ঐ মনুষ্য সন্তান
কখনও তোমাকে মা ডেকেছিল
তোমার ঘরে এখন বিটিভি,
তোমার বিছানায় এক্সপ্রেসওয়ে
তোমার আচল ধরে আছে মেট্রোরেল
আর কী চাই তোমার?
যাও চুমু খেয়ে নাও ভবনটাকে, চেয়ারটাকে, হেলিকপ্টার-টাকে!
তারপর ঘুমিয়ে যাও
সকালে আবার তোমার বিল্ডিংগুলোর ক্লাস আছে।

(গোল্ডফিশের কান্না)
রওশন আরা মুক্তা
২৪ জুলাই ২০২৪

তুমি সব ফুলকে কেটে ফেলতে পারো কিন্তু বসন্তকে আসতে আটকাতে পারবে না।- পাবলো নেরুদা
25/07/2024

তুমি সব ফুলকে কেটে ফেলতে পারো কিন্তু বসন্তকে আসতে আটকাতে পারবে না।
- পাবলো নেরুদা

17/07/2024

নেতার ছেলে বিদেশে লেখাপড়া করে।
আর তুমি ৫০০ টাকার জন্য/এক প্যাকেট বিরিয়ানির জন্য/একটু বাহাদুরির জন্য নেতার হয়ে লড়াই করো🤨
১০ বছর পর আবার নেতার ছেলেই নেতা হয়, আর তুমি হও নেতার ছেলের চ্যালা🤨 এভাবে চলে যায় তোমার জীবন, যৌবন, ক্যারিয়ার😒
নেতার পিছনে চামচামি করে কেউ প্রতিষ্ঠিত হতে পারেনি, শুধু ব্যবহার'ই হয়েছে। তাই চামচামি না করে নিজের জীবিকার তালাশ করো, কর্মের তালাশ করো।
সফল একদিন হবেই হবে।

✌️
17/07/2024

✌️

17/07/2024

উগান্ডার এক ভার্সিটির সামনে এক পাগল শুয়ে থাকত। এমনিতে সে চুপচাপ থাকলেও ওই ভার্সিটির উপাচার্যকে দেখলেই হো হো করে হাসত।
সেই দেখে একদিন কয়েকজন সেই পাগলটাকে ধরে জিজ্ঞেস করল
- এই বেটা, তুই মাননীয় মহোদয়কে দেখলেই হাসিস কেন? জানিস উনি কত বড় মানুষ?
উত্তরে পাগল গম্ভীর ভাবে বলল
-আমিও একসময় এই ভার্সিটির শিক্ষক হতে চেয়েছিলাম। সেজন্য আমাকে অনেকের পা চাটতে হয়েছিল।
-সেতো বুঝলাম, কিন্তু তুই উপাচার্য মহোদয়কে দেখলেই হাসিস কেন?
উত্তরে খিক খিক করে হাসতে হাসতে পাগল বলল
-আরে তোমরা বুঝছো না, শিক্ষক হতে গিয়েই আমাকে পা চাটতে হয়েছিল, আর উপাচার্য হতে গিয়ে না জানি ওনার আর কী কী চাটা লেগেছে?উগান্ডার এক ভার্সিটির সামনে এক পাগল শুয়ে থাকত। এমনিতে সে চুপচাপ থাকলেও ওই ভার্সিটির উপাচার্যকে দেখলেই হো হো করে হাসত।
সেই দেখে একদিন কয়েকজন সেই পাগলটাকে ধরে জিজ্ঞেস করল
- এই বেটা, তুই মাননীয় মহোদয়কে দেখলেই হাসিস কেন? জানিস উনি কত বড় মানুষ?
উত্তরে পাগল গম্ভীর ভাবে বলল
-আমিও একসময় এই ভার্সিটির শিক্ষক হতে চেয়েছিলাম। সেজন্য আমাকে অনেকের পা চাটতে হয়েছিল।
-সেতো বুঝলাম, কিন্তু তুই উপাচার্য মহোদয়কে দেখলেই হাসিস কেন?
উত্তরে খিক খিক করে হাসতে হাসতে পাগল বলল
-আরে তোমরা বুঝছো না, শিক্ষক হতে গিয়েই আমাকে পা চাটতে হয়েছিল, আর উপাচার্য হতে গিয়ে না জানি ওনার আর কী কী চাটা লেগেছে?

😈
16/07/2024

😈

বর্তমানে এরকম কথা বলার মত মেরুদন্ড কোন খক খকের নাই৷ লজ্জা, লজ্জা.....বর্তমানের সব পা চাটা কুত্তা। শামসুজ্জোহারা অনেক আগে...
16/07/2024

বর্তমানে এরকম কথা বলার মত মেরুদন্ড কোন খক খকের নাই৷
লজ্জা, লজ্জা.....
বর্তমানের সব পা চাটা কুত্তা।

শামসুজ্জোহারা অনেক আগেই মরে গেছে৷

আরও একজন.... https://bangla.dhakatribune.com/bangladesh/82930/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%B2%E0...
16/07/2024

আরও একজন....

https://bangla.dhakatribune.com/bangladesh/82930/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%98%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%95%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR3ClkpLo6bOHTEF4TMi-rAEpkJTQYJmXK_x8Pda0fVj8Xk7Rv8LBLA_2Cg_aem_xh3uYksFsikEvHNFe_PjHA

রাজধানীর ঢাকা কলেজের বিপরীত পাশে সংঘর্ষে এক তরুণের (২৫) মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়ন.....

16/07/2024

Address

Gopalganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের ক্যাম্পাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share